ঘরের নন্দন বাড়াতে অ্যাকুয়ারিয়ামের জুড়ি নেই। বিশেষ করে বসার ঘরের এক পাশের স্বচ্ছ কাচের ভেতর যদি লাল-নীল-সোনালি রঙের মাছ খেলা করে, তাহলে এক নিমেষেই মন ভালো হয়ে যায়। এ ছাড়া সুন্দর ঘর, নান্দনিক শোপিস– সবকিছুই ব্যক্তির রুচিশীলতার পরিচায়ক। যারা নতুন ফ্ল্যাট সাজাতে অ্যাকুয়ারিয়াম কেনার কথা ভাবছেন, তারা আগে থেকে কিছু বিষয় মাথায় রাখুন। কেননা শুধু অ্যাকুয়ারিয়াম কিনলেই হবে না, এটি কোথায় রাখবেন, কীভাবে সাজাবেন, কোন কোন মাছ রাখবেন এসব বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে।
এটি কেনার আগে ঘরের মাপের দিকে খেয়াল রাখুন। ঘরের মাপের সঙ্গে বেশি বড় কিংবা বেশি ছোট অ্যাকুয়ারিয়াম বেমানান লাগবে। ঘরের মাপ যদি ১০ ফুট বাই ১৫ ফুট হয়, তাহলে ২ ফুট বাই ১ ফুট বা ২.
কোথায় বসাবেন আপনার পছন্দের অ্যাকুয়ারিয়াম, তা আগেই ঠিক করুন। বসার ঘর, খাওয়ার ঘর নাকি শোবার ঘর– যেখানে রাখলে আপনার মনোরঞ্জন হয়, সেখানে রাখুন। সবার নজর কাড়ার জন্য বসার ঘর অথবা খাবারের ঘরের একপাশে রাখতে পারেন। চাইলে দেয়ালজুড়েও এটি সেট করে নিতে পারেন।
জানালার সামনে কিংবা বারান্দার খোলা জায়গায় অ্যাকুয়ারিয়াম রাখবেন না। এতে রোদের তাপ মাছের ক্ষতি করতে পারে। আবার শীতকালে ঠান্ডা আবহাওয়াতেও অ্যাকুয়ারিয়ামের পানির তাপমাত্রার সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।
গোল্ডফিশ, ওরেন্টা গোল্ড, গাপটি, অ্যাঞ্জেল, টাইগার শার্ক, সিল্কি কই, ফ্লাওয়ার হর্ন ফিশ, কমেট, কইকার্ভ, মলি প্রভৃতি বর্ণিল মাছ রাখার পরামর্শ দেন অনলাইন পেজ ফিশ অ্যাকুরিয়াম বিডির স্বত্বাধিকারী তানভীর ইসলাম রাজীব।
অ্যাকুরিয়ামের বিভিন্ন দোকান থেকে কাচের গোলাকৃতি, ডিম্বাকৃতি, আয়তাকৃতির জার, গ্লাস ও স্ট্যান্ড কিনে নিতে পারেন। কাচের পুরুত্ব দেখে কিনুন। যদি বড় অ্যাকুরিয়াম কেনেন, তাহলে পুরু কাচের কিনুন।
এটি সাজানোর জন্য বিভিন্ন রং-বেরঙের পাথর, বালি, কৃত্রিম ও প্রাকৃতিক গাছ ব্যবহার করতে পারেন। সাজানোর জন্য বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ যেমন জাভা ফার্ন, অ্যামাজন সোর্ড, ওয়াটার উইসটেরিয়া ইত্যাদিও কিনতে পারেন। এগুলো কেবল সৌন্দর্যই বাড়াবে না, ভেতরের পরিবেশ, অক্সিজেন, কার্বন-ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় রেখে বাস্তুতন্ত্র ঠিক রাখতে সাহায্য করবে।
অ্যাকুরিয়ামের জন্য এনার্জি সেভিং বাল্ব, হ্যালোজেন বাল্ব কিনতে পারেন। হালকা বেগুনি আলোতে মাছের রং আরও উজ্জ্বল ও স্পষ্ট দেখায়। এ ছাড়া ইলেকট্রিক ওয়াটার হিটার, থার্মোমিটার বেছে নিতে পারেন। কেননা বেশি গরম কিংবা ঠান্ডা পানিতে মাছ অসুস্থ হয়ে পড়ে। মেঘলা দিনে কিংবা শীতকালে পানির তাপমাত্রা ঠিক রাখতে ওয়াটার হিটার কার্যকরী। বাজার থেকে অটো ওয়াটার হিটার কিনে নিন।
নান্দনিক অ্যাকুরিয়ামে কেবল মাছ রাখলেই হবে না, সঠিকভাবে যত্ন নিতে হবে। নির্দিষ্ট সময় পরপর পানি পরিবর্তন করতে হবে। অক্সিজেনের মাত্রা ঠিক আছে কিনা খেয়াল রাখতে হবে। মাছকে খাবারও দিতে হবে বুঝেশুনে। অতিরিক্ত খাবার দিলে মাছ মারাও যেতে পারে। v
উৎস: Samakal
কীওয়ার্ড: র জন য
এছাড়াও পড়ুন:
ছুটির দিনে ওটিটিতে দেখতে পারেন যে সিনেমা ও সিরিজ
দেশের ওটিটিতে কনটেন্ট ছাড়াও চলতি সপ্তাহে ওটিটিতে এসেছে ও আসছে কিছু কাঙ্ক্ষিত সিনেমা-সিরিজ। এর মধ্যে বঙ্গতে মুক্তি পেয়েছে তাসনিয়া ফারিণ অভিনেত্রীর প্রথম চলচ্চিত্র ফাতিমা। এ ছাড়াও অ্যামাজন প্রাইমে খাউফ ও নেটফ্লিক্সে আসছে আই হোস্টেজসহ দারুণ কিছু কনটেন্ট। ওটিটি দুনিয়ার খবরাখবর নিয়েই এই আয়োজন
ফাতিমা
অভিনেত্রী তাসনিয়া ফারিণের প্রথম দেশীয় সিনেমা ‘ফাতিমা’। গত বছর ২৪ মে এটি মুক্তি পায় প্রেক্ষাগৃহে। তারও আগে ইরানের ৪২তম ফজর চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছিল সিনেমাটির। এমনকি এই সিনেমায় অভিনয়ের জন্য ফারিণ সেরা অভিনেত্রীর পুরস্কারও অর্জন করেন সেখান থেকে। দর্শক-সমালোচকদের কাছে বেশ প্রশংসিত হয় সেটি। উৎসব ও প্রেক্ষাগৃহ ঘুরে সেই সিনেমাটি এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। ১৭ এপ্রিল বঙ্গতে মুক্তি পেয়েছে সিনেমাটি। ছুটির দিনে তাই সিনেমাটি দেখে নেওয়া যেতে পারে। এতে তাসনিয়া ফারিণ ছাড়াও এখানে অভিনয় করেছেন ইয়াশ রোহান, তারিক আনাম খান, পান্থ কানাই, মানস বন্দ্যোপাধ্যায়সহ অনেকে।
খাউফ
সাসপেন্স ও ভৌতিক গল্পের সিরিজ ‘খাউফ’। ট্রেলারে দেখা যায় একজন তরুণী যিনি অতীতের দানবদের হাত থেকে বাঁচতে একটি নতুন শহরে আশ্রয় খুঁজছে। তিনি যে ঘরে আশ্রয় নেন সেই ঘরটি আসলে স্বাভাবিক ঘর নয়। যাতে লুকিয়ে আছে ভয়াবহতা, আছে মৃত্যুর গন্ধ ও অশুভ শক্তি। পঙ্কজ কুমার ও সূর্য বালাকৃষ্ণান যৌথভাবে পরিচালনা করেছেন সিরিজটি। এতে অভিনয় করেছেন মনিকা পানওয়ার, রজত কাপুর, গীতাঞ্জলি কুলকার্নি, শিল্পা শুক্লাসহ অনেকেই। আজ অ্যামাজন প্রাইমে মুক্তি পাচ্ছে সিরিজটি।
ডেভিড
একজন সাবেক বক্সার ও নিরাপত্তারক্ষীর জীবনের গল্প উঠে এসেছে ডেভিড সিরিজটিতে। যাতে দেখা যায় আশিক আবু একজন প্রাক্তন বক্সার। যাঁর স্ত্রী বাড়ির বেশির ভাগ দায়িত্ব পালন করেন। আর্থিক অভাব সত্ত্বেও তিন সদস্যের পরিবার নিয়ে সুখেই জীবনযাপন করেন। আবু জীবিকা নির্বাহের জন্য নিরাপত্তার চাকরি নেয়। আন্তর্জাতিক বক্সিং চ্যাম্পিয়ন, সাইনুল আখমাদভকে পাহারা দেওয়ার জন্য নিয়োগ করা হয়, যিনি বক্সিং রিংয়ে কুখ্যাত। একদিন দুর্ঘটনা ঘটে এবং তুর্কি তারকার সঙ্গে একটি উত্তপ্ত মুখোমুখি তাঁকে রিংয়ে ফিরিয়ে আনে। গোবিন্দ বিষ্ণু পরিচালিত সিরিজটিতে অভিনয় করেছেন সাইজু কুরুপ, অ্যান্টনি ভার্গিস, লিজোমল, বিজয় রাঘবন, মো. ইসমাইলসহ অনেকেই। সিরিজটি আজ থেকে জি ফাইভে দেখা যাবে।
আই হোস্টেজ ও ইস্তাম্বুল এনসাইক্লোপিডিয়া
আমস্টারডামের কেন্দ্রস্থলে অবস্থিত একটি অ্যাপল স্টোরে প্রবেশ করে একজন বন্দুকধারী। হুলস্থুল কাণ্ড ঘটে সেখানে। সেখানকার পুলিশ বিষয়টি সমাধানের জন্য আসে এবং বন্দুকধারীর সঙ্গে সূক্ষ্ম চ্যালেঞ্জের মুখোমুখি হয়। এ ঘটনাকে নিয়েই নির্মিত হয়েছে আই হোস্টেজ। মূলত সত্য ঘটনা দ্বারা অনুপ্রাণিত হয়েই সিরিজটি নির্মিত। এতে অভিনয় করেছেন সোফিয়ান মুসুলি, অ্যাডমির সেহোভিচ, ইমানুয়েল ওহেন বোয়াফোসহ অনেকেই। আজ থেকে সিনেমাটি দেখা যাবে নেটফ্লিক্সে।
আজ থেকে ‘ইস্তাম্বুল এনসাইক্লোপিডিয়া’ সিরিজটি দেখা যাবে নেটফ্লিক্সে। যার গল্পে দেখা যাবে, একজন তরুণী ছাত্রী ইস্তাম্বুল শহরের পরিবার থেকে আলাদা এক বন্ধুর সঙ্গে বসবাস করেন। যে বন্ধুর সঙ্গে তাঁর শহরের নানা বিষয় অভিজ্ঞতা নেয়। এবং নিজের বিশ্বাসের পরীক্ষায় নামে। বিভিন্ন চরিত্রে এতে অভিনয় করেছেন কানান এরগুডার, হেলিন কান্দেমির, কান মিরাক সেজেন।