দীর্ঘ বিরতির পর বাঙলার পাঠশালা আখতারুজ্জামান ইলিয়াস কথাসাহিত্য পুরস্কার পুনরায় চালু হতে যাচ্ছে। এবার আখতারুজ্জামান ইলিয়াস কথাসাহিত্য পুরস্কার পাচ্ছেন কথাসাহিত্যিক মনিরা কায়েস। তাঁর অনবদ্য সৃষ্টি ‘অন্ধ কুলঙ্গির টীকাভাষ্য’ বইটির জন্য এবার তাঁকে এই পুরস্কার দেওয়া হচ্ছে। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ ২০১৭ সালে ষষ্ঠবারের মতো এই পুরস্কার দেওয়া হয়েছিল। সে বছর আখতারুজ্জামান ইলিয়াস কথাসাহিত্য পুরস্কার পেয়েছিলেন কথাসাহিত্যিক প্রশান্ত মৃধা।

২০১১ সালে আখতারুজ্জামান ইলিয়াস কথাসাহিত্য পুরস্কার প্রবর্তনের পর প্রতিবছর ধারাবাহিকভাবে তা দেওয়া হচ্ছিল। তবে অনিবার্য কিছু কারণে পুরস্কারটি সাময়িকভাবে স্থগিত ছিল বলে জানিয়েছে পুরস্কারের প্রবর্তক প্রতিষ্ঠান বাঙলার পাঠশালা ফাউন্ডেশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাহিত্যচর্চার গৌরবময় ঐতিহ্য অব্যাহত রাখতে বাঙলার পাঠশালা ফাউন্ডেশন নতুনভাবে বিচারকমণ্ডলীর দল গঠন করে সপ্তম আখতারুজ্জামান ইলিয়াস কথাসাহিত্য পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এবার অধ্যাপক সনৎকুমার সাহার নেতৃত্বে বিচারকের দায়িত্ব পালন করেছেন কথাসাহিত্যিক মামুন হুসাইন, ইমতিয়ার শামীম, ওয়াসি আহমেদ, প্রশান্ত মৃধা, খালিকুজ্জামান ইলিয়াস এবং বাঙলার পাঠশালা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহমেদ জাভেদ চৌধুরী। তবে পুরস্কার প্রদানের সময় এখনো নির্ধারণ হয়নি।

এবারের পুরস্কারজয়ী কথাসাহিত্যিক মনিরা কায়েস গবেষণা ও লেখালেখির পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করছেন।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

মোশাররফ–মেহজাবীন নন, ঈদে ছোট পর্দায় দাপট দেখাবেন কারা

কয়েক বছর আগেও ঈদের নাটকে মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, অপূর্ব, আফরান নিশো, মম, মেহজাবীনদের ব্যস্ততা ছিল। এখন তাঁরা কম কাজ করছেন। বড় বাজেটের ও ভিন্ন রকম গল্পেই কেবল তাঁদের পাওয়া যায়। জ্যেষ্ঠ অভিনয়শিল্পীরা কাজ কমিয়ে দেওয়ায় সেই জায়গা নিয়েছেন তরুণেরা। এর মধ্যে তৌসিফ মাহবুব, তাসনিয়া ফারিণ, তানজিন তিশা, তটিনী, ইয়াশ রোহান, খায়রুল বাসার, সামিরা মাহি, তানিয়া বৃষ্টি, আইশা খানসহ অনেকে কাজ করছেন। সে হিসেবে বলা চলে, এবারের ঈদে তরুণ তারকাদের দাপট থাকবে বেশি।

টেলিভিশনের পাশাপাশি ইউটিউবের জন্য নাটক বানায় বেশ কয়েকটি প্রযোজনা প্রতিষ্ঠান। গত কয়েক বছরে ঈদ উৎসবে থাকত শতাধিক নাটক। ইউটিউবেও কয়েক শ নাটক প্রচারিত হতো। এবার সেই চিত্র পাল্টে গেছে। একাধিক প্রযোজনা প্রতিষ্ঠান, প্রযোজক, পরিচালকের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার নাটক অর্ধেকের কম। সার্বিক পরিস্থিতির কারণে অনেক প্রযোজনা প্রতিষ্ঠান নাটক বানানো কমিয়ে দিয়েছেন। অভিনয়শিল্পীরা জানিয়েছেন, গত বছরেও তাঁরা ১৫-২০টি নাটকে অভিনয় করেছেন, সেখানে তাঁরা এবার ৮-১০টি নাটকে অভিনয় করেছেন।

তৌসিফ মাহবুব। ছবি: শিল্পী সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ