স্ত্রীর প্রেমিককে গালাগাল করায় হত্যা করা হয় স্বামীকে: পুলিশ
Published: 25th, February 2025 GMT
স্ত্রী লামিয়ার পরকীয়া প্রেমিক খুলনার বড়বাজারের ব্যবসায়ী বিশ্বজিৎ সাহাকে গালাগাল করেছিলেন স্বামী আলামিন শেখ ওরফে ইমন। এর প্রতিশোধ নিতে ২০ ফেব্রুয়ারি ইমনকে ছুরিকাঘাতে হত্যা করেন বিশ্বজিৎ সাহা। খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো. কুতুব উদ্দিন আজ মঙ্গলবার বিকেলে মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
ইমন মোবাইল ফোন কোম্পানির সেলসম্যান।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানায়, ২০ ফেব্রুয়ারি ইমনকে মোটরসাইকেল চালানো অবস্থায় ছুরিকাঘাত করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের ভাই রাজিবুল ইসলাম বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় মামলা করেন। এরপর পুলিশ ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ এবং প্রযুক্তির সহযোগিতায় মামলার রহস্য উদঘাটন করে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকায় বিশ্বজিৎ সাহাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নগরীর পূর্ব বানিয়াখামার লোহার গেট এলাকার বাসিন্দা।
পুলিশ আরও জানায়, বিশ্বজিৎ সাহার সঙ্গে লামিয়ার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তাদের মধ্যে অনৈতিক সম্পর্ক গড়ে উঠে। ইমন ঘটনাটি জেনে ফেলে এবং বিশ্বজিৎ সাহাকে ফোন করে গালাগাল করে। এতে ক্ষিপ্ত হয়ে ইমনকে বিশ্বজিৎ সাহা হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা বাস্তবায়নের জন্য তার ব্যবসা প্রতিষ্ঠানের আগের কর্মচারী নাইম ও মুন্সীকে ২০ হাজার টাকায় ভাড়া করেন বিশ্বজিৎ সাহা। ২০ ফেব্রুয়ারি সকালে বিশ্বজিৎ, নাইম ও মুন্সী ট্রাকস্ট্যান্ড কাঁচা বাজারের সামনে যান। মোটরসাইকেলে যাওয়ার সময় ইমনকে বিশ্বজিৎ চিনিয়ে দেন। মোটরসাইকেল চালানো অবস্থায় ইমনকে নাইম ও মুন্সী পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে ইমনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নাইম ও মুন্সীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
হৃতিক ফিরছেন, সঙ্গে নিয়ে নতুন পরিচয়
এই আসছে, শিগগিরই ঘোষণা হবে—হৃতিক রোশন অভিনীত ‘কৃষ ৪’ নিয়ে গত কয়েক বছরে এমন অনেক কথা শোনা গেছে, কিন্তু সিনেমার কাজ আর শুরু হয়নি। এবার সিনেমাটি নিয়ে নতুন জটিলতার খবর প্রকাশ্যে আসে কিছুদিন আগে। ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছিল, বিনিয়োগ জটিলতায় সিনেমাটির ভবিষ্যৎ অনিশ্চিত। ‘কৃষ ৪’ করতে ৭০০ কোটি রুপি লাগবে, এত টাকা লগ্নি করতে রাজি নয় কোনো প্রযোজনা সংস্থা। নতুন খবর, সব অনিশ্চয়তা কাটিয়ে ‘কৃষ ৪’ আসছে।
চলচ্চিত্রবিষয়ক মার্কিন গণমাধ্যম ভ্যারাইটি জানিয়েছে, সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করবেন রাকেশ রোশন ও যশরাজ ফিল্মসের আদিত্য চোপড়া।
‘কৃষ ৪’ আসছে, এটা হৃতিক–ভক্তদের জন্য বড় সুখবর তো বটেই, তবে এর চেয়েও বড় খবর, সিনেমাটিতে অভিনেতার পাশাপাশি নির্মাতার ভূমিকাতেও পাওয়া যাবে তাঁকে! ‘কৃষ ৪’ দিয়েই পরিচালনায় অভিষেক হচ্ছে হৃতিকের।
‘কৃষ’ বলিউডের অন্যতম জনপ্রিয় সুপারহিরো ফ্র্যাঞ্চাইজি। ২০০৩ সালে মুক্তি পায় এই ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা ‘কোই...মিল গ্যায়া’, ২০০৬ সালে আসে দ্বিতীয় কিস্তি ‘কৃষ’। ২০১৩ সালে মুক্তি পায় সবশেষটি ‘কৃষ ৩’। সে সিনেমায় হৃতিকের সঙ্গে জুটি বেঁধেছিলেন কঙ্গনা রনৌত। এরপর এক যুগ পার হয়েছে, কিন্তু এই ‘কৃষ ৪’ আর নির্মিত হয়নি।
‘কৃষ’ সিরিজের সিনেমায় হৃতিক রোশন। আইএমডিবি