ছবি: প্রথম আলো

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

চীন রাশিয়াকে অস্ত্র ও বারুদ সরবরাহ করছে: জেলেনস্কি

চীন রাশিয়াকে অস্ত্র ও বারুদ সরবরাহ করছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার তিনি প্রথমবারের মতো প্রকাশ্যে বেইজিংয়ের বিরুদ্ধে মস্কোর জন্য সরাসরি সামরিক সহায়তার অভিযোগ করেছেন।

ইউক্রেনীয় নেতা এক সংবাদ সম্মেলনে জানান, তার সরকারের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে যে চীন রাশিয়ার ভূখণ্ডে অস্ত্র তৈরি করছে। এ ব্যাপারে তিনি আগামী সপ্তাহে আরা বিস্তারিত তথ্য দিতে সক্ষম হবেন।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন ইউক্রেনে মস্কোর তিন বছরের যুদ্ধের সময় রাশিয়ার সাথে ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক রেখেছিল। কিন্তু বেইজিং নিরপেক্ষতার একটি ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করেছে এবং যুদ্ধে কোনো সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে।

জেলেনস্কি বলেছেন, “অবশেষে আমাদের কাছে তথ্য এসেছে যে চীন রাশিয়ান ফেডারেশনে অস্ত্র সরবরাহ করছে। আমরা বিশ্বাস করি যে চীনা প্রতিনিধিরা রাশিয়ার ভূখণ্ডে কিছু অস্ত্র উৎপাদনে নিযুক্ত রয়েছে।”

চীনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। রয়টার্স তাৎক্ষণিকভাবে চীনের কর্মকর্তাদের কাছ থেকে কোনো মন্তব্য জানতে পারেনি।

অবশ্য গত সপ্তাহে যুদ্ধ সম্পর্কে মন্তব্যে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেছিলেন, “আমি আবারও বলতে চাই যে চীন ইউক্রেনীয় সংকটের সূচনাকারী নয় এবং চীনও কোনো অংশগ্রহণকারী পক্ষ নয়। আমরা সংকটের শান্তিপূর্ণ সমাধানের দৃঢ় সমর্থক এবং সক্রিয় প্রচারক।”

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ