ভৈরব বইমেলার সমাপনী দিনে ‘তুষার মালা’
Published: 25th, February 2025 GMT
কিশোরগঞ্জের ভৈরবে পাঁচ দিনব্যাপী একুশে বইমেলার সমাপনী দিনে গীতি নৃত্যনাট্য ‘তুষার মালা’ মঞ্চস্থ হয়েছে। গতকাল সোমবার রাত নয়টায় একুশে বইমেলার মঞ্চে নাটকটি পরিবেশন করে কিশোরগঞ্জের নাট্য সংগঠন একতা নাট্যগোষ্ঠী। নাটকটির কাহিনি সংগৃহীত। পরিচালনা করেন মানস কর। নাটকটি দর্শকনন্দিত হয়। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমি ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের নির্বাহী কমিটির সদস্য লেখক অধ্যাপক সুমন রহমান।
‘তুষার মালা’ গীতি নৃত্যনাট্যের গল্পটা রাজকন্যা তুষার মালাকে নিয়ে। মায়ের মৃত্যুর পরে রাজা অনেক দেখেশুনে নতুন মা নিয়ে আসে। নতুন মাকে পেয়ে তুষার মালা ভীষণ খুশি; কিন্তু নতুন রানি তাকে কোনোভাবেই সহ্য করতে পারে না। তুষার মালার সৌন্দর্যকে হিংসা করে সে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ন টকট
এছাড়াও পড়ুন:
ডিসির পুরোনো বাংলোর গর্তে মিলল সিলমারা বিপুল ব্যালট
নাটোরের জেলা প্রশাসকের পুরোনো বাংলোর ভেতরে মিলল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিপুল পরিমাণ ব্যালট পেপার। যার বেশিরভাগই ছিল সিলমারা।
শনিবার (২৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের কান্দিভিটুয়ায় জেলা প্রশাসকের পুরোনো বাংলোর বাঁশ ঝাড়ের নিচে মাটিতে পুঁতে রাখা ব্যালট পেপারগুলো উদ্ধার হয়। এর বেশিরভাগ ব্যালট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের।
ব্যালট উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) রাশেদুল ইসলাম।
এর আগে, গতকাল বিকেলে ডিসির পুরোনো বাংলোর পুকুর থেকে ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ।
নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা আক্তার মিলি জানান, দ্বিতীয় দিনের মতো ডিসির পুরোনো বাংলোর ভেতরের পুকুরে অস্ত্র উদ্ধার অভিযান চলছিল। এসময় ব্যালট পেপারগুলো গোয়েন্দা সংস্থার সদস্যদের নজরে আসে। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে ব্যালট পেপার উদ্ধার করে।
নাটোর জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) রাশেদুল ইসলাম বলেন, “২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ব্যালট পেপারগুলো ট্রেজারিতে ছিল। এরপর উপজেলা পরিষদের নির্বাচনের সময় স্থান সংকুলানের কারণে এগুলো পুরোনো বাংলোতে রাখা হয়। সেখান থেকে কে বা কারা এই ব্যালটগুলো নষ্ট করেছে তা আমাদের জানা নেই। বাকি যে ব্যালটগুলো ছিল সেগুলো নির্বাচন কমিশনের টেন্ডার হয়েছে, সেই টেন্ডারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।”
ঢাকা/আরিফুল/মাসুদ