Samakal:
2025-02-25@21:28:13 GMT

যত্নে থাকুক শীতের পোশাক

Published: 25th, February 2025 GMT

যত্নে থাকুক শীতের পোশাক

শীতের বিদায় শেষে প্রকৃতিজুড়ে বইছে বসন্তের হাওয়া। তাই এবার আমাদের শীতের বাহারি পোশাকগুলো যত্ন করে তুলে রাখার সময় এসে গেছে। শীতে সবার পছন্দ উল, লেদার, পশম ইত্যাদি তৈরি পোশাক। ভিন্নতা অনুযায়ী প্রতিটি কাপড়েরই রয়েছে আলাদা যত্ন। শীতের পোশাক গুছিয়ে রাখার সময় সামান্য অসচেতনতায় নষ্ট হতে পারে আপনার প্রিয় এবং মূল্যবান পোশাকটি । 
চলুন জেনে নিই শীতের পোশাকের যত্ন নেওয়ার কিছু পরামর্শ– 
উল কাপড়ের যত্ন
১.

উলের দামি জামাকাপড় ওয়াশিং মেশিনে না ধোয়াই ভালো। ঠান্ডা পানিতে অল্প ডিটারজেন্ট দিয়ে কাচুন। উলের জামা স্টোর করার সময় ভাঁজ না করে ঝুলিয়ে রাখুন।
২. জ্যাকেট বা কোট ঝুলিয়ে রাখার সময় কাঁধের অংশ প্লাস্টিক দিয়ে ঢেকে রাখুন। এতে কাপড়ে ধুলা জমবে না।
৩. উলের জামাকাপড় বেশি ড্রাই ক্লিনিং না করাই ভালো। 
৪. এ কাপড় ভিজে গেলে ছায়ায় শুকিয়ে নিন। কড়া রোদে বা গরম তাপে না শুকানোই ভালো।
৫. ইস্ত্রি করার সময় সোয়েটার বা শাল উল্টে নিন। স্টিম দিয়ে ইস্ত্রি করার চেষ্টা করুন; গরম আয়রন উলে না লাগানোর চেষ্টা করুন।
৬. সংরক্ষণের সময় ন্যাপথালিন বল একটা পুরোনো মোজায় ভরে আলমারিতে রাখুন।
৭. উলের কাপড় ধোয়ার জন্য কম ক্ষারযুক্ত সাবান, জেট পাউডার ও শ্যাম্পু ব্যবহার করুন। ধোয়ার সময় কখনোই কাপড়ে ব্রাশ দিয়ে ঘষবেন না। এতে কাপড় নষ্ট হওয়ার আশঙ্কা থাকে।
৮. উলের কাপড়কে পোকার হাত থেকে বাঁচাতে সংরক্ষণের জায়গায় কিছু শুকনো নিমপাতা ছড়িয়ে রাখুন।
পশমি কাপড় বা লেদার কাপড়ের যত্ন
১. লেদার বা পশমি কাপড় বাড়িতে পরিষ্কার করা ঠিক নয়; ভালো কোনো লন্ড্রিতে পাঠান।
২. কয়েক বছর পরপর লেদারের জামাকাপড়ের ভেতরের লাইনিং বদলানো খুবই জরুরি।
৩. লেদার যদি খুব পাতলা হয় তাহলে হোয়াইট টিস্যুর প্যাডিং দিয়ে সংরক্ষণ করতে হবে। 
লিনেন কাপড়ের যত্ন
১. লিনেন কাপড়ের সোয়েটার বা জামা কিছু দিন পরপরই কাচুন। সাদা লিনেন গরম পানিতে কাচবেন আর রঙিন লিনেন অল্প গরম পানিতে কাচবেন।
২. লিনেন কাপড় ওয়াশিং মেশিনে না শুকিয়ে দড়িতে শুকানো উচিত। 
৩. এ কাপড় ধোয়ার পর পানি ঝরিয়ে, একটু ভিজে ভিজে অবস্থায় ইস্ত্রি করুন। 
৪. লিনেনের জামাকাপড় স্টোর করার সময় রোল করে পরিষ্কার পুরোনো কাপড় দিয়ে জড়িয়ে রাখুন।
শীতের কাপড়ে আলমারি খুলে মাঝেমধ্যে বাতাস লাগানো উচিত। আবার গরমের সময় কাপড় বের করে ধুলাবালি পরিষ্কার করে রাখলে কাপড় নতুনের মতোই থাকে।v

উৎস: Samakal

কীওয়ার্ড: র যত ন র সময়

এছাড়াও পড়ুন:

টেকনাফে পাহাড় থেকে দুজনকে অপহরণ

কক্সবাজারের টেকনাফ উপজেলায় পাহাড় থেকে দুজনকে অপহরণের খবর পাওয়া গেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা পাহাড় থেকে দুজনকে অপহরণ করা হয় বলে জানিয়েছেন বাহারছড়া ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম।

অপহৃত দুজন হলেন- জাহাজপুরা এলাকার আবছার আহমদের ছেলে আহমদ উল্লাহ (৪৮) ও আবদুস সালামের ছেলে জসিম উদ্দিন (১৮)।

ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন, গরু নিয়ে পাহাড়ে যাওয়া দুজনকে মুখোশধারী সন্ত্রাসীরা গভীর পাহাড়ের দিকে নিয়ে যেতে দেখেছেন স্থানীয়রা। এখন পর্যন্ত কোনো ধরনের ফোন করা হয়নি। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। 

বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শুভরঞ্জন শাহ জানিয়েছেন, জনপ্রতিনিধির মাধ্যমে অপহরণের খবর পাওয়ার পর পাহাড়ি এলাকায় অভিযান চালানো হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ