গাজীপুরের শ্রীপুরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে এক একর সংরক্ষিত শাল-গজারি বন পুড়ে গেছে। 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে শ্রীপুর সদর বিটের গাজিয়ারণ মৌজা এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে বনের গাছপালা, লতা-গুল্ম, কীটপতঙ্গ এবং ছোট ছোট চারা গাছ পুড়ে গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, মাঝে মাঝেই দুর্বৃত্তরা সংরক্ষিত বনে আগুন ধরিয়ে দেয়। এতে গাছের চারা, প্রাণি এবং প্রকৃতির অন্যান্য উপাদান ধ্বংস হচ্ছে। এই আগুনের ফলে মাটির গুণাগুণ নষ্ট হয়ে যায় এবং বন্য প্রাণির আবাসস্থল ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে বন বিভাগের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেন। তবে, জনবল সংকটের কারণে বিভিন্নস্থানে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

বন বিভাগের শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মোখলেছুর রহমান বলেন, ‘‘আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বাতাসের কারণে। আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে বন রক্ষায় কাজ করছি। দুর্বৃত্তদের শনাক্ত করার জন্য তদন্ত চলছে।’’

ঢাকা/রফিক/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ঈদের বাড়িতে যাওয়ার আগে রোজার বিধান মনে রাখুন

আপনার বাড়ি যদি ৪৮ মাইল বা ৭২ কিলোমিটার দূরে হয়, তাহলে ভ্রমণ শুরু করামাত্রই আপনি একজন মুসাফির। এ ক্ষেত্রে হঠাৎ সফর করা এবং যারা সবসময় সফরে থাকে তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। মুসাফিরের জন্য রোজা না রাখা বৈধ। তবে যদি আপনি দিনের আলো থাকতেই বাড়িতে পৌঁছে থাকেন, তাহলে বাকি অংশ না খেয়ে থাকবেন এবং পরে সময়ে রোজাটির কাজা আদায় করে নেবেন। (মুসান্নাফ ইবনে আবি শাইবা, হাদিস: ৯,৪৩৬-৯,৪৩৮)

ঈদের আগে যদি গ্রামের বাড়িতে না গিয়ে কোনও দূরদেশে ভ্রমণে যান, যার দূরত্ব ৪৮ মাইল বা ৭২ কিলোমিটারের বেশি এবং যতি ১৫ দিনের কম সময় থাকেন, তাহলে পুরো দিনগুলোতেই চাইলে রোজা না রেখে থাকতে পারেন। পরবর্তী সময় রোজাগুলো সুবিধামতো আদায় করে নিলেই হবে। (ফাতাওয়ায়ে হিন্দিয়া, ১/২০৬)

আরও পড়ুনইতিকাফ অবস্থায় কী করা যায়, করা যায় না২১ মার্চ ২০২৫

মনে রাখতে হবে

১. সফর করার অবস্থায় নিয়ত করে রোজা রাখা শুরু করলে তা ভাঙা বৈধ নয়। কেউ শুধু শুধু ভেঙে ফেললে গোনাহগার হবে। (রদ্দুল মুহতার, ২/৪৩১)

২. যে ব্যক্তি সাহরি খেয়েছেন, তিনি সফরে বের হবেন, কেবল এমন ইচ্ছা করেই খাবার গ্রহণ করতে পারবেন না। বরং পথে যাত্রার সূচনা করতে হবে। (ফাতাওয়ায়ে হিন্দিয়া, ১/২০৬)

৩. দিনের বেলায় যদি সফর শেষ হয়ে যায়, তাহলে সেদিনের অবশিষ্ট সময় রমজানের মর্যাদা রক্ষার্থে পানাহার থেকে বিরত থাকবে। আর পরে এ রোজার কাজা করে নেবেন। (মুসান্নাফ ইবনে আবি শাইবা, হাদিস: ৯,৪৩৬-৯,৪৩৮)

আরও পড়ুনরমজান দোয়া কবুলের মাস২২ মার্চ ২০২৫

সম্পর্কিত নিবন্ধ