সুইডেনের ফুল-ফান্ডেড ৭৫০ স্কলারশিপ, জীবনযাপন খরচ, ভ্রমণ ব্যয়ের সঙ্গে নানা সুযোগ
Published: 25th, February 2025 GMT
সুইডেন সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ফুল-ফান্ডেড স্কলারশিপ দিচ্ছে। এর আওতায় স্নাতকোত্তর প্রোগ্রামে পড়াশোনার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। এ বৃত্তির কেতাবী নাম সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ ফর গ্লোবাল প্রফেশনাল বা এসআই স্কলারশিপ। বাংলাদেশসহ বিশ্বের ৩১টি দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।
সুইডিশ ইনস্টিটিউট (এসআই) ৭৫০টির বেশি মাস্টার্স প্রোগ্রামের জন্য স্কলারশিপ দিয়ে থাকে। সম্পূর্ণ অর্থায়িত এ স্কলারশিপে স্নাতকোত্তর প্রোগ্রামের সময় এক বা দুই বছর হতে পারে। এসআই স্কলারশিপে আবেদনের জন্য প্রথমে সুইডেনে মাস্টার্স প্রোগ্রামে ভর্তির আবেদন করতে হবে। স্কলারশিপ পেলে ২০২৫ সালের অটাম সেমিস্টারে পড়াশোনা শুরু করতে হবে।
বৃত্তির সুযোগ-সুবিধা-*জীবনযাত্রার খরচের জন্য মাসে ১২ হাজার সুইডিস ক্রোনার (বাংলাদেশি টাকায় প্রায় ১ লাখ ৩৩ হাজার ৩২৬ টাকা) দেবে;
*স্বাস্থ্যবিমা;
*ভ্রমণের জন্য ১৫ হাজার সুইডিশ ক্রোনার অনুদান;
*এসআই নেটওয়ার্ক ফর ফিউচার গ্লোবাল প্রফেশনালসের মেম্বারশিপ ও এসআই অ্যালামনাই নেটওয়ার্কের মেম্বারশিপ লাভের সুযোগ, যা শক্তিশালী একটি নেটওয়ার্ক গঠনের সুযোগ করে দেয়;
আবেদনের যোগ্যতা-*বাংলাদেশের নাগরিক হতে হবে;
*স্নাতক ডিগ্রি সম্পন্ন ও ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে;
*সিভি, মোটিভেশন, রেফারেন্স ইত্যাদির কনটেন্ট ও প্রেজেন্টেশন সেরা হতে হবে;
*যে স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য আবেদন করবেন, তা অবশ্যই এসআই স্কলারশিপের জন্য যোগ্য হতে হবে;
*আপনাকে অবশ্যই একটি সুইডিশ বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করতে হবে এবং জানুয়ারি ২০২৫-এর মধ্যে একটি অফার লেটার পেতে হবে;
*আগে সুইডিশ বিশ্ববিদ্যালয় বা কলেজের কোনো ডিগ্রি নেওয়া থাকলে আবেদন করার প্রয়োজন নেই;
আরও পড়ুনআইইএলটিএস ছাড়া সুইডেনের যে ১০ বিশ্ববিদ্যালয়ে পড়া যাবে০১ ডিসেম্বর ২০২৪এআই দ্বারা তৈরি প্রতীকী.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র জন য
এছাড়াও পড়ুন:
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ডেভেলপমেন্ট স্টাডিজে মাস্টার্সের সুযোগ
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুল পরিচালিত মাস্টার অব ডেভেলপমেন্ট স্টাডিজে (এমডিএস) ৩য় ব্যাচে (জুলাই, ২০২৫) ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে।
ভর্তির জন্য দরকারি১. টিউটোরিয়াল ক্লাস অনলাইন-অফলাইন পদ্ধতিতে প্রতি শুক্রবার ও শনিবারে পরিচালিত হবে।
২. সেমিস্টার শেষে পরীক্ষা বাউবির মেইন ক্যাম্পাস, বোর্ডবাজার, গাজীপুরে সাপ্তাহিক ছুটির দিনে অনুষ্ঠিত হবে।
প্রোগ্রামের বিস্তারিত তথ্য
১. দুই বছর মেয়াদ, চার সেমিস্টার।
২. মোট ১৬ কোর্স, ৬৫ ক্রেডিট।
৩. এমডিএস প্রোগ্রামের মেয়াদ পাঁচ বছর।
আরও পড়ুনপুলিশ স্টাফ কলেজে ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্টে মাস্টার্স১৬ এপ্রিল ২০২৫আবেদনের ন্যূনতম যোগ্যতা১.এমডিএস প্রোগ্রামে আবেদন করার ন্যূনতম যোগ্যতা হচ্ছে মানবিক, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষাসহ যেকোনো বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয়/কলেজ থেকে ৩/৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রি অথবা যেকোনো বিষয়ে একটি মাস্টার্স ডিগ্রিসহ ২ বছর মেয়াদি স্নাতক (পাস)।
২. শিক্ষাজীবনের যেকোনো পর্যায়ে অনধিক একটি ৩য় বিভাগ/শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকলেও আবেদন করা যাবে।
৩. অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতা (পরীক্ষার ফলাফল, মাস্টার্স/উচ্চতর ডিগ্রি) আবেদনকারীর ভর্তি পরীক্ষার ফলাফলে স্কোর হিসেবে যুক্ত হবে।
আবেদন ফির বিস্তারিত১. আবেদন ফরম ফি : এক হাজার টাকা।
২. কোর্স ফি : বার হাজার টাকা।
৩. প্রথম সেমিস্টারে মোট ভর্তি ফি : ১৯১০০ টাকা।
আরও পড়ুনজাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স পড়ুয়া শিক্ষার্থীদের বৃত্তি দেবে সরকার, আবেদন শুরু১৫ এপ্রিল ২০২৫ভর্তিসংক্রান্ত তথ্য১. শুধু অনলাইনে আবেদন করতে হবে।
২. আবেদনের ওয়েবসাইট:
৩. অনলাইনে আবেদনের শেষ তারিখ: ১৭ জুন ২০২৫।
৪. প্রাথমিকভাবে মনোনীতদের তালিকা প্রকাশ: ১৯ জুন ২০২৫।
৫. ভর্তির মৌখিক পরীক্ষা: ২৭ ও ২৮ জুন ২০২৫।
৬. চূড়ান্তভাবে নির্বাচিতদের তালিকা প্রকাশ: ৩০ জুন ২০২৫।
৭. ভর্তি ফি জমা দিয়ে ভর্তিসম্পন্ন করার তারিখ: ১ থেকে ১২ জুলাই ২০২৫ ।
৮. ওরিয়েন্টেশন হবে সরাসরি: ১৮ জুলাই ২০২৫। স্থান: বাউবির মেইন ক্যাম্পাস, বোর্ডবাজার, গাজীপুর।
৯ টিউটোরিয়াল ক্লাস: ২৫ জুলাই ২০২৫।
* বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট:
আরও পড়ুনশাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন দেবে শিক্ষাবৃত্তি, সুযোগ এইচএসসিদের১৬ এপ্রিল ২০২৫