মেন্টরস সম্প্রতি ঢাকার ওয়ারীতে নতুন শাখা চালু করেছে। শাখাটি ঢাকায় তাদের ৭ম ও বাংলাদেশে ১৪তম। গতকাল সোমবার ওয়ারীতে এক অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হয় এ নতুন শাখার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেন্টরস, ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের শীর্ষ কর্মকর্তারা।

নতুন শাখা চালু প্রসঙ্গে মেন্টরসের ডিরেক্টর এবং সিইও অনিন্দ্য চৌধুরী বলেন, ‘প্রায় ২৯ বছর ধরে আমরা বাংলাদেশি তরুণদের সুপ্ত প্রতিভা উন্মোচিত করতে সহায়তা করে আসছি। হোক তা কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে, স্ট্যান্ডার্ডাইজড টেস্টের জন্য প্রস্তুতি নেওয়ার মাধ্যমে কিংবা বাংলাদেশ এবং বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোয় ভর্তির ক্ষেত্রে সহায়তা প্রদান করবার মাধ্যমে।’ তিনি আরও বলেন, ‘এই নতুন শাখা ঢাকা এবং সারা দেশের শিক্ষার্থীদের আরও কাছ থেকে সেবা প্রদান করবার লক্ষ্যে আমাদের প্রয়াস।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ম ন টরস

এছাড়াও পড়ুন:

ম্যাকগাইভারের ঠোঁটে সজলের কণ্ঠ

যুক্তরাষ্ট্রের আশির দশকের টেলিভিশন সিরিয়াল ম্যাকগাইভার বাংলায়  রূপান্তর করে বাংলাদেশ টেলিভিশন [বিটিভি] নব্বইর দশকে প্রচার করেছিল। এটি বেশ দর্শকপ্রিয়তা লাভ করে। রিচার্ড ডিন অ্যান্ডারসন অভিনীত সেই ম্যাকগাইভার বাংলাদেশের দর্শকদের জন্য ফিরেছে নতুন করে। তবে এবার বিটিভিতে নয়, ম্যাকগাইভারের বাংলা ডাবিং নিয়ে এসেছে এসআরকে ষ্টুডিও। ম্যাকগাইভার চরিত্রে কণ্ঠ দিয়েছেন অভিনেতা ও মডেল আব্দুন নূর সজল। 

সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে এর প্রচার শুরু হয়েছে। এটি প্রচার হচ্ছে প্রতিদিন দুপুর ১টায় ও রাত ৯টায়। যদিও বিদেশি সিরিজে ডাবিংয়ের অভিজ্ঞতা সজলের নতুন নয়। দুই বছর আগে কোরিয়ান সিরিজ ‘লিজেন্ড অব দ্য ব্লুসি’তে কণ্ঠ অভিনেতা হিসেবে কাজ করেছেন তিনি। ম্যাকগাইভার সিরিজে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে সজল বলেন, ‘বিদেশি কোনো সিরিজের নির্দিষ্ট কোনো চরিত্রের সঙ্গে মিলিয়ে নিজে কণ্ঠ দেওয়া চ্যালেঞ্জিং। ম্যাকগাইভার  অনেকেরই ভালোলাগার একটি সিরিজ। ছোটবেলায় নিজেরও একটি পছন্দের সিরিজ ছিল এটি। খুব যত্ন দিয়ে কাজটি করেছি। ম্যাকগাইভারের কণ্ঠ দেওয়ার বিষয়টি খুব এনজয় করছি। আশা রাখছি, এ সিরিজটি সবার কাছে উপভোগ্য হবে।’ 

সজল ছাড়াও সিরিজের বিভিন্ন পর্বে কণ্ঠ দিয়েছেন আবুল হায়াত, জয়া আহসান, তাসনিয়া ফারিণ, জাকিয়া বারী মম, নাজিয়া হক অর্ষা, মুমতাহিনা টয়া, রোজী সিদ্দিকীসহ অনেকে। 

 

সম্পর্কিত নিবন্ধ