গোদাগাড়ীর নৌবন্দর দ্রুত চালুর দাবি
Published: 25th, February 2025 GMT
রাজশাহীর গোদাগাড়ীর সুলতানগঞ্জে নৌবন্দর দ্রুত চালুর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। তাঁরা বলছেন, গোদাগাড়ীতে বন্দর চালু করা হলে পাথর আমদানি যেমন সহজ হবে, তেমনি আমদানি খরচও অর্ধেকে নেমে আসবে।
রাজশাহী চেম্বার অব কমার্স আয়োজিত প্রাক্-বাজেট আলোচনায় ব্যবসায়ীরা এই দাবি জানান। আজ মঙ্গলবার রাজশাহী চেম্বার মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তাতে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান। সভাপতিত্ব করেন চেম্বার সভাপতি মাসুদুর রহমান। স্বাগত বক্তব্য দেন চেম্বার পরিচালক রিয়াজ আহমেদ খান। সভায় গোদাগাড়ী বন্দর চালুর বিষয়ে একটি উপস্থাপনা তুলে ধরা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মো.
রাজশাহী চেম্বারের সভাপতি মাসুদুর রহমান বলেন, সুলতানগঞ্জ নৌবন্দরটি উদ্বোধনের এক বছর পার হলেও সেটি এখনো বন্ধ রয়েছে। অথচ পণ্য পরিবহনে সব থেকে সাশ্রয় মাধ্যম হচ্ছে নৌপথ। এই নৌবন্দর চালু হলে অনুমোদনপ্রাপ্ত দুটি পণ্য পাথর ও কয়লা আমদানি থেকে প্রায় ৫০ শতাংশ বৈদেশিক মুদ্রার সাশ্রয় হওয়ার সুযোগ রয়েছে।
ব্যবসায়ীদের এই দাবির জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে এটি চালু করা প্রয়োজন। যদিও এটি বিআইডব্লিউটিএ ও নৌ মন্ত্রণালয় দেখবে।
স্বাগত বক্তব্যে রিয়াজ আহমেদ খান বলেন, ‘আমাদের অনেক ব্যবসায়ী ভ্যাট ও কর নিয়ে নানা জটিলতার মুখোমুখি হচ্ছেন। তাই করনীতি আরও সহজ ও গ্রহণযোগ্য করতে হবে।’ আগামী বাজেটে ব্যবসায়ীদের জন্য এনবিআর থেকে কিছু বিশেষ সুযোগ-সুবিধা দেওয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
প্রাক্-বাজেট আলোচনায় আরও উপস্থিত ছিলেন এনবিআরের সদস্য এ কে এম বদিউল আলম, মো. আবদুর রউফ প্রমুখ।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: দ র রহম ন ব যবস য় ন বল ন
এছাড়াও পড়ুন:
মোশাররফ–মেহজাবীন নন, ঈদে ছোট পর্দায় দাপট দেখাবেন কারা
কয়েক বছর আগেও ঈদের নাটকে মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, অপূর্ব, আফরান নিশো, মম, মেহজাবীনদের ব্যস্ততা ছিল। এখন তাঁরা কম কাজ করছেন। বড় বাজেটের ও ভিন্ন রকম গল্পেই কেবল তাঁদের পাওয়া যায়। জ্যেষ্ঠ অভিনয়শিল্পীরা কাজ কমিয়ে দেওয়ায় সেই জায়গা নিয়েছেন তরুণেরা। এর মধ্যে তৌসিফ মাহবুব, তাসনিয়া ফারিণ, তানজিন তিশা, তটিনী, ইয়াশ রোহান, খায়রুল বাসার, সামিরা মাহি, তানিয়া বৃষ্টি, আইশা খানসহ অনেকে কাজ করছেন। সে হিসেবে বলা চলে, এবারের ঈদে তরুণ তারকাদের দাপট থাকবে বেশি।
টেলিভিশনের পাশাপাশি ইউটিউবের জন্য নাটক বানায় বেশ কয়েকটি প্রযোজনা প্রতিষ্ঠান। গত কয়েক বছরে ঈদ উৎসবে থাকত শতাধিক নাটক। ইউটিউবেও কয়েক শ নাটক প্রচারিত হতো। এবার সেই চিত্র পাল্টে গেছে। একাধিক প্রযোজনা প্রতিষ্ঠান, প্রযোজক, পরিচালকের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার নাটক অর্ধেকের কম। সার্বিক পরিস্থিতির কারণে অনেক প্রযোজনা প্রতিষ্ঠান নাটক বানানো কমিয়ে দিয়েছেন। অভিনয়শিল্পীরা জানিয়েছেন, গত বছরেও তাঁরা ১৫-২০টি নাটকে অভিনয় করেছেন, সেখানে তাঁরা এবার ৮-১০টি নাটকে অভিনয় করেছেন।
তৌসিফ মাহবুব। ছবি: শিল্পী সৌজন্যে