Samakal:
2025-02-25@22:26:11 GMT

কারখানার বর্জ্যে মরছে নদী-খাল

Published: 25th, February 2025 GMT

কারখানার বর্জ্যে মরছে নদী-খাল

মির্জাপুরে টেক্সটাইল কারখানার শিল্পবর্জ্যে দূষিত হচ্ছে পাকুল্যা খাল ও লৌহজং নদী। রাসায়নিকের দুর্গন্ধে বিপর্যয়ের মুখে পরিবেশ। মরে যাচ্ছে মাছ। রাসায়নিক মিশ্রিত পানি পরীক্ষার জন্য সংগ্রহ করেছে পরিবেশ অধিদপ্তর।
জানা যায়, কয়েক বছর আগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার জামুর্কী ইউনিয়নের কদিমধল্যা-সংলগ্ন বানিয়ারা মৌজায় সাদিয়া টেক্সটাইল মিলস লিমিটেড নামে একটি কারখানা প্রতিষ্ঠিত হয়। কারখানার দূষিত বর্জ্য খালে ফেলতে দুই বছর আগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ ঘেঁষে কংক্রিটের পাইপ স্থাপন করা হয়। ওই পাইপ দিয়ে প্রায় দুই কিলোমিটার দূরে পাকুল্যা খালে নিয়মিত কারখানার দূষিত বর্জ্য ফেলা হচ্ছে। খালের পানি প্রবাহিত হচ্ছে লৌহজং নদীতে। ফলে ক্রমেই দূষণে পাকুল্যা খাল ও লৌহজং নদীর পানি অসহনীয় দুর্গন্ধযুক্ত ও কালো কুচকুচে হয়ে পড়েছে। এতে খাল ও নদীর মাছ মরে যাচ্ছে। নদী ও খালের পানি ব্যবহারকারীরা পড়েছেন বিপাকে। স্থানীয়দের অভিযোগ, তারা নদী ও খাল থেকে মাছ ধরলেও সেই মাছ রান্নার পর দুর্গন্ধে খাওয়া যাচ্ছে না।
পাকুল্যা খাল ও লৌহজং নদী এ উপজেলার জামুর্কী, ভাতগ্রাম ও বানাইল ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষের গুরুত্বপূর্ণ পানির উৎস। এই খাল ও নদীতে স্থানীয় বাসিন্দারা মাছ ধরা ছাড়াও 
গোসল, গৃহস্থালির কাজ, আবাদি জমিতে সেচ ও গরু-মহিষ গোসল করানোর জন্য ব্যবহার করে থাকেন। সম্প্রতি খাল ও নদীর পানি কালো কুচকুচে হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। জন্ম নিচ্ছে পোকা। এ কারণে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে খাল ও নদীর পানি।
পাকুল্যা গ্রামের বাসিন্দা রফিক মিয়া বলেন, তাদের চাটাই তৈরির কাজের জন্য আনা বাঁশ পাকুল্যা খালে ভিজিয়ে রেখে কাজ করেন। গত দুই বছর ধরে সাদিয়া কারখানার দূষিত পানি খালে ফেলায় পানি দুর্গন্ধ ও কালো কুচকুচে হয়ে গেছে। পানিতে নামলে শরীর চুলকায় ও ঘা হয়।
শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম বলেন, পানি কালো হয়ে গেছে। নদীর মাছ প্রায়ই মরে ভেসে ওঠে। দুর্গন্ধে থাকা যায় না। এই খালের পানি লৌহজং নদীতে পড়ছে। লৌহজং নদীর মাছও মরে ভেসে ওঠে। বিষাক্ত পানি নদীতে আসায় এখন তারা গোসল করতে পারেন না, জমিতে সেচ দিতে পারেন না।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের (বিএমবিএফ) পর্যবেক্ষণ সম্পাদক ব্যারিস্টার আকিব আকবর খান চৌধুরী বলেন, সাদিয়া টেক্সটাইল মিলস লিমিটেডের শিল্পবর্জ্যের দূষণ চরম আকার ধারণ করেছে। যা ফসলের ক্ষতি, নিরাপদ পানির অভাবসহ পরিবেশের বিপর্যয় ডেকে এনেছে।
জামুর্কী ইউপি চেয়ারম্যান ডি এ মতিনের ভাষ্য, এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে পাকুল্যা খালের সাটিয়াচড়া এলাকায় দুর্গন্ধযুক্ত কালো পানি দেখেছেন। পরে কয়েকটি গ্রামের কিছু সংখ্যক লোক নিয়ে সাদিয়া কারখানায় গিয়ে মালিকের সঙ্গে কথা বলেন। কিন্তু এখনও সমস্যা রয়ে গেছে।
খালে দূষিত বর্জ্য মিশ্রিত পানি ফেলার খবর পেয়ে গতকাল মঙ্গলবার ওই এলাকা পরিদর্শন করে টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তর। এ সময় উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম আরিফুল ইসলাম, পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল অফিসের উপপরিচালক মিয়া মাহমুদুল হক, পরিদর্শক বিপ্লব কুমার সুত্রধর প্রমুখ। এলাকা পরিদর্শন করে পরিবেশ অধিদপ্তর দূষিত বর্জ্য মিশ্রিত পানি সংগ্রহ করে। এই পানি পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে বলে জানা গেছে।
সাদিয়া টেক্সটাইল মিলস লিমিটেডের নির্বাহী পরিচালক আব্দুর রহমানের দাবি, তাদের কারখানায় বায়োলজিক্যাল ইটিপি রয়েছে। ২৪ ঘণ্টা আমাদের ইটিপি চলে এবং সরকার নির্ধারিত রেঞ্জের মধ্যেই আছে। বায়োলজিক্যাল ইটিটি করলে পানির মূল রং থাকে না। এটা কোনো ক্ষতির কারণ নয়।
পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল অফিসের উপপরিচালক মিয়া মাহমুদুল হক বলেন, সাদিয়া টেক্সটাইল মিলের দূষিত বর্জ্য মিশ্রিত পানি খালে ফেলার খবর পেয়ে ওই এলাকা পরিদর্শন করা হয়েছে। সেখান থেকে পানির নমুনা সংগ্রহ করা হয়েছে, যা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে বলে তিনি জানান।
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র দ ষ ত বর জ য র জন য

এছাড়াও পড়ুন:

গাজীপুরে চালককে গলা কেটে হত্যা করে অটোরিকশা ছিনতাই


গাজীপুর সিটি করপোরেশন এলাকায় চালককে গলা কেটে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে সিটি করপোরেশনের রাহাপাড়া এলাকা থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত অটোরিকশাচালকের নাম হাবিবুর রহমান (৪২)। তিনি জামালপুরের মেলান্দহ থানার উখরাদার এলাকার মৃত আবদুল বারেকের ছেলে।

গাজীপুর মহানগর পুলিশের সদর থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল আলম বলেন, গাজীপুর সিটি করপোরেশনের পুবাইল থানাধীন মেঘডুবি পশ্চিম পাড়া এলাকায় জিয়ার বাড়িতে ভাড়া থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন হাবিবুর রহমান। সোমবার রাতের কোনো এক সময় ধারালো অস্ত্র দিয়ে দুর্বৃত্তরা তাঁর গলা কেটে হত্যা করে। পরে মরদেহ রাহাপাড়া এলাকায় রাস্তার পাশে ফেলে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। সকালে এলাকাবাসী মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

উপপরিদর্শক আরও বলেন, ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের জন্য হাবিবুর রহমানকে খুন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পর্কিত নিবন্ধ

  • শেষ রক্ষা হচ্ছে না খুবির সাবেক উপাচার্যের
  • গাজীপুরে চালককে গলা কেটে হত্যা করে অটোরিকশা ছিনতাই