রাজশাহীর গোদাগাড়ীর সুলতানগঞ্জে নৌবন্দর দ্রুত চালুর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। তাঁরা বলছেন, গোদাগাড়ীতে বন্দর চালু করা হলে পাথর আমদানি যেমন সহজ হবে, তেমনি আমদানি খরচও অর্ধেকে নেমে আসবে।

রাজশাহী চেম্বার অব কমার্স আয়োজিত প্রাক্‌-বাজেট আলোচনায় ব্যবসায়ীরা এই দাবি জানান। আজ মঙ্গলবার রাজশাহী চেম্বার মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তাতে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান। সভাপতিত্ব করেন চেম্বার সভাপতি মাসুদুর রহমান। স্বাগত বক্তব্য দেন চেম্বার পরিচালক রিয়াজ আহমেদ খান। সভায় গোদাগাড়ী বন্দর চালুর বিষয়ে একটি উপস্থাপনা তুলে ধরা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মো.

আবদুর রহমান খান বলেন, ‘এনবিআরের প্রধান কাজ হলো রাজস্ব আহরণ করা। তাই আপনাদের সব দাবি মেনে নিলে সরকারের পক্ষে রাষ্ট্র পরিচালনা করা কঠিন হয়ে পড়বে। ব্যবসায়ীরা সরকারের পক্ষে ভোক্তার কাছ থেকে ভ্যাট সংগ্রহ করবেন। প্রয়োজনে বিনা মূল্যে সরকার ভ্যাট আহরণ মেশিন সরবরাহ করবে।’

রাজশাহী চেম্বারের সভাপতি মাসুদুর রহমান বলেন, সুলতানগঞ্জ নৌবন্দরটি উদ্বোধনের এক বছর পার হলেও সেটি এখনো বন্ধ রয়েছে। অথচ পণ্য পরিবহনে সব থেকে সাশ্রয় মাধ্যম হচ্ছে নৌপথ। এই নৌবন্দর চালু হলে অনুমোদনপ্রাপ্ত দুটি পণ্য পাথর ও কয়লা আমদানি থেকে প্রায় ৫০ শতাংশ বৈদেশিক মুদ্রার সাশ্রয় হওয়ার সুযোগ রয়েছে।

ব্যবসায়ীদের এই দাবির জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে এটি চালু করা প্রয়োজন। যদিও এটি বিআইডব্লিউটিএ ও নৌ মন্ত্রণালয় দেখবে।

স্বাগত বক্তব্যে রিয়াজ আহমেদ খান বলেন, ‘আমাদের অনেক ব্যবসায়ী ভ্যাট ও কর নিয়ে নানা জটিলতার মুখোমুখি হচ্ছেন। তাই করনীতি আরও সহজ ও গ্রহণযোগ্য করতে হবে।’ আগামী বাজেটে ব্যবসায়ীদের জন্য এনবিআর থেকে কিছু বিশেষ সুযোগ-সুবিধা দেওয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

প্রাক্‌-বাজেট আলোচনায় আরও উপস্থিত ছিলেন এনবিআরের সদস্য এ কে এম বদিউল আলম, মো. আবদুর রউফ প্রমুখ।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: দ র রহম ন ব যবস য় ন বল ন

এছাড়াও পড়ুন:

সুইডেনের ফুল-ফান্ডেড ৭৫০ স্কলারশিপ, জীবনযাপন খরচ, ভ্রমণ ব্যয়ের সঙ্গে নানা সুযোগ

সুইডেন সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ফুল-ফান্ডেড স্কলারশিপ দিচ্ছে। এর আওতায় স্নাতকোত্তর প্রোগ্রামে পড়াশোনার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। এ বৃত্তির কেতাবী নাম সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ ফর গ্লোবাল প্রফেশনাল বা এসআই স্কলারশিপ। বাংলাদেশসহ বিশ্বের ৩১টি দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।

সুইডিশ ইনস্টিটিউট (এসআই) ৭৫০টির বেশি মাস্টার্স প্রোগ্রামের জন্য স্কলারশিপ দিয়ে থাকে। সম্পূর্ণ অর্থায়িত এ স্কলারশিপে স্নাতকোত্তর প্রোগ্রামের সময় এক বা দুই বছর হতে পারে। এসআই স্কলারশিপে আবেদনের জন্য প্রথমে সুইডেনে মাস্টার্স প্রোগ্রামে ভর্তির আবেদন করতে হবে। স্কলারশিপ পেলে ২০২৫ সালের অটাম সেমিস্টারে পড়াশোনা শুরু করতে হবে।

বৃত্তির সুযোগ-সুবিধা-

*জীবনযাত্রার খরচের জন্য মাসে ১২ হাজার সুইডিস ক্রোনার (বাংলাদেশি টাকায় প্রায় ১ লাখ ৩৩ হাজার ৩২৬ টাকা) দেবে;

*স্বাস্থ্যবিমা;

*ভ্রমণের জন্য ১৫ হাজার সুইডিশ ক্রোনার অনুদান;

*এসআই নেটওয়ার্ক ফর ফিউচার গ্লোবাল প্রফেশনালসের মেম্বারশিপ ও এসআই অ্যালামনাই নেটওয়ার্কের মেম্বারশিপ লাভের সুযোগ, যা শক্তিশালী একটি নেটওয়ার্ক গঠনের সুযোগ করে দেয়;

আবেদনের যোগ্যতা-

*বাংলাদেশের নাগরিক হতে হবে;

*স্নাতক ডিগ্রি সম্পন্ন ও ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে;

*সিভি, মোটিভেশন, রেফারেন্স ইত্যাদির কনটেন্ট ও প্রেজেন্টেশন সেরা হতে হবে;

*যে স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য আবেদন করবেন, তা অবশ্যই এসআই স্কলারশিপের জন্য যোগ্য হতে হবে;

*আপনাকে অবশ্যই একটি সুইডিশ বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করতে হবে এবং জানুয়ারি ২০২৫-এর মধ্যে একটি অফার লেটার পেতে হবে;

*আগে সুইডিশ বিশ্ববিদ্যালয় বা কলেজের কোনো ডিগ্রি নেওয়া থাকলে আবেদন করার প্রয়োজন নেই;

আরও পড়ুনআইইএলটিএস ছাড়া সুইডেনের যে ১০ বিশ্ববিদ্যালয়ে পড়া যাবে০১ ডিসেম্বর ২০২৪এআই দ্বারা তৈরি প্রতীকী

সম্পর্কিত নিবন্ধ