‘সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চাওয়া যড়যন্ত্রমূল’
Published: 25th, February 2025 GMT
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, “সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চাওয়া যড়যন্ত্রমূলক। গত ১৫ বছরে বিএনপির ৫ হাজারের বেশি নেতাকর্মী প্রাণ দিয়েছে নেতাকর্মী মামলায় জেল খেটেছে। স্থানীয় নির্বাচনের জন্য বিএনপি নেতাকর্মীরা প্রাণ দেয়নি।”
তিনি আরো বলেন, “বর্তমান সরকার সংস্কারের কথা বললেও তারা দৃশ্যমান কোন সংস্কার করছে না। বিএনপি কখনই ভারতের তাবেদারি করেনি। যদি করত তাহলে জিয়াউর রহমান বেঁচে থাকত।”
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নির্বাচনী রোডম্যাপ ঘোষণাসহ বিভিন্ন দাবিতে কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী নারায়ণগঞ্জ জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু, নজরুল ইসলাম আজাদ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন, মাসুকুল ইসলাম রাজিব, সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নানসহ স্থানীয় নেতাকর্মীরা।
এর আগে জেলার বিভিন্ন স্থানে থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ যোগ দেয়।
ঢাকা/অনিক/এস
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ন ত কর ম ব এনপ র
এছাড়াও পড়ুন:
ফতুল্লায় গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
রূপগঞ্জে রবিনটেক্স গার্মেন্টসে শ্রমিক-যৌথ বাহিনীর সদস্যদের সংঘর্ষের ঘটনার পরিকল্পনাকারী মূল হোতা গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও জেলা কমিটির সভাপতি সেলিম মাহমুদকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বুধবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে জেলার ফতুল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম জানান, গত ৯ এপ্রিল দুপুরে রূপগঞ্জের আওখাব এলাকার রবিনটেক্স নামের একটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দেয়। সেখানে শ্রমিকদের বুঝিয়ে কাজে যোগ দেওয়ার কথা বললে শ্রমিকরা যৌথ বাহিনীর সদস্যদের ওপর হামলা চালায়।
এতে ১০-১৫জন যৌথ বাহিনীর সদস্য আহত হন। এ ঘটনায় বেশ কয়েকজন শ্রমিককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের ভাষ্যমতে ও গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের সূত্রে পাওয়া যায় রবিনটেক্স গার্মেন্টসের শ্রমিকদের বিশৃঙ্খলা করার ইন্ধন দেন কেন্দ্রীয় গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক ও জেলার সভাপতি সেলিম মাহমুদ নামের এক শ্রমিক নেতা।
গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার দিবাগত রাতে জেলার ফতুল্লা থেকে তাকে গ্রেপ্তার করেন যৌথ বাহিনীর একটি অভিযানিক দল। গ্রেপ্তারকৃতকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। তার সাথে আরো কেউ জড়িত রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।