মির্জাপুরে টেক্সটাইল কারখানার শিল্পবর্জ্যে দূষিত হচ্ছে পাকুল্যা খাল ও লৌহজং নদী। রাসায়নিকের দুর্গন্ধে বিপর্যয়ের মুখে পরিবেশ। মরে যাচ্ছে মাছ। রাসায়নিক মিশ্রিত পানি পরীক্ষার জন্য সংগ্রহ করেছে পরিবেশ অধিদপ্তর।
জানা যায়, কয়েক বছর আগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার জামুর্কী ইউনিয়নের কদিমধল্যা-সংলগ্ন বানিয়ারা মৌজায় সাদিয়া টেক্সটাইল মিলস লিমিটেড নামে একটি কারখানা প্রতিষ্ঠিত হয়। কারখানার দূষিত বর্জ্য খালে ফেলতে দুই বছর আগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ ঘেঁষে কংক্রিটের পাইপ স্থাপন করা হয়। ওই পাইপ দিয়ে প্রায় দুই কিলোমিটার দূরে পাকুল্যা খালে নিয়মিত কারখানার দূষিত বর্জ্য ফেলা হচ্ছে। খালের পানি প্রবাহিত হচ্ছে লৌহজং নদীতে। ফলে ক্রমেই দূষণে পাকুল্যা খাল ও লৌহজং নদীর পানি অসহনীয় দুর্গন্ধযুক্ত ও কালো কুচকুচে হয়ে পড়েছে। এতে খাল ও নদীর মাছ মরে যাচ্ছে। নদী ও খালের পানি ব্যবহারকারীরা পড়েছেন বিপাকে। স্থানীয়দের অভিযোগ, তারা নদী ও খাল থেকে মাছ ধরলেও সেই মাছ রান্নার পর দুর্গন্ধে খাওয়া যাচ্ছে না।
পাকুল্যা খাল ও লৌহজং নদী এ উপজেলার জামুর্কী, ভাতগ্রাম ও বানাইল ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষের গুরুত্বপূর্ণ পানির উৎস। এই খাল ও নদীতে স্থানীয় বাসিন্দারা মাছ ধরা ছাড়াও
গোসল, গৃহস্থালির কাজ, আবাদি জমিতে সেচ ও গরু-মহিষ গোসল করানোর জন্য ব্যবহার করে থাকেন। সম্প্রতি খাল ও নদীর পানি কালো কুচকুচে হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। জন্ম নিচ্ছে পোকা। এ কারণে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে খাল ও নদীর পানি।
পাকুল্যা গ্রামের বাসিন্দা রফিক মিয়া বলেন, তাদের চাটাই তৈরির কাজের জন্য আনা বাঁশ পাকুল্যা খালে ভিজিয়ে রেখে কাজ করেন। গত দুই বছর ধরে সাদিয়া কারখানার দূষিত পানি খালে ফেলায় পানি দুর্গন্ধ ও কালো কুচকুচে হয়ে গেছে। পানিতে নামলে শরীর চুলকায় ও ঘা হয়।
শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম বলেন, পানি কালো হয়ে গেছে। নদীর মাছ প্রায়ই মরে ভেসে ওঠে। দুর্গন্ধে থাকা যায় না। এই খালের পানি লৌহজং নদীতে পড়ছে। লৌহজং নদীর মাছও মরে ভেসে ওঠে। বিষাক্ত পানি নদীতে আসায় এখন তারা গোসল করতে পারেন না, জমিতে সেচ দিতে পারেন না।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের (বিএমবিএফ) পর্যবেক্ষণ সম্পাদক ব্যারিস্টার আকিব আকবর খান চৌধুরী বলেন, সাদিয়া টেক্সটাইল মিলস লিমিটেডের শিল্পবর্জ্যের দূষণ চরম আকার ধারণ করেছে। যা ফসলের ক্ষতি, নিরাপদ পানির অভাবসহ পরিবেশের বিপর্যয় ডেকে এনেছে।
জামুর্কী ইউপি চেয়ারম্যান ডি এ মতিনের ভাষ্য, এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে পাকুল্যা খালের সাটিয়াচড়া এলাকায় দুর্গন্ধযুক্ত কালো পানি দেখেছেন। পরে কয়েকটি গ্রামের কিছু সংখ্যক লোক নিয়ে সাদিয়া কারখানায় গিয়ে মালিকের সঙ্গে কথা বলেন। কিন্তু এখনও সমস্যা রয়ে গেছে।
খালে দূষিত বর্জ্য মিশ্রিত পানি ফেলার খবর পেয়ে গতকাল মঙ্গলবার ওই এলাকা পরিদর্শন করে টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তর। এ সময় উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম আরিফুল ইসলাম, পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল অফিসের উপপরিচালক মিয়া মাহমুদুল হক, পরিদর্শক বিপ্লব কুমার সুত্রধর প্রমুখ। এলাকা পরিদর্শন করে পরিবেশ অধিদপ্তর দূষিত বর্জ্য মিশ্রিত পানি সংগ্রহ করে। এই পানি পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে বলে জানা গেছে।
সাদিয়া টেক্সটাইল মিলস লিমিটেডের নির্বাহী পরিচালক আব্দুর রহমানের দাবি, তাদের কারখানায় বায়োলজিক্যাল ইটিপি রয়েছে। ২৪ ঘণ্টা আমাদের ইটিপি চলে এবং সরকার নির্ধারিত রেঞ্জের মধ্যেই আছে। বায়োলজিক্যাল ইটিটি করলে পানির মূল রং থাকে না। এটা কোনো ক্ষতির কারণ নয়।
পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল অফিসের উপপরিচালক মিয়া মাহমুদুল হক বলেন, সাদিয়া টেক্সটাইল মিলের দূষিত বর্জ্য মিশ্রিত পানি খালে ফেলার খবর পেয়ে ওই এলাকা পরিদর্শন করা হয়েছে। সেখান থেকে পানির নমুনা সংগ্রহ করা হয়েছে, যা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে বলে তিনি জানান।
উৎস: Samakal
কীওয়ার্ড: র দ ষ ত বর জ য র জন য
এছাড়াও পড়ুন:
সত্য ঘটনার ‘কেশারি টু’
১৯১৯ সালের ১৩ এপ্রিল ভারত উপমহাদেশের পাঞ্জাব রাজ্যের অমৃতসর শহরের জালিয়ানওয়ালাবাগে জড়ো হন ১৫-২০ হাজার ভারতীয়। তাদের অধিকাংশই ছিলেন শিখ সম্প্রদায়ের। তারা সেখানে একত্র হয়েছিলেন পাঞ্জাবি নববর্ষ উদযাপন করতে। নবান্ন উৎসব উদযাপনের পাশাপাশি তাদের উদ্দেশ্য ছিল দমন-নিপীড়নমূলক রাওলাত আইনের বিপক্ষে প্রতিবাদ জানানো। এই আইনের ফলে খর্ব হয়েছিল গণমাধ্যমের স্বাধীনতা। শুরু হয়েছিল বিনা পরোয়ানায় গ্রেপ্তার এবং অনির্দিষ্ট সাজার অন্যায্য সুযোগ। ফলে সাধারণ মানুষ এক হয়ে নির্বিচারে গ্রেপ্তারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে। বৈশাখী উৎসব উদযাপন করতে আসা জনতা তখনও জানে না কী অপেক্ষা করছে তাদের জন্য। হঠাৎ সেই বাগানে ঢুকে পড়ে ৫০ জন ব্রিটিশ-ভারতীয় সেনাসদস্য। কর্নেল রেজিনাল্ড ডায়ারের নির্দেশে সাধারণ নাগরিকদের বাগান থেকে বের হওয়ার সব পথ বন্ধ করে দেওয়া হয়। তাঁর আদেশে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে সৈনিকেরা। টানা ১০ মিনিটে প্রায় ১৬৫০ রাউন্ড গুলিবর্ষণ করে সৈনিকেরা। কী হচ্ছে তা বুঝে ওঠার আগেই প্রাণ হারায় উপস্থিত জনতার একাংশ। পালানোর পথ না পেয়ে দেয়াল বেয়ে ওপরে উঠে অন্য পাশে যাওয়ার চেষ্টা করেন অনেকে। কেউ সফল হয়ে কোনোমতে প্রাণ নিয়ে বেঁচে যান, কেউ ব্যর্থ হয়ে প্রাণটা হারান। ব্রিটিশদের হিসাবে এ হত্যাকাণ্ডে নিহত হন প্রায় ৪০০ জন। ভারতীয়দের হিসাবে তা ১ হাজারের কাছাকাছি।
১০৬ বছর আগের সেই হত্যাকাণ্ড নিয়ে নির্মিত হয়েছে বলিউডের নতুন সিনেমা। নাম ‘কেশারি চ্যাপ্টার টু: দ্য আনটোল্ড স্টোরি অব জালিয়ানওয়ালাবাগ’। পুষ্পা পালত ও রঘু পালতের লেখা বই ‘দ্য কেস দ্যট শক দ্য এম্পায়ার’ অবলম্বনে নির্মিত সিনেমাটি নির্মাণ করেছেন কারণ সিং ত্যাগী। এই সিনেমায় আইনজীবী চেত্তুর সি শংকরণ নায়ারের ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয় কুমার। শংকরণ ছিলেন প্রকৃত অর্থে একজন দেশপ্রেমিক আইনজীবী এবং ব্রিটিশ শাসনের তীব্র সমালোচক। ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পর ব্রিটিশ রাজত্বকে নাড়িয়ে দিয়েছিলেন আইনজীবী সি শংকরণ নায়ার। সিনেমাটি নিয়ে বেশ উচ্ছ্বসিত অক্ষয় কুমার। তিনি এখন ব্যস্ত সিনেমার প্রচার ও প্রচারণার কাজে।
সিনেমাটি নিয়ে ভারতীয় গণমাধ্যমে অক্ষয় বলেন, ‘আমার দাদু নিজে সেই বিভীষিকা দেখেছিলেন। সেই নৃশংস হত্যাকাণ্ডের কথা তিনি আমার বাবাকে বলেছিলেন, আর বাবা আমাকে। ছোট থেকেই জানি– এই ইতিহাস কতটা বেদনার, কতটা সত্য। আমি ইতিহাসবিদ নই। আমি একজন অভিনেতা মাত্র। এ সিনেমাটি একটি বই অবলম্বনে নির্মিত হয়েছে। বইটি পড়ে যা বুঝেছি এবং বাবার কাছ থেকে যা কিছু শুনেছি, ‘কেশারি চ্যাপ্টার ২’ এ সব কিছুরই সংমিশ্রণ। আমি চাই সিনেমাটি সব ধরনের দর্শক দেখুক। তাহলে মানুষ অন্তত বুঝতে পারবে আদতে কী ঘটেছিল সেই সময়।’ কিছুদিন আগে মুক্তি পেয়েছে সিনেমার ট্রেলার। যার ক্যাপশনে লেখা আছে, একজন সাহসী মানুষ তাঁর সাহস দিয়ে পুরো সাম্রাজ্যকে নাড়িয়ে দিয়েছে। আমাদের ইতিহাসে সবচেয়ে অন্ধকার সময়।’ এই সিনেমায় আর মাধবনও ব্রিটিশদের আইনজীবীর ভূমিকায় অভিনয় করেছেন। অনন্যা পাণ্ডেকে দেখা যাবে আইনের ছাত্রীর ভূমিকায়। ট্রেলারে দেখা যাচ্ছে, মাধবন আর অক্ষয়ের আইনি লড়াই। যেখানে অক্ষয় কুমারকে বলতে শোনা যাচ্ছে, জালিয়ানওয়ালাবাগের সত্য সারাবিশ্বের সামনে তুলে ধরবেন তিনি। ২০১৯ সালে মুক্তি পায় অক্ষয় অভিনীত ‘কেশারি’। এ সিনেমায় অক্ষয় দেখিয়েছিলেন, ১৮৯৭ সালের যুদ্ধে শিখ সৈন্যদের বীরত্বের কথা। এবার তিনি নিয়ে এসেছেন ইতিহাসের এক কালো অধ্যায়ের কথা। সিনেমাটি আগামীকাল ভারতজুড়ে মুক্তি পাবে। এখন দেখার বিষয় আগের কেশারি সিনেমার মতো এই সিনেমাটি দর্শকরা কেমন পছন্দ করেন।