রাজধানীর পল্টনের জামান টাওয়ারে আগুন
Published: 26th, February 2025 GMT
রাজধানীর পল্টনের জামান টাওয়ারে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এই তথ্য জানানো হয়।
আজ বুধবার ভোর ৫টা ৩৪ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায় বলে জানায় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ।
নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুসারে, খবর পেয়ে ভোর ৫টা ৪০ মিনিটে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে ফায়ার সার্ভিস।
আজ সকাল ৭টা ১৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, জামান টাওয়ারের ৪র্থ ও ৫ম তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট।
আগুন কীভাবে লাগল, সে বিষয়ে কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিসের।
আগুনের এই ঘটনায় হতাহতের কোনো তথ্য এখন পর্যন্ত নেই বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কুষ্টিয়ায় ২১ দিনেও উদ্ধার হয়নি অপহৃত স্কুলছাত্রী
কুষ্টিয়ার দৌলতপুরে নবম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। গত ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার মরিচা ইউনিয়নের বালিরদিয়াড় গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনার ২১ দিন পার হলেও পুলিশ অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করতে পারেনি। এতে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার মরিচা ইউনিয়নের বালিরদিয়াড় গ্রামের আহাদ মোল্লার ছেলে হৃদয় হোসেন দীর্ঘদিন ধরে ওই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত ও বিরক্ত করে আসছিল। গত ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় ভুক্তভোগী প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে হৃদয়সহ তার ৩-৪ জন বন্ধু অপহরণ করে নিয়ে যায়।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা বলেন, ‘‘এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে তার মা বাদী হয়ে দৌলতপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার ও অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’’
ঢাকা/কাঞ্চন/রাজীব