কাঠেরপুলে মাদক চক্রের শেল্টারদাতা কাস্টম কর্মকর মারুফের বিরুদ্ধে বিক্ষোভ
Published: 25th, February 2025 GMT
কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা (দক্ষিণ) এর উপ পরিদর্শক মারুফ হাসান এর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন কুতুব আইল-কাঠেরপুল এলাকাবাসী। এসময় তারা স্লোগান দেয়, 'মারুফের দুই গালে জুতা মারো তালে তালে'। 'মাদকের আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও'।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে কাঠেরপুল এলাকার স্থানীয় ব্যক্তিবর্গ ও এলাকাবাসী এই বিক্ষোভ মিছিল করেন।
এলাকাবাসীর অভিযোগ, জোরপূর্বক মানুষের রুম দখল করে এলাকায় মাদকের আড্ডা বসিয়ে রেখেছে মারুফ। এমনকি মাদক কারবারিদের শেল্টার দেয় সে। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছে এলাকাবাসী। মাদক, ঝুট সন্ত্রাস সহ এমন কোন অপকর্ম নেই যা সে করে না।
নিজেকে প্রশাসনের উর্ধ্বতন কর্মকতা পরিচয় দিয়ে এলাকায় যা খুশি তাই করে বেড়ায় সে। কেউ কোন বিষয়ে প্রতিবাদ করলে পুলিশ, ডিবির ভয় দেখায় সে।
এসময় শতদল সমাজ কল্যাণ এর আহবায়ক গুলজার হোসেন বলেন, মারুফ নিজেকে প্রশাসনের কর্মকর্তা পরিচয় দিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবি করে। পুরো এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে।
আমরা কাস্টমস এর উর্ধ্বতন কর্মকতাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনাদের এই সরকারি চাকরিজীবি মারুফ একজন মাদকাসক্ত, সন্ত্রাসী। ওর ডোপ টেস্ট করানো হোক। তাহলেই আপনারা বুঝতে পারবেন মারুফ কতো বড় মাদকাসক্ত।
এমন মাদকাসক্ত উগ্র মেজাজের মানুষ কাস্টমস এ কাজ করে কিভাবে? অতি দ্রুত এই মাদকাসক্তকে চাকরি থেকে অপসারণ করুন। তা না হলে এই অন্যায়, জুলুম মেনে নেবে না এলাকাবাসী।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ এল ক ব স
এছাড়াও পড়ুন:
বিডিআর বিদ্রোহে নিহতদের স্মরণে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির দোয়া
জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে পিলখানার বিডিআর বিদ্রোহে নিহতদের স্মরণে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বাদ মাগরিব আমলাপাড়া আশরাফিয়া জামে মসজিদ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময়ে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে পিলখানার বিডিআর বিদ্রোহে নিহতদের আত্মার মাগফেরাত ও বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত ও বিএনপি'র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
এসময়ে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এড. রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, বরকত উল্লাহ, মাকিত মোস্তাকিম শিপলু, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহম্মেদ, সাবেক আহ্বায়ক নুর মোহাম্মদ পনেজ, বিএনপি নেতা নাজমুল হক, চঞ্চল মাহমুদ, ইকবাল হোসেন, শাহাদুল্লাহ মুকুল, সাইফুল ইসলাম বাবু, হিরা সরদার, ইকবাল হোসেন, সোহেল খান বাবু, কাজী নাঈম, শাহজালাল সরদার, আল আরিফ, গোগনগর বিএনপির সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মিয়াজী, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব ফারুক হোসেন,মহানগর ওলামা দলের সভাপতি হাফেজ মামুনসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।