Risingbd:
2025-02-25@19:32:42 GMT

ঢাবিতে ট্যুরিজম কার্নিভাল শুরু

Published: 25th, February 2025 GMT

ঢাবিতে ট্যুরিজম কার্নিভাল শুরু

ঢাকা ইউনিভার্সিটি ট্যুরিস্ট সোসাইটির (ডিইউটিএস) উদ্যোগে প্রথমবারের মতো দুই দিনব্যাপী বাংলাদেশ ট্যুরিজম কার্নিভাল শুরু হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে এ আয়োজন করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্নিভাল উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন ডিইউটিএস এর উপদেষ্টা অধ্যাপক ড.

ইসতিয়াক এম সৈয়দ, মাউন্ট এভারেস্ট জয়ী ষষ্ঠ বাংলাদেশী বাবর আলী, বিশ্ব রেকর্ডধারী সাইক্লিস্ট ও অভিযাত্রী তাম্মাত বিল খোয়ার প্রমুখ।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান কার্নিভালের বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং দেশের পর্যটন খাতের টেকসই উন্নয়নের উপর গুরুত্বারোপ করেন। বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য তিনি যুব সমাজের প্রতি আহ্বান জানিয়ে দেশের পর্যটন শিল্পের বিকাশে কার্যকর ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন।

কার্নিভালের প্রথমদিনে ঐতিহ্যবাহী ও বাণিজ্যিক প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশের পর্যটন ও সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরা হয়। এছাড়া ইকো-ট্যুরিজম এবং টেকসই পর্যটন নিয়ে সেমিনার ও টক-শো আয়োজন করা হয়।

দুই দিনব্যাপী কার্নিভালে কুইজ প্রতিযোগিতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি, সাংস্কৃতিক পরিবেশনাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে।

ঢাকা/সৌরভ/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

বসন্ত উৎসবে মেতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের উদ্যোগে ছাত্র-শিক্ষক কেন্দ্র বসন্ত উৎসব উদযাপন করা হয়েছে। 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, গ্রামীণ লোকজ মেলা, পুতুলনাচ, বায়োস্কোপ প্রদর্শনী, আলোচনা সভা, গুণীজন সম্মাননা প্রদানসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। 

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের মডারেটর ড. রাশেদা রওনক খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। সভায় মুখ্য আলোচক ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যকলা বিভাগের অনারারি অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার।

আরো পড়ুন:

২৫ ফেব্রুয়ারিকে জাতীয় শোক দিবস হিসেবে পালনের ঘোষণা

ঢাবি উপাচার্যের সঙ্গে ইরানি কূটনীতিকের সাক্ষাৎ

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, “সাংস্কৃতিক উৎসব আমাদের ঐতিহ্যের অংশ। এ ধরনের উৎসব সবাইকে ঐক্যবদ্ধ করতে সহায়ক ভূমিকা পালন করতে পারে। বর্তমানে আমরা একটি ক্রান্তিকাল অতিক্রম করছি। এ সময় সামাজিক বিভাজন দূর করতে দেশের সাংস্কৃতিক সংগঠনগুলোকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।”

অনুষ্ঠানে চলচ্চিত্র নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, অভিনয় ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ এবং সংগীতশিল্পী কাজী কৃষ্ণকলি ইসলামকে গুণীজন সম্মাননা দেওয়া হয়। 

পরে জনপ্রিয় ব্যান্ড ‘বায়োস্কোপ’ এবং গানের দল ‘কৃষ্ণকলি’ সংগীত পরিবেশন করে। 

এ ব্যাপারে সংগঠনের সভাপতি নাফিয়া ফারজানা অমিয়া ও সাধারণ সম্পাদক রওনক জাহান রাকামনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ বরাবরই দেশীয় সংস্কৃতিকে ধারণ ও লালন করতে তৎপর। তারই অন্যতম উদাহরণ আমাদের এই বসন্ত উৎসব। তরুণ প্রজন্মকে দেশীয় সংস্কৃতির সঙ্গে একীভূত করার আমাদের এই প্রয়াস অব্যাহত থাকবে।

ঢাকা/সৌরভ/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • ডিনস্ অ্যাওয়ার্ড পেলেন ঢাবির ৭৫ শিক্ষার্থী
  • অবশেষে ৮ মাসের বেতন পেলেন সিলেটের ‘খলিল মামু’
  • চাঁদাবাজি ও ছিনতাইয়ের প্রতিবাদে ইসলামী ছাত্র মজলিসের বিক্ষোভ
  • বসন্ত উৎসবে মেতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ঢাবি উপাচার্যের সঙ্গে ইরানি কূটনীতিকের সাক্ষাৎ
  • ঢাবির প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য ট্রাস্ট ফান্ড গঠন
  • শিক্ষার্থীকে মারধরের ঘটনায় সিলেট জামায়াত আমিরের দুঃখপ্রকাশ, প্রতিবাদ জানাল শিবির