নতুন প্রেমে মজেছেন হার্ডিক, কে এই জেসমিন
Published: 25th, February 2025 GMT
দীর্ঘ প্রেমের পর সার্বিয়ান মডেল ও ড্যান্সার নাতাশা স্টানকোভিচের সঙ্গে বিয়ে হয় ভারতীয় পেস অলরাউন্ডার হার্ডিক পান্ডিয়ার। তাদের একটি ছেলে সন্তানও আছে। তবে অনেক দিন ধরে চলা গুঞ্জনের পর বিচ্ছেদ হয়ে গেছে হার্ডিক-নাতাশার।
ওই খবরও আনুষ্ঠানিক হয়েছে প্রায় মাস হলো। এরই মধ্যে খবর এসেছে, নতুন প্রেমে মজেছেন মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক পান্ডিয়া। তার নতুন প্রেমিকার নাম নাকি জেসমিন ওয়ালিয়া। অর্থাৎ হার্ডিকের এবারের প্রেমিকাও বিদেশি।
ভারতীয় সংবাদ মাধ্যম দাবি করেছে, সম্প্রতি গ্রীসে ছুটি কাটাতে গিয়েছিলেন হার্ডিক পান্ডিয়া। সেখানে এক সুইমিংপুলে ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করেন হার্ডিক। একই সময়ে একই সুইমিংপুলে ছিলেন জেমসিনও। তিনিও ইনস্টায় দিয়েছেন ছবি। আগে থেকে চলা গুঞ্জনের সঙ্গে একে একে দুই মিলিয়ে দিয়েছে গ্রীসের ওই ছবি।
গুঞ্জন চলা হার্ডিকের নতুন এই প্রেমিকা জেসমিন বিট্রিশ গায়িকা। বয়স ২৯ বছর। হার্ডিকের চেয়ে নাতাশা বয়সে এক বছরের বড় হলেও জেনসিন দুই বছরের ছোট। তার আরও একটি পরিচয় আছে। তিনি ভারতীয় বংশোদ্ভূত।
হার্ডিকের সঙ্গে প্রেমের আগে জেসমিন ব্রিটিশ অভিনেতা রস ওয়ারসিকের সঙ্গে প্রেম করতেন বলে দাবি করেছে সংবাদ মাধ্যম। তেমনি হার্ডিকের সঙ্গে বিচ্ছেদের পর নাকি নাতাশা মজেছেন সার্বিয়ান মডেল অ্যালেক্সজান্ডার অ্যালেক্সের সঙ্গে প্রেম করছেন নাতাশা। তিনি আবার নাকি দিশা পাটানির সাবেক প্রেমিক।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ডিআরইউয়ে দুর্বৃত্তদের হামলায় আহত ৩, গ্রেপ্তার ২
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যালয়ে করতোয়া কুরিয়ার সার্ভিসের কর্মীদের নেতৃত্বে লাঠিসোঁটা দিয়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে ডিআরইউ’র ক্যান্টিনের ৩ কর্মচারী আহত হয়েছেন। এ ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ।
শুক্রবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় ৩ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, ডিআরইউ ক্যান্টিনের স্টাফ বাবুল, জহির ও রবিউল।
বিষয়টি নিশ্চিত করে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, “করতোয়া কুরিয়ার সার্ভিসের একজন কর্মচারী আব্দুর রহমানের নেতৃত্বে শতাধিক দৃর্বত্ত লাঠিসোঁটা দিয়ে ডিআরইউ স্টাফদের ওপর হামলা করে। এ সময় বাধা দিতে গেলে সিনিয়র সাংবাদিকরাও হামলার শিকার হন।”
আরো পড়ুন:
‘গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন সহজ হবে না’
সত্য-মিথ্যার মিশ্রণে সাংবাদিকতা নয়: কাদের গনি
কেন হামলা করা হয়েছে জানতে চাইলে আবু সালেহ আকন বলেন, “এখানে (ডিআরইউ কার্যালয়) শুধু সাংবাদিকদের জন্য টিসিবির পণ্য ক্রয়ের ব্যবস্থা করা হয়েছে। সেখানে আগে থেকেই টোকেন দেওয়া হয়। এসব টোকেনের একটি কারও মাধ্যমে করতোয়া কুরিয়ার সার্ভিসের এক কর্মীর কাছে চলে গেছে। তারা এটাকে নকল করে ৫০টি টোকেন তৈরি করে টিসিবির পণ্য নিতে আসেন। সময় আমাদের একজন স্টাফ বাবুল বিষয়টি হাতেনাতে ধরে ফেলেন। পরে তাদের এখানে আর পণ্য নিতে না আসার জন্য বলা হয়। সেই ক্ষোভ থেকে আজ পল্টনে করতোয়া কুরিয়ার অফিসের সামনে ডিআরইউ স্টাফ বাবুলকে মারধর করে। পরে তারা শতাধিক মানুষ নিয়ে ডিআরইউ কার্যালয়ে এসে হামলা চালায়।”
হামলায় বাবুলসহ তিন জন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা হয়েছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর গণমাধ্যমকে জানান, ডিআরইউ স্টাফদের ওপর হামলা ঘটনায় একটি মামলা হয়েছে। এ ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।”
হামলার নিন্দা
শুক্রবার (২৮ মার্চ) ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল ডিআরইউ কর্মচারীদের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান।
অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলাবাহিনীর প্রতি আহ্বান জানান।
ঢাকা/এএএম/এসবি