মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠায় অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশন্স বা আসিয়ানের শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়া ঝুলে আছে। 

গত মাসে দেশটিতে আসিয়ানের দূত উসমান হাসিম সফর করলেও জান্তাপ্রধান মিন অং হ্লাইংয়ের সঙ্গে সাক্ষাৎ করেননি। কেন তিনি সাক্ষাৎ করেননি, তা জানা যায়নি। তবে সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, আসিয়ানের এ দূতের সফর গোপন রাখার নির্দেশনা ছিল। 

মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাসচিব উসমানকে গত মাসে মিয়ানমারে দূত হিসেবে নিয়োগ দেয় আসিয়ান। ২০২১ সাল থেকে গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব তাঁকে দেওয়া হয়েছিল। ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর ও থাইল্যান্ডের সঙ্গে মালয়েশিয়া আসিয়ানের প্রতিষ্ঠাতা সদস্য দেশগুলোর একটি। ইরাবতী।
 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

ঢাকা উত্তর করপোরেশনের আয়োজনে রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। জামাত শেষে দেশের সার্বিক মঙ্গল কামনা করে দোয়া প্রার্থনা করা হয়। একইসঙ্গে একটি সুন্দর নির্বাচন যেন দ্রুত সময়ের মধ্যে দেওয়া যায় তার জন্যও প্রার্থনা করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৮টায় এ জামাত অনুষ্ঠিত হয়।

জামাতের ইমামতি করেন ক্বারী গোলাম মোস্তফা এবং বিকল্প ইমাম হিসেবে ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মুফতি জুবাইর আহমদ আল-আযহারী।

মোনাজাতে খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চেয়ে দোয়া করেন গোলাম মোস্তফা। তিনি বলেন, আমরা প্রার্থনা করি, আগামীতে খুব দ্রুত সময়ের মধ্যে যেন নির্বাচন অনুষ্ঠিত হয়।

ঈদের জামাতের নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার, এবং পুলিশের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। এছাড়া, বিএনসিসির রোভার স্কাউটরা মুসল্লিদের সহায়তা প্রদান করছেন। 

সম্পর্কিত নিবন্ধ