বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, “সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চাওয়া যড়যন্ত্রমূলক। গত ১৫ বছরে বিএনপির ৫ হাজারের বেশি নেতাকর্মী প্রাণ দিয়েছে নেতাকর্মী মামলায় জেল খেটেছে। স্থানীয় নির্বাচনের জন্য বিএনপি নেতাকর্মীরা প্রাণ দেয়নি।”

তিনি আরো বলেন, “বর্তমান সরকার সংস্কারের কথা বললেও তারা দৃশ্যমান কোন সংস্কার করছে না। বিএনপি কখনই ভারতের তাবেদারি করেনি। যদি করত তাহলে জিয়াউর রহমান বেঁচে থাকত।” 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নির্বাচনী রোডম্যাপ ঘোষণাসহ বিভিন্ন দাবিতে কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী নারায়ণগঞ্জ জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু, নজরুল ইসলাম আজাদ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন, মাসুকুল ইসলাম রাজিব, সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নানসহ স্থানীয় নেতাকর্মীরা। 

এর আগে জেলার বিভিন্ন স্থানে থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ যোগ দেয়।

ঢাকা/অনিক/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ন ত কর ম ব এনপ র

এছাড়াও পড়ুন:

আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ বন্দর উপজেলার আহ্বায়ক কমিটির অনুমোদ

আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ নারায়ণগঞ্জ মহানগর কমিটির আওতাধীন বন্দর উপজেলা আনোয়ার হোসেন মেম্বারকে আহ্বায়ক ও মোক্তার হোসেনকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। 

সোমবার ( ২৪ ফেব্রুয়ারি) আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ নারায়ণগঞ্জ মহানগর কমিটির আহ্বায়ক ফারুক হোসেন ও সদস্য সচিব হুমায়ূন কবিরের এক স্বাক্ষরিত এক সংবাদ এ তথ্য জানানো হয়। 

কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান, যুগ্ম আহ্বায়ক অনিক আহম্মেদ ইঞ্জি: সোলাইমান হক, নূর আলম স্বপন বেন্ডার, খোরশেদ আলম, সেলিম রেজা, খোকন প্রধান, খাইরুল বাশার, আরিফুর রহমান কাজল, বিল্লাল হোসেন, উজ্জ্বল মিয়া, শাকিল আহম্মেদ, আরাফাত রহমান সজিব, সোহেল রানা, মো. শামীম, মো. হাবিব, সদস্যরা হলেন - নয়ন আহমেদ, আল আমিন, হাবিবুর রহমান, মো. হৃদয়, মো. নয়ন, এবাদুল্লা, মোশারফ চৌধুরী, সাইদুর রহমান, এমারত হোসেন, এরশাদ উল্লাহ, মো. রাসেল, মো. শরীফ, মো. অন্তর, নাহিদুল, জুয়েল, মুছা মিয়া, এমদাদ হোসেন, রাজু আহম্মেদ, মো. সোহাগ, মো. ফয়সাল, মো. মারুফ, মো. অমিত। 

আগামী এক মাসের ভিতরে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়।
 

সম্পর্কিত নিবন্ধ

  • কতিপয় দল, কতিপয় লোক বিএনপিকে এক কোণে ঠেলে দেওয়ার চেষ্টা করছে: মির্জা আব্বাস
  • নির্বাচনের দিন তারিখ ঘোষণা করুন, রাজপথ ছেড়ে যাইনি : মামুন মাহমুদ
  • নারায়ণগঞ্জে অনেক কুলাঙ্গার আছে : মির্জা আব্বাস
  • জেলা প্রশাসকের সাথে সাক্ষাতে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট না’গঞ্জ 
  • জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট না’গঞ্জ 
  • নারায়ণগঞ্জ জেলা বিএনপির সমাবেশে সর্বস্তরের নেতাকর্মীদের ঢল
  • নারায়ণগঞ্জে ৩ মামলায় সাবেক প্রতিমন্ত্রী পলক ১২ দিনের রিমান্ডে
  • যুবদলের কমিটিতে ত্যাগীদের স্থান দিতে হবে: সহিদুল
  • আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ বন্দর উপজেলার আহ্বায়ক কমিটির অনুমোদ