জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত ও বিচারকাজ নিয়ে শহীদ পরিবারের সদস্যদের মধ্যে আস্থার অভাব ছিল। তিনি বলেছেন, বর্তমান সরকার পিলখানা হত্যাকাণ্ডের আবার তদন্ত করছে। সম্পূর্ণ নিরপেক্ষতার ভিত্তিতে তদন্ত ও বিচারকাজ হবে বলে আশা করছেন।

আজ মঙ্গলবার সকালে জাতীয় শহীদ সেনা দিবসে বনানী সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে গণমাধ্যমকর্মীদের জি এম কাদের এ কথা বলেন।

২০০৯ সালে তৎকালীন বিডিআর (বর্তমান বিজিবি) সদর দপ্তর পিলখানায় সংঘটিত নির্মম হত্যাকাণ্ডের শিকার ৫৭ সেনা কর্মকর্তার মধ্যে জি এম কাদেরের বোনের ছেলে শহীদ কর্নেল কুদরত-ই-এলাহী রহমানও ছিলেন। এ প্রসঙ্গে জি এম কাদের বলেন, ‘আমিও শহীদ পরিবারের সদস্য বলা যায়। আমার ভাগনে (বোনের ছেলে) শহীদ কর্নেল কুদরত-ই-এলাহী রহমান মর্মান্তিক হত্যাযজ্ঞে শহীদ হয়েছে। সেই প্রিয় ভাগনের জন্য সব সময় অন্তরে ব্যথা অনুভব করি। শহীদ পরিবারের মনোযন্ত্রণা যাতে লাঘব হয়, সে লক্ষ্যে সবাই কাজ করবেন, এ প্রত্যাশা করছি।’

এ সময় আরও উপস্থিত ছিলেন জাপার কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া, চেয়ারম্যানের উপদেষ্টা খলিলুর রহমান ও সৈয়দ মঞ্জুর হোসেন, ভাইস চেয়ারম্যান সুলতান আহমেদ ও মো.

হেলাল উদ্দিন, চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী, দপ্তর সম্পাদক মাহমুদ আলম ও এম এ রাজ্জাক খান, শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ প্রমুখ।

বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে শোক

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাপার চেয়ারম্যান জি এম কাদের। এক বিবৃতিতে প্রয়াত নেতার আত্মার মাগফিরাত কামনা করেন। সেই সঙ্গে শোকাহত পরিবার ও তাঁর রাজনৈতিক অনুসারীদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এম ক দ র পর ব র তদন ত

এছাড়াও পড়ুন:

যে পাঁচ দেশের জার্সি গায়ে দিতে পারেন রোনালদোর ছেলে

ক্যারিয়ারের শেষ পর্যায়ে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে হয়তো আর বেশি দিন দেখা যাবে না তাকে। তবে তার উত্তরসূরি হিসেবে উঠে আসতে পারেন তার ছেলে, রোনালদো জুনিয়র। মাত্র ১৪ বছর বয়সেই প্রতিভার ছাপ রেখেছেন তিনি, খেলেছেন জুভেন্টাস ও ম্যানচেস্টার ইউনাইটেডের জুনিয়র দলে। বর্তমানে বাবার ক্লাব আল নাসরের যুব দলে খেলছেন এই কিশোর।

এবার আলোচনা চলছে, রোনালদো জুনিয়র ভবিষ্যতে কোন জাতীয় দলের হয়ে খেলতে পারেন? স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, স্পেন, কেপ ভার্দে এবং পর্তুগালের জার্সি গায়ে তোলার সুযোগ রয়েছে তার।

২০১০ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে জন্ম নেওয়ায় দেশটির হয়ে খেলার যোগ্যতা রাখেন তিনি। তবে রোনালদো সম্ভবত চান না তার ছেলে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করুক।

দুই মেয়াদে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলার সুবাদে ইংল্যান্ডের হয়েও খেলার সুযোগ আছে তার ছেলের। অন্যদিকে, জন্ম যুক্তরাষ্ট্রে হলেও রোনালদো জুনিয়রের শৈশব কেটেছে স্পেনে। আইন অনুসারে, ১০ বছরের নিচের কেউ যদি অন্তত তিন বছর স্পেনে বসবাস করে, তবে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারে। সে হিসেবে স্পেনের হয়েও খেলতে পারেন তিনি।

এছাড়া, রোনালদো জুনিয়রের নানার বাড়ি আফ্রিকার কেপ ভার্দেতে। ফলে সে দেশটির হয়েও প্রতিনিধিত্ব করার সুযোগ আছে তার। তবে শেষ পর্যন্ত বাবার মতো পর্তুগালের জার্সিতেই দেখা যেতে পারে তাকে, যেটি হয়তো রোনালদোরও চাওয়া।

সম্পর্কিত নিবন্ধ