চীনের এআইআইবি গ্লোবাল ইন্টার্নশিপ প্রোগ্রাম, দিনে ৯০ ডলারের সঙ্গে নানা সুযোগ
Published: 26th, February 2025 GMT
চীনের উদ্যোগে গঠিত একটি ব্যাংক হলো এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)। ব্যাংকটি ২০২৫ সালের জন্য গ্লোবাল ইন্টার্নশিপ প্রোগ্রামে আবেদন আহ্বান করেছে। এআইআইবি গ্লোবাল ইন্টার্নশিপ প্রোগ্রাম তরুণ পেশাদারদের জন্য। এশিয়ায় টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও অবকাঠামো উন্নয়নে অতুলনীয় অভিজ্ঞতা অর্জনে উৎসাহীদের জন্য এই ইন্টার্নশিপ প্রোগ্রাম একটি অনন্য সুযোগ হিসেবে দেখা হয়। আবেদন করতে হবে অনলাইনে। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এ ইন্টার্নশিপ প্রোগ্রাম হবে চীনের রাজধানী বেইজিংয়ে।
এ ইন্টার্নশিপে নানা প্রকল্পভিত্তিক কাজে শিক্ষার্থীদের যুক্ত করা হয়। ইন্টার্নরা সহযোগিতামূলক একটি প্রকল্পে জড়িত হতে পারেন, যেখানে দুই-তিনজন ইন্টার্নের দল ব্যবসায়িক বিভিন্ন চ্যালেঞ্জের জন্য সমাধান তৈরি এবং বাস্তবায়নের সুযোগ পান। হাতে–কলমে নানা অভিজ্ঞতা লাভের সুযোগ মেলে এ ইন্টার্নশিপে। চীনের এ ব্যাংকের নানা প্রকল্প, উদ্যোগ ও কার্যক্রমের সঙ্গে সরাসরি জড়িত হওয়া যায় গ্লোবাল ইন্টার্নশিপ প্রোগ্রামের জন্য নির্বাচিত হলে। পেশার উন্নয়ন ঘটে গ্লোবাল ইন্টার্নশিপ প্রোগ্রামে। নানা সংস্কৃতির অভিজ্ঞ পেশাদারদের সঙ্গে কাজ করার সুযোগ মিলবে। এশিয়ায় অবকাঠামোগত অর্থায়নের অনন্য চ্যালেঞ্জ বোঝা এবং আন্তর্জাতিক উন্নয়ন ও অর্থায়নের ক্ষেত্রে এগিয়ে থাকা নেতৃত্ব এবং বিশেষজ্ঞদের সঙ্গে সংযোগ তৈরি হয় এ ইন্টার্নশিপ প্রোগ্রামে।
আরও পড়ুনস্রেডায় ইন্টার্নশিপ, স্নাতক অথবা অ্যাপিংয়ার্ড প্রার্থীদেরও সুযোগ, মাসে ১০ হাজার টাকা২২ ঘণ্টা আগেইন্টার্নশিপের ধরন—এআইআইবি গ্লোবাল ইন্টার্নশিপ প্রোগ্রাম শিক্ষার্থীদের অর্থপূর্ণ পেশাদারি ও একাডেমিক অভিজ্ঞতার জন্য দুই ধরনের ইন্টার্নশিপ প্রদান করে থাকে। ১.
বিশ্বের যেকোনো দেশের নাগরিকেরা আবেদন করতে পারবেন
আবেদনকারীদের অবশ্যই চমৎকার একাডেমিক রেকর্ড থাকতে হবে
পেশাদারি যোগ্যতা থাকতে হবে
যোগাযোগ, সাংগঠনিক ও আন্তব্যক্তিক দক্ষতা থাকতে হবে
আবেদনকারী প্রার্থীকে অবশ্যই পূর্ণ সময়ের মাস্টার্স বা ডক্টরেট প্রোগ্রামের শিক্ষার্থী হতে হবে
এআইআইবির প্রাতিষ্ঠানিক লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ডিগ্রি অর্জন করা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন
প্রাসঙ্গিক পেশাদারি কাজসম্পন্ন চাকরি এবং ইন্টার্নশিপে অভিজ্ঞতা থাকলে বাড়তি সুবিধা মিলতে পারে, তবে এটি প্রয়োজনীয় নয়
ইংরেজিতে সাবলীল (মৌখিক ও লিখিত)।
এআইআইবি গ্লোবাল ইন্টার্নশিপ প্রোগ্রাম শিক্ষার্থীদের অর্থপূর্ণ পেশাদারি ও একাডেমিক অভিজ্ঞতার জন্য দুই ধরনের ইন্টার্নশিপ প্রদান করে থাকেউৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বুলেট প্রুফ গ্লাসের ওপার থেকে দেখা দিলেন সালমান
সালমান খানের বান্দ্রার বাড়ির সামনে উপচেপড়া ভিড়। নানাভাবে তাদের সামলে রাখার চেষ্টা করছেন পুলিশ। কিছুক্ষণ পরই দেখা দেন অভিনেতা সালমান খান। তবে বাড়ির বাইরে আসেননি; ভেতর থেকে কাচের দেওয়ালের সামনে দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়েন।
‘বিংস সালমান খান’-এর অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়। ক্যাপশনে লেখা, “ধন্যবাদ। ধন্যবাদ। সবাইকে ঈদ মোবারক।”
ইন্ডিয়া টুডে জানিয়েছে, প্রত্যেক ঈদে ভক্তদের সামনে আসেন সালমান খান। এবারো তার ব্যত্যয় ঘটেনি। সালমানের জীবনের নিরাপত্তার কথা বিবেচনা করে আগেই বাড়ির সামনের অংশে বুলেট প্রুফ গ্লাস লাগানো হয়েছে। আর সেই বুলেট প্রুফ গ্লাসের অপর প্রান্ত থেকে ভক্তদের সঙ্গে দেখা করেন ‘ওয়ান্টেড’ তারকা।
আরো পড়ুন:
মুক্তির আগেই ‘সিকান্দার’ সিনেমা ফাঁস
‘রাশমিকার সমস্যা নেই, ওর বাবারও নেই, আপনাদের সমস্যা কোথায়?’
লরেন্স বিষ্ণোই সালমান খানকে একাধিকবার প্রাণনাশের হুমকি দিয়েছেন। কেবল তাই নয়, তার বাড়ি লক্ষ্য করে গুলিও ছুঁড়েছে। ফলে জীবনের নিরাপত্তা নিয়ে কঠিন সময় পার করছেন সালমান খান ও তার পরিবার। গত বছরের ১৮ অক্টোবরও প্রাণনাশের হুমকি পান সালমান খান। এরপরও নিয়মিত শুটিং করেছেন। তবে ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করেছেন আত্মবিশ্বাসী এই অভিনেতা।
সালমান খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সিকান্দার’। ৩০ মার্চ বিশ্বের সাড়ে ৫ হাজার পর্দায় মুক্তি পেয়েছে সিনেমাটি। মুক্তির প্রথম দিনে ৩০ কোটি রুপি আয় করেছেন সিনেমাটি।
এ আর মুরুগাদোস নির্মিত সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সালমান খান। আর তার বিপরীতে রয়েছেন ৩১ বছরের ছোট রাশমিকা মান্দানা।
রাশমিকা-সালমান ছাড়াও ‘সিকান্দার’ সিনেমায় অভিনয় করেছেন কাজল আগরওয়াল, সত্যরাজ, শর্মন জোশী, প্রতীক বব্বর প্রমুখ। এটি প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা।
ঢাকা/শান্ত