Samakal:
2025-04-18@02:07:55 GMT

যত্নে থাকুক শীতের পোশাক

Published: 25th, February 2025 GMT

যত্নে থাকুক শীতের পোশাক

শীতের বিদায় শেষে প্রকৃতিজুড়ে বইছে বসন্তের হাওয়া। তাই এবার আমাদের শীতের বাহারি পোশাকগুলো যত্ন করে তুলে রাখার সময় এসে গেছে। শীতে সবার পছন্দ উল, লেদার, পশম ইত্যাদি তৈরি পোশাক। ভিন্নতা অনুযায়ী প্রতিটি কাপড়েরই রয়েছে আলাদা যত্ন। শীতের পোশাক গুছিয়ে রাখার সময় সামান্য অসচেতনতায় নষ্ট হতে পারে আপনার প্রিয় এবং মূল্যবান পোশাকটি । 
চলুন জেনে নিই শীতের পোশাকের যত্ন নেওয়ার কিছু পরামর্শ– 
উল কাপড়ের যত্ন
১.

উলের দামি জামাকাপড় ওয়াশিং মেশিনে না ধোয়াই ভালো। ঠান্ডা পানিতে অল্প ডিটারজেন্ট দিয়ে কাচুন। উলের জামা স্টোর করার সময় ভাঁজ না করে ঝুলিয়ে রাখুন।
২. জ্যাকেট বা কোট ঝুলিয়ে রাখার সময় কাঁধের অংশ প্লাস্টিক দিয়ে ঢেকে রাখুন। এতে কাপড়ে ধুলা জমবে না।
৩. উলের জামাকাপড় বেশি ড্রাই ক্লিনিং না করাই ভালো। 
৪. এ কাপড় ভিজে গেলে ছায়ায় শুকিয়ে নিন। কড়া রোদে বা গরম তাপে না শুকানোই ভালো।
৫. ইস্ত্রি করার সময় সোয়েটার বা শাল উল্টে নিন। স্টিম দিয়ে ইস্ত্রি করার চেষ্টা করুন; গরম আয়রন উলে না লাগানোর চেষ্টা করুন।
৬. সংরক্ষণের সময় ন্যাপথালিন বল একটা পুরোনো মোজায় ভরে আলমারিতে রাখুন।
৭. উলের কাপড় ধোয়ার জন্য কম ক্ষারযুক্ত সাবান, জেট পাউডার ও শ্যাম্পু ব্যবহার করুন। ধোয়ার সময় কখনোই কাপড়ে ব্রাশ দিয়ে ঘষবেন না। এতে কাপড় নষ্ট হওয়ার আশঙ্কা থাকে।
৮. উলের কাপড়কে পোকার হাত থেকে বাঁচাতে সংরক্ষণের জায়গায় কিছু শুকনো নিমপাতা ছড়িয়ে রাখুন।
পশমি কাপড় বা লেদার কাপড়ের যত্ন
১. লেদার বা পশমি কাপড় বাড়িতে পরিষ্কার করা ঠিক নয়; ভালো কোনো লন্ড্রিতে পাঠান।
২. কয়েক বছর পরপর লেদারের জামাকাপড়ের ভেতরের লাইনিং বদলানো খুবই জরুরি।
৩. লেদার যদি খুব পাতলা হয় তাহলে হোয়াইট টিস্যুর প্যাডিং দিয়ে সংরক্ষণ করতে হবে। 
লিনেন কাপড়ের যত্ন
১. লিনেন কাপড়ের সোয়েটার বা জামা কিছু দিন পরপরই কাচুন। সাদা লিনেন গরম পানিতে কাচবেন আর রঙিন লিনেন অল্প গরম পানিতে কাচবেন।
২. লিনেন কাপড় ওয়াশিং মেশিনে না শুকিয়ে দড়িতে শুকানো উচিত। 
৩. এ কাপড় ধোয়ার পর পানি ঝরিয়ে, একটু ভিজে ভিজে অবস্থায় ইস্ত্রি করুন। 
৪. লিনেনের জামাকাপড় স্টোর করার সময় রোল করে পরিষ্কার পুরোনো কাপড় দিয়ে জড়িয়ে রাখুন।
শীতের কাপড়ে আলমারি খুলে মাঝেমধ্যে বাতাস লাগানো উচিত। আবার গরমের সময় কাপড় বের করে ধুলাবালি পরিষ্কার করে রাখলে কাপড় নতুনের মতোই থাকে।v

উৎস: Samakal

কীওয়ার্ড: র যত ন র সময়

এছাড়াও পড়ুন:

পারমাণবিক অস্ত্র অর্জনের খুব কাছে ইরান: জাতিসংঘ

পারমাণবিক অস্ত্র অর্জন থেকে ইরান খুব বেশি দূরে নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি। তেহরানে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দেওয়ার আগে এ মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে যে, পারমাণবিক সক্ষমতা অর্জনের চেষ্টা করছে ইরান। যদিও তেহরান কখনোই তাদের অভিযোগ স্বীকার করেনি। তেহরানের দাবি, তাদের পারমাণবিক কর্মসূচি পুরোটাই বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। এ ছাড়া ইরান বিপজ্জনকভাবে পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি পৌঁছে গেছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)।

গালফ টাইমসের খবরে বলা হয়, বুধবার ফরাসি পত্রিকা লে মন্ডেকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রোসি বলেন, এ বিষয়টি ধাঁধার মতো। তাদের কাছে খণ্ড খণ্ড (পারমাণবিক) শক্তি আছে, একদিন তারা এগুলো একত্রিত করতে পারবে। ইরানের ওই পর্যায়ে পৌঁছাতে এখনও বহু পথ বাকি থাকলেও সময়টা খুব বেশি দূরে নয়, যা আমাদের স্বীকার করতেই হবে।

ইরানের পারমাণবিক সক্ষমতার বিষয়টি যাচাই করার ওপর জোর দিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে শুধু এটা বললেই হবে না যে, আমাদের কাছে পারমাণবিক অস্ত্র নেই, যার ভিত্তিতে তারা আপনাকে বিশ্বাস করবে। এ ক্ষেত্রে বিষয়টি আমাদের যাচাই করতে দিতে হবে। ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার পরিকল্পনা আটকে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরিবর্তে তিনি একটি চুক্তির মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি কার্যক্রম সীমিত করার চেষ্টা করছেন। মার্কিন প্রশাসনসহ অন্যদের বরাত দিয়ে বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক টাইমস। 

রয়টার্স জানায়, ইরানের তেল রপ্তানিকে লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে একটি চীনা ‘টিপট’ তেল পরিশোধনাগারও রয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের ওপর চাপ বাড়াতে আবারও তার ‘সর্বোচ্চ চাপ’ নীতি চালু করেছে।

সম্পর্কিত নিবন্ধ