সাঁড়াশি অভিযানে ঢাকায় ২৪৮ জন আর ডেভিল হান্টে ৬৩৯ জন গ্রেপ্তার
Published: 25th, February 2025 GMT
চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতিসহ সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় রোববার দিবাগত রাত ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে ২৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ৫৪টি তল্লাশিচৌকি পরিচালনার পাশাপাশি ৫০০টি টহল দল দায়িত্ব পালন করেছে। আজ মঙ্গলবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিকে গতকাল সোমবার বিকেল থেকে আজ বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’ সারা দেশে ৬৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে ৮ ফেব্রুয়ারি রাত থেকে আজ বিকেল পর্যন্ত মোট ৯ হাজার ৮৯২ জনকে গ্রেপ্তার করা হলো।
ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীতে গ্রেপ্তার করা ২৪৮ জনের মধ্যে রয়েছে ১৪ জন ডাকাত, ১৬ জন পেশাদার ছিনতাইকারী, ৭ জন চাঁদাবাজ, ১১ জন চোর, ২২ জন চিহ্নিত মাদক কারবারি, ৪৪ জন পরোয়ানাভুক্ত আসামি। অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে তিনটি ছুরি, চারটি চাকু, একটি প্লায়ার্স, একটি স্ক্রু ড্রাইভার, একটি লোহার শাবল, একটি চাপাতি, একটি দা ও দুটি রড উদ্ধার করা হয়। এ ছাড়া অভিযানে উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ৪৯ কেজি ৮৭০ গ্রাম গাঁজা ও ৭০৪টি ইয়াবা। গত ২৪ ঘণ্টায় এসব ঘটনায় ডিএমপির বিভিন্ন থানায় মোট ৫৯টি মামলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ডিএমপির ৫০টি থানা এলাকায় জননিরাপত্তা বিধানে ডিএমপির ৫০০টি টহল দল দায়িত্ব পালন করে। পাশাপাশি পুলিশ ৫৪টি তল্লাশিচৌকি পরিচালনা করে। এ ছাড়া মহানগরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাতটি, অ্যান্টিটেররিজম ইউনিটের (এটিইউ) চারটি এবং র্যাবের ১০টি টহল দল দায়িত্ব পালন করে। আর পুলিশের বিশেষায়িত ইউনিট এপিবিএন রাজধানীতে ৩১টি নিরাপত্তাচৌকি পরিচালনা করে।
রাজধানীসহ সারা দেশে বিভিন্ন স্থানে চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদ জানিয়ে গতকাল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর (অব.
অপারেশন ডেভিল হান্ট
আজ সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর জানায়, গতকাল বিকেল থেকে আজ বিকেল পর্যন্ত অপারেশন ডেভিল হান্টে সারা দেশে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় বন্দুক, পিস্তলের একটি ম্যাগাজিন, শটগানের একটি গুলি, একটি ধারালো চাপাতি, একটি ধারালো বঁটি ও দুটি ছোরা উদ্ধার করা হয়। এ ছাড়া এ সময় যৌথ বাহিনী বিভিন্ন মামলায় ৯৯৯ জনকে গ্রেপ্তার করে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: গ র প ত র কর ড এমপ র গতক ল
এছাড়াও পড়ুন:
উপাচার্যকে অপসারণের দাবিতে কুয়েট শিক্ষার্থীদের মশাল মিছিল
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। দাবি আদায়ে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ক্যাম্পাসের দুর্বার বাংলা চত্বরে জড়ো হয় তারা। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মশাল মিছিল করে।
মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের কাছে গিয়ে শেষ হয়। এ সময় উপাচার্যের অপসারণ চেয়ে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।
পরে রাত ৮টার দিকে প্রেস ব্রিফিং করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তারা বলেন, উপাচার্যের অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। আমরা শিক্ষকদের বিরুদ্ধে নই। তারপরও কেন তারা আমাদের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, কেন মিছিল ও মানববন্ধন করছে। যে ৩৭ জনকে বহিষ্কার করা হয়েছে; তাদের নাম পরিচয় প্রকাশ করতে হবে। অন্তর্বর্তী সরকার আমাদের দিকে তাকাচ্ছে না, এজন্য আমরা ব্যথিত।