সর্বশেষ ২০১৯ সালের ডিসেম্বরে নেপালে অনুষ্ঠিত হয়েছিল সাউথ এশিয়ান গেমস। রীতি অনুযায়ী, ২০২৩ সালে পাকিস্তানে হওয়ার কথা ছিল দক্ষিণ এশিয়ার ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ আসরটি। কিন্তু সেই সময় তো পারেইনি, এ বছরের নভেম্বরেও হচ্ছে না এসএ গেমস।
মঙ্গলবার লাহোরে অনুষ্ঠিত এসএ গেমস-সংক্রান্ত সভায় নতুন সূচি ঘোষণা করা হয়েছে। তাতে ২০২৬ সালের ২৩ থেকে ৩১ জানুয়ারিতে লাহোর, ইসলামাবাদ ও ফয়সালাবাদে হবে সাউথ এশিয়ান গেমস।
২০১৯ সালে নেপালে অনুষ্ঠিত গেমসে হকি ছিল না। উপমহাদেশের হকির অন্যতম শক্তিশালী দেশ পাকিস্তান। তাদের দেশে গেমস বলে হকি ডিসিপ্লিন যে থাকছে, এটা অনেকটা নিশ্চিত।
মঙ্গলবারের সভায় অনুমোদিত ডিসিপ্লিনগুলো হলো– ফুটবল, হকি, অ্যাথলেটিকস, সাঁতার, ভলিবল, বাস্কেটবল, হ্যান্ডবল, ক্রিকেট (টি২০), আরচারি, বক্সিং, ফেন্সিং, গলফ, জুডো, কারাতে, শুটিং, স্কোয়াশ, টেবিল টেনিস, তায়কোয়ান্দো, টেনিস, ট্রায়াথলন, ভারোত্তোলন, কুস্তি, উশু, কাবাডি ও রাগবি।
সভায় বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কার অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তবে ভারতের একজন প্রতিনিধি জুম মিটিংয়ে সভায় যুক্ত ছিলেন। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ছাড়া বাকি সব দেশই পাকিস্তানে গিয়ে খেলছে। ভারতের ম্যাচগুলো হচ্ছে দুবাইয়ে। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, ভারত আগামী বছর নিজ দেশের ক্রীড়াবিদদের পাকিস্তানে এসএ গেমস খেলতে পাঠাবে কিনা।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
সীমিত দৈর্ঘ্য কাহিনিচিত্র বিভাগে মনোনয়ন পেলেন যাঁরা
শেষ হয়েছে মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৪-এর কার্যক্রম। জুরিবোর্ড নির্বাচন করেছেন এবারের মনোনয়নপ্রাপ্তদের। এবারও ‘সীমিত দৈর্ঘ্য কাহিনিচিত্র’, ‘চলচ্চিত্র ও ওয়েব ফিল্ম’ ও ‘ওয়েব সিরিজ’—এই তিন বিভাগে বিজয়ীদের পুরস্কার দেওয়া হবে। আজ ছাপা হলা সীমিত দৈর্ঘ্য কাহিনিচিত্রে যাঁরা মনোনয়ন পেয়েছেন, তাঁদের নাম।
সীমিত দৈর্ঘ্য কাহিনিচিত্র
সেরা চিত্রনাট্যকার
আবদুল্লাহ আল মামুন (কাইকর), রিফাত আদনান পাপন, সাজ্জাদ হোসেন বাপ্পি, ‘পরস্পর’
জাহান সুলতানা, ‘তিথিডোর’
সুব্রত সঞ্জীব, ‘রোদ বৃষ্টির গল্প’
সেরা নির্দেশক
জাহিদ প্রীতম, ‘বুক পকেটের গল্প’
পথিক সাধন, ‘কিছু কথা বাকি’
সাজ্জাদ হোসেন বাপ্পি, ‘পরস্পর’
সেরা অভিনেত্রী
তাসনিয়া ফারিণ, ‘পরস্পর’
মেহজাবীন চৌধুরী, ‘তিথিডোর’
সাদিয়া আয়মান, ‘রোদ বৃষ্টির গল্প’
সেরা অভিনেতা
ইয়াশ রোহান, ইতিবৃত্ত
খায়রুল বাসার, পরস্পর
খায়রুল বাসার, রোদ বৃষ্টির গল্প