নাহিদের পদত্যাগ, যা বললেন ছাত্রদলের সাধারণ সম্পাদক
Published: 25th, February 2025 GMT
নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক পদের দায়িত্ব নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। এই ‘নতুন পথচলায়’ তাঁকে অভিনন্দন জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। তবে তিনি বলেছেন, নাহিদ ইসলাম পদত্যাগ করলেও অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ থাকবে না।
আজ মঙ্গলবার উপদেষ্টা পরিষদ থেকে নাহিদ ইসলামের পদত্যাগের পর বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে নাছির উদ্দীন এ কথা বলেন। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে গতকাল সোমবার চীন সফরে গেছেন নাছির। সেখান থেকেই ফেসবুকে এ পোস্ট দিয়েছেন তিনি।
ছাত্রদলের সাধারণ সম্পাদক তাঁর পোস্টে লিখেছেন, ‘নাহিদ ইসলাম সরকার থেকে পদত্যাগ করে নতুন দলের দায়িত্ব গ্রহণ করবেন। নতুন পথচলায় তাঁকে অভিনন্দন জানাচ্ছি। আশা করি, তাঁর নেতৃত্বে যে রাজনৈতিক দল গঠিত হবে, তারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীন এবং গণতান্ত্রিক মূল্যবোধের ওপর অটল থাকবে। নতুন রাজনৈতিক দলের প্রতি আমাদের আহ্বান থাকবে, তারা যাতে ভবিষ্যতে ফ্যাসিবাদী রাজনৈতিক চেতনা, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধবিরোধী গোষ্ঠীগুলোর অপতৎপরতা এবং গোপন তৎপরতার রাজনীতির বিরুদ্ধে সোচ্চার থাকে।’
ফেসবুকে নাছির উদ্দীন লেখেন, ‘নাহিদ ইসলাম সরকার থেকে পদত্যাগ করার পরেই দলের দায়িত্ব নেওয়ার ঘটনায় এটা সুস্পষ্ট যে দল গঠনের জন্য বিগত দিনগুলোতে যে প্রক্রিয়া চলেছে, নাহিদ ইসলাম সরকারে থেকেও সেই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন। দল গঠনপ্রক্রিয়ার কিছু না জেনেই হঠাৎ করে দলের প্রধান হিসেবে দায়িত্ব নেবেন, এমন যুক্তি অবিশ্বাস্য।’
নাহিদ ইসলাম পদত্যাগ করলেও অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ থাকবে না—দাবি করে ছাত্রদলের সাধারণ সম্পাদক আরও লেখেন, ‘আসিফ মাহমুদ ও মাহফুজ আলম ডিফ্যাক্টো (কার্যত) নতুন দলের নেতা। নির্বাচনে অংশগ্রহণ করলে তাঁরা নতুন দলের হয়েই করবেন। বাস্তবতা উপেক্ষা করার সুযোগ নেই। জনগণের চোখে ধুলা দেওয়া অসম্ভব। সরকারকে নিরপেক্ষ করতে হলে সব শিক্ষার্থী-প্রতিনিধিকে সরকার থেকে পদত্যাগ করতে হবে, সরকারের সঙ্গে বিশেষ সখ্য পরিহার করতে হবে।’
পদত্যাগ করলেন নাহিদ ইসলামনাহিদ ইসলাম যা লিখলেন তাঁর পদত্যাগপত্রেপরবর্তী তথ্য উপদেষ্টা হিসেবে যাঁকে নিয়ে আলোচনা.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ন হ দ ইসল ম ছ ত রদল র র জন ত ক সরক র
এছাড়াও পড়ুন:
আরএফইডি’র নতুন কমিটির পথচলা শুরু
নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সভাপতি হিসেবে যুগান্তরের বিশেষ প্রতিনিধি কাজী জেবেল এবং সাধারণ সম্পাদক হিসেবে বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার গোলাম রাব্বানী দায়িত্ব গ্রহণ করেছেন।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) ইসির ইটিআই ভবনে আরএফইডির অভিষেক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কমিটি দায়িত্ব গ্রহণ করলো। এ সময় আগের কমিটিকে বিদায়ী সংবর্ধনা জানায় নতুন কমিটি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
কার্যনির্বাহী কমিটির ১৩টি পদে এক বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচিত হন ৯ ফেব্রুয়ারি। এই কমিটির সহ-সভাপতি পদে আ ন ম মহিবুব উজ জামান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. আরিফুল ইসলাম, অর্থ সম্পাদক পদে মাসুদ রায়হান পলাশ, সাংগঠনিক সম্পাদক পদে নিয়ামুল আজিজ সাদেক, দপ্তর সম্পাদক পদে মো. আল-আমিন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে এম এম লিংকনের অভিষেক হয়।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে দায়িত্ব গ্রহণ করেন ফারজানা আক্তার, নাজনীন আক্তার লাকী, মুহাম্মদ সাইফুল্লাহ, হেদায়েত উল্যাহ সীমান্ত ও জাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন, “আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন হতে হলে অক্টোবরে তফসিল ঘোষণা করতে হবে। আর সামনে জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন করা সম্ভব নয়। কারণ, ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শেষ হবে আগামী জুন মাসে।”
অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, অবসারপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ, ইসির সিনিয়র সচিব আখতার আহমেদকে সম্মাননা স্মারক দেওয়া হয়।
একইসঙ্গে বিদায়ী কমিটির সভাপতি একরামুল হক সায়েম ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবীরসহ সবাইকে সম্মাননা স্মারক দেওয়া হয়। ফুল দিয়ে নতুন সদস্যদের বরণ করা হয়।
এছাড়া সম্মাননা দেওয়া হয় আরএফইডি’র নির্বাচন ২০২৫ পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার শেখ নজরুল ইসলাম, নির্বাচন কমিশনার কাজী হাফিজ ও সাইদুর রহমান।
এছাড়া রিপোর্টিং অ্যাওয়ার্ডের বিচারক তৌহিদুল ইসলামকেও সম্মাননা স্মারক দেওয়া হয়।
অনুষ্ঠানে বিদায়ী ও নতুন কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানায় প্রকল্প কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ।
ঢাকা/এএএম/টিপু