রাজধানীতে সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ২৪৮
Published: 25th, February 2025 GMT
রাজধানীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে ২৪৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে রয়েছে ১৪ ডাকাত, ১৬ পেশাদার সক্রিয় ছিনতাইকারী, ৭ চাঁদাবাজ, ১১ চোর, ২২ চিহ্নিত মাদক কারবারি, ৪৪ জন পরোয়ানাভুক্ত আসামিসহ অন্য অপরাধে জড়িতরা।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সোমবার (২৪ ফেব্রুযারি) বিকেল থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’ সারা দেশে ৬৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে ৮ ফেব্রুয়ারি রাত থেকে আজ বিকেল পর্যন্ত মোট ৯ হাজার ৮৯২ জনকে গ্রেপ্তার করা হলো।
আরো পড়ুন:
বিতর্কিত নির্বাচন: পুলিশের ৮২ কর্মকর্তা ওএসডি
বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাদের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩
ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীতে গ্রেপ্তার করা ২৪৮ জনের মধ্যে রয়েছে ১৪ জন ডাকাত, ১৬ জন পেশাদার ছিনতাইকারী, ৭ জন চাঁদাবাজ, ১১ জন চোর, ২২ জন চিহ্নিত মাদক কারবারি, ৪৪ জন পরোয়ানাভুক্ত আসামি। অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে তিনটি ছুরি, চারটি চাকু, একটি প্লায়ার্স, একটি স্ক্রু ড্রাইভার, একটি লোহার শাবল, একটি চাপাতি, একটি দা ও দুটি রড উদ্ধার করা হয়। এছাড়া অভিযানে উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ৪৯ কেজি ৮৭০ গ্রাম গাঁজা ও ৭০৪টি ইয়াবা। গত ২৪ ঘণ্টায় এসব ঘটনায় ডিএমপির বিভিন্ন থানায় মোট ৫৯টি মামলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ডিএমপির ৫০টি থানা এলাকায় জননিরাপত্তা বিধানে ডিএমপির ৫০০টি টহল দল দায়িত্ব পালন করে। পাশাপাশি পুলিশ ৫৪টি তল্লাশিচৌকি পরিচালনা করে। এ ছাড়া মহানগরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাতটি, অ্যান্টিটেররিজম ইউনিটের (এটিইউ) চারটি এবং র্যাবের ১০টি টহল দল দায়িত্ব পালন করে। আর পুলিশের বিশেষায়িত ইউনিট এপিবিএন রাজধানীতে ৩১টি নিরাপত্তাচৌকি পরিচালনা করে।
ঢাকা/সুকান্ত/মাকসুদ/সাইফ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর গ র প ত র কর ড এমপ র
এছাড়াও পড়ুন:
ঢাকার ছিন্নমূল মানুষের জীবনে নেই ঈদের আনন্দ
মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। এক মাস সিয়াম সাধনার পর সচ্ছল ব্যক্তিরা ঈদে পরিবার-পরিজন নিয়ে সাধ্যমতো আনন্দ উপভোগ করলেও ছিন্নমূল মানুষদের ঈদের দিন কাটে অন্যান্য দিনে মতোই। তারা না পান ভালো খাবার, না পান ভালো জামা-কাপড়। রাস্তায় বসে-শুয়ে কেটে যায় তাদের ঈদের দিন।
সোমবার (৩১ মার্চ) ঈদের দিন দুপুরে কমলাপুর রেল স্টেশনের সামনে কথা হয় রাহেলা বেগমের সঙ্গে। তার পরনে ছেঁড়া ও ময়লা কাপড়। কোলে কাঁদছে অভুক্ত সন্তান।
রাহেলা বেগম বলেন, “ঈদ এলে অন্যরা যেমন নতুন জামা-কাপড় কিনেন, খাবার খান, ঘোরাফেরা করেন; আমরা হেডা পারি না। আমরা গরিব মানুষ, কমলাপুরের ফুটপাতে থাকি, ফুটপাতেই খাই।”
মতিঝিলে কথা হয় ভিক্ষুক আনোয়ার হোসেনের সঙ্গে। নাম জিজ্ঞাসা করামাত্রই একটু মুচকি হেসে বলেন, “বাবা আজ ঈদ। কিন্তু, আমার গায়ে কোনো কাপড় নাই। ভিক্ষা করে কি আর ঈদ করা যায়? রোজার মাসে যে কয়টা টাকা আয় করেছিলাম, পরিবারের কাছে পাঠিয়ে দিতে হয়েছে। ঈদের দিনেও ভিক্ষা করছি, আমাগো আবার কীসের ঈদ?”
টিকাটুলির ফুটপাতে থাকা জুলেখা বলেন, “দুই সন্তান নিয়ে রাস্তায় থাকি। বাঁইচা থাকতেই তো কষ্ট হয়। আমাগোও ঈদ করতে ইচ্ছা করে। কিন্তু, কী করমু? আমাগো টাকা-পয়সা নেই, থাকলে ঈদে নতুন কাপড় কিনতাম।”
নিউ মার্কেট, কারওয়ান বাজার, কমলাপুর, হাইকোর্ট এলাকা, গুলিস্তান, কাকরাইল, বিজয়নগর, মতিঝিল, আজিমপুর, বাংলা মোটরসহ বেশকিছু এলাকা ঘুরে দেখা গেছে, এসব এলাকার রাস্তায় বসে-শুয়ে আছেন অনেকে। তাদের জীবনে নেই ঈদের আনন্দের ছোঁয়া। কেউ কিছু দেবে, সেই অপেক্ষায় আছেন তারা। ভিক্ষা কিংবা সাহায্যের জন্য বিভিন্ন জায়গায় ছুটছেন। কেউবা রাস্তার ধারে লাকড়ির চুলায় ভাত-তরকারি রান্না করছেন। ঈদ তাদের জীবনে কোনো ছাপ ফেলেনি।
ঢাকা/এমআর/রফিক