Prothomalo:
2025-02-25@19:01:45 GMT

ভিকির দাপটে ধরাশায়ী অর্জুন

Published: 25th, February 2025 GMT

১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে মুক্তি পেয়েছে ভিকি কৌশল অভিনীত ছবি ‘ছাবা’। লক্ষ্মণ উতেকর পরিচালিত ঐতিহাসিক ড্রামাধর্মী ছবির দাপট এখনো চলছে। ভিকি অভিনীত এ সিনেমার দাপটে অর্জন কাপুর অভিনীত ছবি ‘মেরে হাজব্যান্ড কী বিবি’ প্রায় ধরাশায়ী।

হিন্দি ছায়াছবির মন্দা বাজারকে রীতিমতো চাঙা করছে ‘ছাবা’। এ ছবির হাত ধরে বলিউডের বক্স অফিসের খরা কিছুটা কেটেছে। তবে ‘ছাবা’–ঝড়ে অন্য হিন্দি ছবিগুলোর অবস্থা খুব খারাপ।

ভিকি কৌশল ও রাশমিকা মান্দানা অভিনীত ‘ছাবা’ ছবিটি ৩৪৫ কোটি ২৫ লাখ ব্যবসা করে ফেলেছে। গতকাল সোমবার মুক্তির ১১ দিনে এই পিরিয়ড ড্রামাধর্মী ছবিটি ১৮ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে। মুক্তির প্রথম সপ্তাহে ‘ছাবা’র কালেকশন ছিল ২১৯ দশমিক ২৫ লাখ।

গত শুক্রবার এ ছবির আয়ের অঙ্ক ছিল ২৩ দশমিক ৫০ লাখ। ‘ছাবা’ শনি ও রোববার ব্যবসা করেছিল ৪৪ কোটি ও ৪০ কোটি। ভারত-পাকিস্তানের ক্রিকেট ম্যাচ থাকা সত্ত্বেও ছবিটি দেখতে হলে ভিড় করেছিলেন সিনেমাপ্রেমীরা।

ভিকি কৌশল ও রাশমিকা মান্দানার সিনেমা ‘ছাবা’.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বিএনপির দু’পক্ষে সংঘর্ষে আহত ১০, উত্তেজনা

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সমাবেশে যোগ দিতে যাওয়া বিএনপির দু’পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। গত সোমবার বিকেলে এ ঘটনার জেরে দু’পক্ষে উত্তেজনা বিরাজ করছে।  
গত মঙ্গলবার দিনভর মোল্লাকান্দি ইউনিয়নে বিএনপির দু’পক্ষের নেতাকর্মীরা একে অপরকে ঘায়েল করতে নানা তৎপরতা চালিয়েছে বলে স্থানীয় গ্রামবাসী সূত্রে জানা গেছে। 
সোমবার বিকেলে শহরের থানারপুল এলাকায় মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহতদের মধ্যে মেহেদী হাসান (২৬) ও অপু খানকে (১৯) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত নাদিম (১৭), আরিফুজ্জামান (৩৭), উজ্জল (৪৫), মাসুদ মিয়া (২০), মনির হোসেন (৫৮) ও জসিম উদ্দিনসহ (৫২) অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেলে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা ও পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলাসহ বিভিন্ন দাবিতে জেলা বিএনপি সমাবেশের আয়োজন করে। এ সমাবেশে যোগ দিতে এসে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। 
ইউনিয়ন বিএনপির নেতাকর্মী সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে সংঘর্ষের ঘটনার প্রভাব মোল্লাকান্দি ইউনিয়নে ছড়িয়ে পড়েছে। এর পরিপ্রেক্ষিতে সোমবার রাত থেকে মঙ্গলবার দিনভর ইউনিয়নের একাধিক গ্রামে বিএনপি নেতাকর্মীরা প্রতিপক্ষকে শায়েস্তা করতে অপতৎপরতা চালাচ্ছে। এর জেরে ইউনিয়ন বিএনপির দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। 
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, জেলা বিএনপির সমাবেশে যোগ দিতে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়ন থেকে বিএনপি নেতা আওলাদ হোসেন মোল্লার নেতৃত্বে ইউনিয়ন বিএনপির নেতাকর্মী মিছিল নিয়ে যায়। মিছিলটি সমাবেশস্থলের অদূরে থানারপুল এলাকায় এলে একই ইউনিয়নের প্রতিপক্ষ বিএনপি নেতা রহিম মোল্লার নেতৃত্বে আসা মিছিলটি মুখোমুখি হয়। এ সময় দু’পক্ষের নেতাকর্মীর মধ্যে সংঘর্ষ বেধে যায়।
বিএনপিকর্মী আওলাদ হোসেন মোল্লা বলেন, তাদের মিছিলের সামনে রহিমের লোকজন বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের সরানোর চেষ্টা করা হয়। এ সময় রহিমের লোকজন মিছিলে হামলা চালিয়ে মারধর করে।
বিএনপি নেতা রহিম মোল্লার দাবি, আওলাদের লোকজন নিজেরাই মারামারি করেছে। এ সময় এগিয়ে গেলে তাঁর লোকজনকেও মারধর 
করে তারা।
সদর থানার ওসি সাইফুল আলম জানান, সমাবেশে যাওয়ার পথে একাধিক স্থানে মারামারির ঘটনা ঘটেছে। এর মধ্যে মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির দু’পক্ষের মধ্যেও মারামারি হয়েছে। তবে এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি। এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ