ছিনতাইয়ের অভিযোগে দু'জনকে ফুটওভারব্রিজে ঝুলিয়ে রাখল স্থানীয় লোকজন
Published: 25th, February 2025 GMT
রাজধানীর উত্তরায় ছিনতাইয়ের অভিযোগে দুজনকে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয় লোকজন।
পরে দড়ি দিয়ে তাদের বেঁধে ঝুলিয়ে রাখা হয়। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটেছে।
উত্তরা পূর্ব থানার ওসি শামীম আহমেদ বলেন, উত্তরার বিএনএস সেন্টারের সামনে ফুটওভারব্রিজে দুজনকে ঝুলিয়ে রাখা হয়েছিল। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দুজনের অবস্থায় আশঙ্কাজনক।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
কুলিয়ারচরে দুই মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
কিশোরগঞ্জের কুলিয়ারচরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার আগরপুর-পোড়াদিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুলিয়ারচর থানার ওসি মো. হেলাল উদ্দিন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৩টার দিকে আগরপুর-পোড়াদিয়া সড়কের লক্ষীপুর মধ্যপাড়া নামক স্থানে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শামীম মিয়া (২৫) নামের একজনের মৃত্যু হয়।
গুরুতর অবস্থায় আল আমিন (২৭) নামের অপর আরোহীকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেলে নেওয়ার পথে মারা যায়।
নিহত শামীম গোবরিয়া নামাকান্দা গ্রামের কৃষক নোহাজ উদ্দিনের ছেলে এবং আল আমিন লক্ষীপুর কাছারীপাড়া গ্রামের কৃষক তারা মিয়ার ছেলে। তারা দুজনই কাঠমিস্ত্রী ছিলেন।