সতীর্থ অক্ষর প্যাটেলকে একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন রোহিত শর্মা। কিন্তু চার দিন হতে চললেও রোহিত সেই প্রতিশ্রুতি পূরণ করেননি বলে জানিয়েছেন অক্ষর।

প্রতিশ্রুতির গল্পটা আগে বলা যাক। চ্যাম্পিয়নস ট্রফিতে গত শুক্রবার বাংলাদেশের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল ভারত। ৬ উইকেটে জয়ের ম্যাচে স্লিপে অক্ষরের বলে ক্যাচ ছাড়েন ভারতের অধিনায়ক রোহিত। সেটাও যেনতেন ক্যাচ নয়, জাকের আলীর ব্যাট ছুঁয়ে যাওয়া বলটি রোহিত মুঠোবন্দী করতে পারলে হ্যাটট্রিক হয়ে যেত অক্ষরের!

আরও পড়ুনওয়ানডেতে কোহলিই সর্বকালের সেরা, বললেন পন্টিং, নাসের ও আথারটন১ ঘণ্টা আগে

কিন্তু সহজ ক্যাচটি রোহিতের হাত ফসকে পড়ে যায়। হতাশায় তখন মাটিতে কয়েকবার আঘাতও করেন রোহিত। অক্ষরের হতাশাও রোহিতের না বোঝার কথা নয়। অনেক বোলার গোটা ক্যারিয়ারেই কখনো হ্যাটট্রিকের সুযোগ পান না, সেখানে ওভাবে ক্যাচ ছেড়ে অক্ষরকে হ্যাটট্রিকবঞ্চিত করায় তাঁর জন্য রোহিতের খারাপ লাগাও স্বাভাবিক।

রোহিত শর্মা ও অক্ষর প্যাটেল.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

টঙ্গী‌তে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, যুবকের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে পিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে টঙ্গীর স্টেশন রোডের মা‌ছিমপুর এলাকার বালুর মা‌ঠে এ ঘটনা ঘটে। নিহত ওই যুবকের নাম–প‌রিচয় পাওয়া যায়‌নি।

স্থানীয়রা জানান, এক পথচারীর মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা ক‌রেন ওই যুবক। এ সময় স্থানীয় কয়েকজন তাকে ধরে ফেলে। পরে যুবককে মা‌ছিমপুর এলাকার বালুর মা‌ঠে নিয়ে গণপিটুনি দেয়। পরে পুলিশ আহত অবস্থায় তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফ‌রিদুল ইসলাম বলেন, ছিনতাইয়ের অভিযোগে স্থানীয় লোকজন এক যুবককে গণপিটুনি দিয়েছে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই যুবকের পরিচয় জানার চেষ্টা চল‌ছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পর্কিত নিবন্ধ