কাঠেরপুলে মাদক চক্রের শেল্টারদাতা কাস্টম কর্মকর্তা মারুফের বিরুদ্ধে বিক্ষোভ
Published: 25th, February 2025 GMT
কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা (দক্ষিণ) এর উপ পরিদর্শক মারুফ হাসান এর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন কুতুব আইল-কাঠেরপুল এলাকাবাসী। এসময় তারা স্লোগান দেয়, 'মারুফের দুই গালে জুতা মারো তালে তালে'। 'মাদকের আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও'।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে কাঠেরপুল এলাকার স্থানীয় ব্যক্তিবর্গ ও এলাকাবাসী এই বিক্ষোভ মিছিল করেন।
এলাকাবাসীর অভিযোগ, জোরপূর্বক মানুষের রুম দখল করে এলাকায় মাদকের আড্ডা বসিয়ে রেখেছে মারুফ। এমনকি মাদক কারবারিদের শেল্টার দেয় সে। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছে এলাকাবাসী। মাদক, ঝুট সন্ত্রাস সহ এমন কোন অপকর্ম নেই যা সে করে না।
নিজেকে প্রশাসনের উর্ধ্বতন কর্মকতা পরিচয় দিয়ে এলাকায় যা খুশি তাই করে বেড়ায় সে। কেউ কোন বিষয়ে প্রতিবাদ করলে পুলিশ, ডিবির ভয় দেখায় সে।
এসময় শতদল সমাজ কল্যাণ এর আহবায়ক গুলজার হোসেন বলেন, মারুফ নিজেকে প্রশাসনের কর্মকর্তা পরিচয় দিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবি করে। পুরো এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে।
আমরা কাস্টমস এর উর্ধ্বতন কর্মকতাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনাদের এই সরকারি চাকরিজীবি মারুফ একজন মাদকাসক্ত, সন্ত্রাসী। ওর ডোপ টেস্ট করানো হোক। তাহলেই আপনারা বুঝতে পারবেন মারুফ কতো বড় মাদকাসক্ত।
এমন মাদকাসক্ত উগ্র মেজাজের মানুষ কাস্টমস এ কাজ করে কিভাবে? অতি দ্রুত এই মাদকাসক্তকে চাকরি থেকে অপসারণ করুন। তা না হলে এই অন্যায়, জুলুম মেনে নেবে না এলাকাবাসী।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ এল ক ব স
এছাড়াও পড়ুন:
ফতুল্লা বাজার পরিদর্শনে সদর ইউএনও’র অসন্তোষ
ফতুল্লা বাজারের উন্নয়ন কাজ পরিদর্শনে এসে অসন্তোষ প্রকাশ করলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জাফর সাদিক চৌধুরী। মঙ্গলবার দুপুরে তিনি ফতুল্লা বাজার পরিদর্শন করেন।
এসময় তিনি বাজারের অবকাঠামো, চারপাশের চিত্র দেখেন এবং বাজারের বিভিন্ন ব্যবসায়ীর সঙ্গে কথা বলেন। ব্যবসায়ীদের নানা সমস্যা শুনেন এবং সমাধানের আশ্বাস প্রদান করেন।
এছাড়াও তিনি বিগতদিনে যারা বাজারের উন্নয়ন কাজের সঙ্গে জড়িত ছিলেন তাঁদের সমালোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাসের পরিচালক ও ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোঃ চৌধুরী, ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আবদুর রহিম, সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ মাসুম, রিপোটার্স ক্লাবের সদস্য সচিব মনির হোসেন, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমীন শিকদার, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন, যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আঃ খালেক টিপু, ফতুল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আঃ আলিম লিটন, ফতুল্লা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সদস্য কাজী মাঈনউদ্দীন প্রমুখ।