ঘরের নন্দন বাড়াতে অ্যাকুয়ারিয়ামের জুড়ি নেই। বিশেষ করে বসার ঘরের এক পাশের স্বচ্ছ কাচের ভেতর যদি লাল-নীল-সোনালি রঙের মাছ খেলা করে, তাহলে এক নিমেষেই মন ভালো হয়ে যায়। এ ছাড়া সুন্দর ঘর, নান্দনিক শোপিস– সবকিছুই ব্যক্তির রুচিশীলতার পরিচায়ক। যারা নতুন ফ্ল্যাট সাজাতে অ্যাকুয়ারিয়াম কেনার কথা ভাবছেন, তারা আগে থেকে কিছু বিষয় মাথায় রাখুন। কেননা শুধু অ্যাকুয়ারিয়াম কিনলেই হবে না, এটি কোথায় রাখবেন, কীভাবে সাজাবেন, কোন কোন মাছ রাখবেন এসব বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে।
এটি কেনার আগে ঘরের মাপের দিকে খেয়াল রাখুন। ঘরের মাপের সঙ্গে বেশি বড় কিংবা বেশি ছোট অ্যাকুয়ারিয়াম বেমানান লাগবে। ঘরের মাপ যদি ১০ ফুট বাই ১৫ ফুট হয়, তাহলে ২ ফুট বাই ১ ফুট বা ২.
কোথায় বসাবেন আপনার পছন্দের অ্যাকুয়ারিয়াম, তা আগেই ঠিক করুন। বসার ঘর, খাওয়ার ঘর নাকি শোবার ঘর– যেখানে রাখলে আপনার মনোরঞ্জন হয়, সেখানে রাখুন। সবার নজর কাড়ার জন্য বসার ঘর অথবা খাবারের ঘরের একপাশে রাখতে পারেন। চাইলে দেয়ালজুড়েও এটি সেট করে নিতে পারেন।
জানালার সামনে কিংবা বারান্দার খোলা জায়গায় অ্যাকুয়ারিয়াম রাখবেন না। এতে রোদের তাপ মাছের ক্ষতি করতে পারে। আবার শীতকালে ঠান্ডা আবহাওয়াতেও অ্যাকুয়ারিয়ামের পানির তাপমাত্রার সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।
গোল্ডফিশ, ওরেন্টা গোল্ড, গাপটি, অ্যাঞ্জেল, টাইগার শার্ক, সিল্কি কই, ফ্লাওয়ার হর্ন ফিশ, কমেট, কইকার্ভ, মলি প্রভৃতি বর্ণিল মাছ রাখার পরামর্শ দেন অনলাইন পেজ ফিশ অ্যাকুরিয়াম বিডির স্বত্বাধিকারী তানভীর ইসলাম রাজীব।
অ্যাকুরিয়ামের বিভিন্ন দোকান থেকে কাচের গোলাকৃতি, ডিম্বাকৃতি, আয়তাকৃতির জার, গ্লাস ও স্ট্যান্ড কিনে নিতে পারেন। কাচের পুরুত্ব দেখে কিনুন। যদি বড় অ্যাকুরিয়াম কেনেন, তাহলে পুরু কাচের কিনুন।
এটি সাজানোর জন্য বিভিন্ন রং-বেরঙের পাথর, বালি, কৃত্রিম ও প্রাকৃতিক গাছ ব্যবহার করতে পারেন। সাজানোর জন্য বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ যেমন জাভা ফার্ন, অ্যামাজন সোর্ড, ওয়াটার উইসটেরিয়া ইত্যাদিও কিনতে পারেন। এগুলো কেবল সৌন্দর্যই বাড়াবে না, ভেতরের পরিবেশ, অক্সিজেন, কার্বন-ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় রেখে বাস্তুতন্ত্র ঠিক রাখতে সাহায্য করবে।
অ্যাকুরিয়ামের জন্য এনার্জি সেভিং বাল্ব, হ্যালোজেন বাল্ব কিনতে পারেন। হালকা বেগুনি আলোতে মাছের রং আরও উজ্জ্বল ও স্পষ্ট দেখায়। এ ছাড়া ইলেকট্রিক ওয়াটার হিটার, থার্মোমিটার বেছে নিতে পারেন। কেননা বেশি গরম কিংবা ঠান্ডা পানিতে মাছ অসুস্থ হয়ে পড়ে। মেঘলা দিনে কিংবা শীতকালে পানির তাপমাত্রা ঠিক রাখতে ওয়াটার হিটার কার্যকরী। বাজার থেকে অটো ওয়াটার হিটার কিনে নিন।
নান্দনিক অ্যাকুরিয়ামে কেবল মাছ রাখলেই হবে না, সঠিকভাবে যত্ন নিতে হবে। নির্দিষ্ট সময় পরপর পানি পরিবর্তন করতে হবে। অক্সিজেনের মাত্রা ঠিক আছে কিনা খেয়াল রাখতে হবে। মাছকে খাবারও দিতে হবে বুঝেশুনে। অতিরিক্ত খাবার দিলে মাছ মারাও যেতে পারে। v
উৎস: Samakal
কীওয়ার্ড: র জন য
এছাড়াও পড়ুন:
টেকনাফে পাহাড় থেকে দুজনকে অপহরণ
কক্সবাজারের টেকনাফ উপজেলায় পাহাড় থেকে দুজনকে অপহরণের খবর পাওয়া গেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা পাহাড় থেকে দুজনকে অপহরণ করা হয় বলে জানিয়েছেন বাহারছড়া ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম।
অপহৃত দুজন হলেন- জাহাজপুরা এলাকার আবছার আহমদের ছেলে আহমদ উল্লাহ (৪৮) ও আবদুস সালামের ছেলে জসিম উদ্দিন (১৮)।
ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন, গরু নিয়ে পাহাড়ে যাওয়া দুজনকে মুখোশধারী সন্ত্রাসীরা গভীর পাহাড়ের দিকে নিয়ে যেতে দেখেছেন স্থানীয়রা। এখন পর্যন্ত কোনো ধরনের ফোন করা হয়নি। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শুভরঞ্জন শাহ জানিয়েছেন, জনপ্রতিনিধির মাধ্যমে অপহরণের খবর পাওয়ার পর পাহাড়ি এলাকায় অভিযান চালানো হচ্ছে।