গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায়, ২ যুবকের মৃত্যু
Published: 25th, February 2025 GMT
গাজীপুরের শ্রীপুরে পৃথক দুটি সড়কে দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালক জিহাদ হোসেন (২৫) ও মো. সিফাত হোসেন (৩০) নামে দুই যুবক নিহত হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গোসিংগা ইউনিয়নের লতিফপুর গ্ৰামে ও বিকেলে টেংরা-শ্রীপুর আঞ্চলিক সড়কের ওয়াদ্দারদিঘি দক্ষিণ পাশে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
নিহত জিহাদ হোসেন ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার হবিরবাড়ি গ্ৰামের মানিক মিয়ার ছেলে। সিফাত হোসেন একই জেলার গফরগাঁও উপজেলার গয়েশপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম জানা সম্ভব হয়নি।
ওসি বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে দুটি ঘটনাস্থলেই পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের স্বজনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় লোকজন ও পুলিশের সাথে কথা বলে জানা গেছে, নিজ মোটরসাইকেলে করে প্রেমিকাকে পেছনে বসিয়ে ঘুরতে যান জিহাদ হোসেন (২৫)। শ্রীপুর-কাপাসিয়া আঞ্চলিক সড়কের উপজেলার গোসিংগা ইউনিয়নের লতিফপুর এলাকায় নাজিমুদ্দিন মেম্বারের বাড়ির সামনে মোটরসাইকেলসহ রাস্তায় ছিটকে পড়েন।
এসময় মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় মোটরসাইকেলের পেছনে থাকা মোসা. সোহানা নামের এ কিশোরী গুরুতরভাবে আহত হয়। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
অপরদিকে মঙ্গলবার বিকেল পৌনে ৫ টার দিকে উপজেলার টেংরা-শ্রীপুর আঞ্চলিক সড়কের ওয়াদ্দার দিঘি এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. সিফাত হোসেন নামের এক যুবক নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও তার স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, মোটরসাইকেলে চড়ে টেংরা অভিমুখে যাচ্ছিলেন সিফাত হোসেন। পথে ওয়াদ্দার দিঘী এলাকায় বিপরীতমুখী একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই সিফাত নিহত হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন মন্ডল বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে দুটি ঘটনাস্থলেই পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের স্বজনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/রফিক/এস
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর দ র ঘটন উপজ ল র
এছাড়াও পড়ুন:
খুলনায় ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি পালিত
খুলনা জেলা ইমাম পরিষদ আয়োজিত ‘মার্চ ফর গাজা’ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে খুলনা নগরীর ডাকবাংলা চত্বরে এই সমাবেশের আয়োজন করা হয়।
জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা মোহাম্মাদ সালেহের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মোল্লা মিরাজুল হকের পরিচালনায় মিছিল পূর্ব সমাবেশে ঘোষণাপত্র পাঠ করেন জেলা ইমাম পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা এ এফ এম নাজমুস সউদ। ঘোষণাপত্রে কয়েকটি দাবি জানানো হয়।
দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- জাতিসংঘ ও আন্তর্জাতিক মহলের পক্ষ থেকে ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণা এবং দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী আখ্যায়িত করে আন্তর্জাতিক আদালতে বিচারের সম্মুখীন করা।১৯৬৭ সালের পূর্ববর্তী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ফিরিয়ে দিতে হবে এবং বায়তুল মুকাদ্দাস মসজিদে স্বাধীনভাবে মুসলমানদের ইবাদত বন্দেগীর সুযোগ দিতে হবে। খাদ্য, বস্ত্র ও চিকিৎসাসহ মানবিক সহায়তা নিয়ে গাজার অসহায় জনগণের পাশে দাঁড়ানো।
সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা ইমাম পরিষদের সহ-সভাপতি হাফেজ মাওলানা মুশতাক আহমাদ, সহ-সভাপতি মাওলানা রহমাতুল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা নাসিরুদ্দিন কাসেমী, সহ সাধারণ সম্পাদক মুফতি জিহাদুল ইসলাম, আইন ও বিচার বিভাগীয় সম্পাদক মুফতি গোলামুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আনোয়ারুল আজম, বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরীর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন হেলাল, খেলাফত মজলিসের সভাপতি মো. হারুনুর রশিদ, ইসলামী আন্দোলন খুলনা জেলার সহ-সভাপতি শেখ হাসান ওবায়দুল করিম।
ঢাকা/নূরুজ্জামান/মাসুদ