সুইডেনের ফুল-ফান্ডেড ৭৫০ স্কলারশিপ, জীবনযাপন খরচ, ভ্রমণ ব্যয়ের সঙ্গে নানা সুযোগ
Published: 25th, February 2025 GMT
সুইডেন সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ফুল-ফান্ডেড স্কলারশিপ দিচ্ছে। এর আওতায় স্নাতকোত্তর প্রোগ্রামে পড়াশোনার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। এ বৃত্তির কেতাবী নাম সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ ফর গ্লোবাল প্রফেশনাল বা এসআই স্কলারশিপ। বাংলাদেশসহ বিশ্বের ৩১টি দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।
সুইডিশ ইনস্টিটিউট (এসআই) ৭৫০টির বেশি মাস্টার্স প্রোগ্রামের জন্য স্কলারশিপ দিয়ে থাকে। সম্পূর্ণ অর্থায়িত এ স্কলারশিপে স্নাতকোত্তর প্রোগ্রামের সময় এক বা দুই বছর হতে পারে। এসআই স্কলারশিপে আবেদনের জন্য প্রথমে সুইডেনে মাস্টার্স প্রোগ্রামে ভর্তির আবেদন করতে হবে। স্কলারশিপ পেলে ২০২৫ সালের অটাম সেমিস্টারে পড়াশোনা শুরু করতে হবে।
বৃত্তির সুযোগ-সুবিধা-*জীবনযাত্রার খরচের জন্য মাসে ১২ হাজার সুইডিস ক্রোনার (বাংলাদেশি টাকায় প্রায় ১ লাখ ৩৩ হাজার ৩২৬ টাকা) দেবে;
*স্বাস্থ্যবিমা;
*ভ্রমণের জন্য ১৫ হাজার সুইডিশ ক্রোনার অনুদান;
*এসআই নেটওয়ার্ক ফর ফিউচার গ্লোবাল প্রফেশনালসের মেম্বারশিপ ও এসআই অ্যালামনাই নেটওয়ার্কের মেম্বারশিপ লাভের সুযোগ, যা শক্তিশালী একটি নেটওয়ার্ক গঠনের সুযোগ করে দেয়;
আবেদনের যোগ্যতা-*বাংলাদেশের নাগরিক হতে হবে;
*স্নাতক ডিগ্রি সম্পন্ন ও ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে;
*সিভি, মোটিভেশন, রেফারেন্স ইত্যাদির কনটেন্ট ও প্রেজেন্টেশন সেরা হতে হবে;
*যে স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য আবেদন করবেন, তা অবশ্যই এসআই স্কলারশিপের জন্য যোগ্য হতে হবে;
*আপনাকে অবশ্যই একটি সুইডিশ বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করতে হবে এবং জানুয়ারি ২০২৫-এর মধ্যে একটি অফার লেটার পেতে হবে;
*আগে সুইডিশ বিশ্ববিদ্যালয় বা কলেজের কোনো ডিগ্রি নেওয়া থাকলে আবেদন করার প্রয়োজন নেই;
আরও পড়ুনআইইএলটিএস ছাড়া সুইডেনের যে ১০ বিশ্ববিদ্যালয়ে পড়া যাবে০১ ডিসেম্বর ২০২৪এআই দ্বারা তৈরি প্রতীকী.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র জন য
এছাড়াও পড়ুন:
ছিনতাইকারীর আস্তানায় অভিযানে গিয়ে ছুরিকাহত দুই এসআই
চট্টগ্রামে ছিনতাইকারীদের আস্তানায় অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন পুলিশের দুই উপপরিদর্শক (এসআই)। আজ মঙ্গলবার দুপুরে নগরের ডবলমুরিং থানার বারিকবিল্ডিং মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আহতরা হলেন- আহলাদ ইবনে জামিল ও মো. নজরুল ইসলাম। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গ্রেপ্তার হলেন- জাহিদুল ইসলাম (২৪), মো. জুয়েল (৪৫) ও মো. তারেক (২৫)। তাদের কাছ থেকে ছিনতাই ও ডাকাতির বিভিন্ন সরঞ্জাম ও ২ লাখ ১২ হাজার টাকা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্র জানায়, নগরের বারিকবিল্ডিং মোড়ে সীমানা দেয়াল ঘেরা একটি শিল্পগ্রুপের পরিত্যক্ত জায়গায় আস্তানা গাড়ে ছিনতাইকারীরা। নগরের বিভিন্ন এলাকায় ছিনতাই করে সেখানে গিয়ে ভাগবাটোয়ারা করে তারা। এছাড়া সেখানে মাদকও সেবন করে। ছিনতাইকারীরা আস্তানায় অবস্থান করছে এমন তথ্য পেয়ে অভিযানে যায় ডবলমুরিং থানা-পুলিশের একটি টিম। এ সময় সেখানে ছয়জন ছিনতাইকারী ছিল। দু’জনকে ধরতে পারলেও বাকিরা পুলিশকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ছুরিকাঘাতে এসআই আহলাদ ইবনে জামিল ও মো. নজরুল ইসলাম আহত হয়েছেন। গ্রেপ্তার আসামি তারেকও আহত হয়েছে।
পুলিশের দাবি, অভিযানের আগেই ছিনতাইয়ের টাকা ভাগবাটোয়ারা নিয়ে মারামারিতে তারেক আহত হয়েছে। তাকে পুলিশি প্রহরায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জায়গাটির নিরাপত্তার দায়িত্বে থাকা প্রহরী মো. শাহাবুদ্দিন বলেন, ‘ছিনতাইকারীরা ছুরি, কিরিচ, ধামা নিয়ে আমাদের ভয় দেখিয়ে এখানে ঢুকে যেত। বাধা দিলে খুন করার হুমকি দিত। আমরা বিষয়টি থানা-পুলিশকে জানিয়েছিলাম। কখন থেকে তারা এখানে আছে তা জানি না। আমি কাজ করি মাসখানেক। তাদের আমি সবসময় দেখি। তারা এখানে মদ-গাঁজা সেবন করত।’
ডবলমুরিং থানার ওসি কাজী মো. রফিক আহমেদ বলেন, ‘দেশিয় অস্ত্র নিয়ে কয়েকজন ছিনতাইকারী ডাকাতির প্রস্তুতি নিচ্ছে খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার জুয়েল ও জাহিদ জিজ্ঞাসাবাদে জানিয়েছে, ছিনতাইয়ের টাকা ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে তাদের মধ্যে মারামারি হয়। এ সময় তারেক আহত হয়। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।