Samakal:
2025-02-25@20:35:39 GMT

সিরিয়ায় নিষেধাজ্ঞা স্থগিত ইইউর

Published: 25th, February 2025 GMT

সিরিয়ায় নিষেধাজ্ঞা স্থগিত ইইউর

সিরিয়ার গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাতের ওপর আরোপিত বেশ কিছু নিষেধাজ্ঞা স্থগিত করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সাবেক স্বৈরশাসক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের পতনের পর সিরিয়ার পুনর্গঠনে সহায়তা করার লক্ষ্যে সোমবার দেশটির জ্বালানি, পরিবহন ও ব্যাংকিং খাতে নিষেধাজ্ঞা স্থগিতের ঘোষণা দেয় সংস্থাটি। 

সিরিয়ার গৃহযুদ্ধের সময় আসাদ সরকারের ওপর বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করে ইইউ। সাবেক বিদ্রোহী নেতা আহমেদ আল-শারার নেতৃত্বে নতুন সরকার এসব নিষেধাজ্ঞা শিথিলের দাবি জানিয়ে আসছিল। সিরিয়ায় ‘অন্তর্ভুক্তিমূলক সরকার’ গড়ার দাবিতে ইউরোপ ও অন্য শক্তিধর দেশগুলো নিষেধাজ্ঞা প্রত্যাহারের পদক্ষেপ না নেওয়ার বিষয়ে অনড় ছিল। 

অবশেষে সোমবার বেলজিয়ামের ব্রাসেলসে অনুষ্ঠিত এক বৈঠকে সেই অবস্থান থেকে সরে আসার ঘোষণা দেন ইইউর পররাষ্ট্রমন্ত্রীরা। এএফপি।
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: সরক র

এছাড়াও পড়ুন:

প্রধান বিচারপতির সংস্কার উদ্যোগে ইইউর পূর্ণ সমর্থন

সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

প্রধান বিচারপতির বিচারিক স্বাধীনতা ও সংস্কারের উদ্যোগগুলোর প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ তাদের ফেসবুক পেজে একটি বিবৃতি দিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ইইউ বাংলাদেশের বিচার ব্যবস্থার স্বাধীনতা ও কার্যকারিতায় সমর্থন করে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট ইউএনডিপির সঙ্গে কাজ করছে। আমরা আমাদের অংশীদারদের পাশে আছি। আমরা সার্বজনীন মূল্যবোধের পক্ষে আছি। আমরা প্রধান বিচারপতি ও অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্দেশ্যগুলোর সমর্থনে পাশে আছি।

উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট ও ইউএনডিপির আয়োজনে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলায় কর্মরত বিভিন্ন পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত এবং মিশনের প্রধান মাইকেল মিলার অংশগ্রহণ করেন। সেখানে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ প্রধান অতিথি ছিলেন। আরও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব।

বিএইচ

সম্পর্কিত নিবন্ধ

  • প্রধান বিচারপতির সংস্কার উদ্যোগে ইইউর পূর্ণ সমর্থন
  • প্রধান বিচারপতির সংস্কার উদ্যোগে ইইউর পূর্ণ সমর্থন