দীর্ঘ প্রেমের পর সার্বিয়ান মডেল ও ড্যান্সার নাতাশা স্টানকোভিচের সঙ্গে বিয়ে হয় ভারতীয় পেস অলরাউন্ডার হার্ডিক পান্ডিয়ার। তাদের একটি ছেলে সন্তানও আছে। তবে অনেক দিন ধরে চলা গুঞ্জনের পর বিচ্ছেদ হয়ে গেছে হার্ডিক-নাতাশার। 

ওই খবরও আনুষ্ঠানিক হয়েছে প্রায় মাস হলো। এরই মধ্যে খবর এসেছে, নতুন প্রেমে মজেছেন মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক পান্ডিয়া। তার নতুন প্রেমিকার নাম নাকি জেসমিন ওয়ালিয়া। অর্থাৎ হার্ডিকের এবারের প্রেমিকাও বিদেশি।

ভারতীয় সংবাদ মাধ্যম দাবি করেছে, সম্প্রতি গ্রীসে ছুটি কাটাতে গিয়েছিলেন হার্ডিক পান্ডিয়া। সেখানে এক সুইমিংপুলে ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করেন হার্ডিক। একই সময়ে একই সুইমিংপুলে ছিলেন জেমসিনও। তিনিও ইনস্টায় দিয়েছেন ছবি। আগে থেকে চলা গুঞ্জনের সঙ্গে একে একে দুই মিলিয়ে দিয়েছে গ্রীসের ওই ছবি।

গুঞ্জন চলা হার্ডিকের নতুন এই প্রেমিকা জেসমিন বিট্রিশ গায়িকা। বয়স ২৯ বছর। হার্ডিকের চেয়ে  নাতাশা বয়সে এক বছরের বড় হলেও জেনসিন দুই বছরের ছোট। তার আরও একটি পরিচয় আছে। তিনি ভারতীয় বংশোদ্ভূত। 

হার্ডিকের সঙ্গে প্রেমের আগে জেসমিন ব্রিটিশ অভিনেতা রস ওয়ারসিকের সঙ্গে প্রেম করতেন বলে দাবি করেছে সংবাদ মাধ্যম। তেমনি হার্ডিকের সঙ্গে বিচ্ছেদের পর নাকি নাতাশা মজেছেন সার্বিয়ান মডেল অ্যালেক্সজান্ডার অ্যালেক্সের সঙ্গে প্রেম করছেন নাতাশা। তিনি আবার নাকি দিশা পাটানির সাবেক প্রেমিক। 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

সিলেট বিএনপি এখনো ইলিয়াস আলীর অপেক্ষায়

বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীর সন্ধান দাবিতে আজ বৃহস্পতিবার সিলেটে দোয়া মাহফিল, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। জেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে নেতারা বলেছেন, এম. ইলিয়াস আলীর পরিবারের অপেক্ষার অবসান হয়নি, রহস্য এখনও অমীমাংসিত। সিলেট বিএনপি এখনো ইলিয়াস আলীর অপেক্ষায়। 

দুপুরে নগরীর কোর্ট পয়েন্টে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা সহসভাপতি আশিক উদ্দিন আশুক, মামুনুর রশিদ মামুন, নাজিম উদ্দিন লস্কর, সামিয়া বেগম চৌধুরী প্রমুখ। 

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর ইলিয়াস আলীসহ সব গুম হওয়া নেতাকর্মীদের সন্ধান ও মুক্তির দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেন বিএনপি নেতারা। এ সময় জেলা সভাপতি কাইয়ুম চৌধুরী বলেন, ২০১২ সালের ১৭ এপ্রিল রাজধানী থেকে ইলিয়াস আলীকে গুম করার ১৩ বছর আজ অতিবাহিত। কিন্তু তার সন্ধান কেউ দিতে পারছে না। তৎকালীন সরকারের নানা আশ্বাস সত্ত্বেও আজ পর্যন্ত ইলিয়াস আলীর কোনো খোঁজ পাওয়া যায়নি। 

বিএনপি নেতারা বলেন, আমরা বিশ্বাস করি, তিনি এখনো জীবিত এবং সংশ্লিষ্ট মহল তার অবস্থান সম্পর্কে অবগত। সিলেটবাসীর হৃদয়ের নেতা ইলিয়াস আলীর খোঁজ না পাওয়া আমাদের জন্য গভীর বেদনা ও ক্ষোভের বিষয়। এটি একটি জাতির জন্য চরম লজ্জার।

এছাড়া আজ ইলিয়াস আলীর সন্ধান দাবিতে পারিবারিকভাবে সিলেটের বিশ্বনাথের রামধানায় ও সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে হযরত শাহজালাল (র.) মাজার মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাজার মসজিদে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া মাহফিলে ইলিয়াস আলী ছাড়াও ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়ি চালক আনসার আলীর সন্ধান কামনা করে মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, সদস্যসচিব শাকিল মুর্শেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিফতাউল কবির মিফতা, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত নিবন্ধ