গাজীপুরে দুর্বৃত্তদের আগুনে পুড়ল ১ একর বন
Published: 25th, February 2025 GMT
গাজীপুরের শ্রীপুরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে এক একর সংরক্ষিত শাল-গজারি বন পুড়ে গেছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে শ্রীপুর সদর বিটের গাজিয়ারণ মৌজা এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে বনের গাছপালা, লতা-গুল্ম, কীটপতঙ্গ এবং ছোট ছোট চারা গাছ পুড়ে গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, মাঝে মাঝেই দুর্বৃত্তরা সংরক্ষিত বনে আগুন ধরিয়ে দেয়। এতে গাছের চারা, প্রাণি এবং প্রকৃতির অন্যান্য উপাদান ধ্বংস হচ্ছে। এই আগুনের ফলে মাটির গুণাগুণ নষ্ট হয়ে যায় এবং বন্য প্রাণির আবাসস্থল ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে বন বিভাগের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেন। তবে, জনবল সংকটের কারণে বিভিন্নস্থানে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
বন বিভাগের শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মোখলেছুর রহমান বলেন, ‘‘আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বাতাসের কারণে। আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে বন রক্ষায় কাজ করছি। দুর্বৃত্তদের শনাক্ত করার জন্য তদন্ত চলছে।’’
ঢাকা/রফিক/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সিলেট বিএনপি এখনো ইলিয়াস আলীর অপেক্ষায়
বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীর সন্ধান দাবিতে আজ বৃহস্পতিবার সিলেটে দোয়া মাহফিল, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। জেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে নেতারা বলেছেন, এম. ইলিয়াস আলীর পরিবারের অপেক্ষার অবসান হয়নি, রহস্য এখনও অমীমাংসিত। সিলেট বিএনপি এখনো ইলিয়াস আলীর অপেক্ষায়।
দুপুরে নগরীর কোর্ট পয়েন্টে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা সহসভাপতি আশিক উদ্দিন আশুক, মামুনুর রশিদ মামুন, নাজিম উদ্দিন লস্কর, সামিয়া বেগম চৌধুরী প্রমুখ।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর ইলিয়াস আলীসহ সব গুম হওয়া নেতাকর্মীদের সন্ধান ও মুক্তির দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেন বিএনপি নেতারা। এ সময় জেলা সভাপতি কাইয়ুম চৌধুরী বলেন, ২০১২ সালের ১৭ এপ্রিল রাজধানী থেকে ইলিয়াস আলীকে গুম করার ১৩ বছর আজ অতিবাহিত। কিন্তু তার সন্ধান কেউ দিতে পারছে না। তৎকালীন সরকারের নানা আশ্বাস সত্ত্বেও আজ পর্যন্ত ইলিয়াস আলীর কোনো খোঁজ পাওয়া যায়নি।
বিএনপি নেতারা বলেন, আমরা বিশ্বাস করি, তিনি এখনো জীবিত এবং সংশ্লিষ্ট মহল তার অবস্থান সম্পর্কে অবগত। সিলেটবাসীর হৃদয়ের নেতা ইলিয়াস আলীর খোঁজ না পাওয়া আমাদের জন্য গভীর বেদনা ও ক্ষোভের বিষয়। এটি একটি জাতির জন্য চরম লজ্জার।
এছাড়া আজ ইলিয়াস আলীর সন্ধান দাবিতে পারিবারিকভাবে সিলেটের বিশ্বনাথের রামধানায় ও সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে হযরত শাহজালাল (র.) মাজার মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাজার মসজিদে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া মাহফিলে ইলিয়াস আলী ছাড়াও ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়ি চালক আনসার আলীর সন্ধান কামনা করে মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, সদস্যসচিব শাকিল মুর্শেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিফতাউল কবির মিফতা, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।