আ.লীগ নেতা সুজাতুল কল্লোল কারাগারে
Published: 25th, February 2025 GMT
বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক রাজধানীর মিরপুর এলাকায় ইরাদকে হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগের উপকমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুজাতুল কল্লোলকে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান শুনানি শেষে জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার উপপরিদর্শক সাঈদ ইবনে রাজিব তাকে আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আরো পড়ুন:
টাঙ্গাইল-৫ আসনের সাবেক এমপিসহ ৩ জন কারাগারে
কারাগারে বসে ফেসবুকে স্ট্যাটাস, যা বললেন ফারুক খান
মঙ্গলবার মিরপুর মডেল থানাধীন মধ্য পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে সুজাতুল কল্লোলকে (৫৫) আটক করে পুলিশ।
মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ২ আগস্ট মিরপুর-১০ এর গোলচত্বর ফায়ার সার্ভিস অফিসের সামনে আন্দোলনে অংশ নেন ইরাদ। এদিন দুপুর ৩টার দিকে আসামিদের ছোঁড়া গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। কয়েক দিন চিকিৎসা শেষে তিনি সুস্থ হয়ে উঠেন। এ ঘটনায় গত ৪ ডিসেম্বর মিরপুর থানায় ৮৬ জনকে এজাহারনামীয় আসামি করে হত্যাচেষ্টা মামলা করেন ভুক্তভোগীর বাবা মো.
ঢাকা/মামুন/এসবি
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আওয় ম ল গ
এছাড়াও পড়ুন:
বেঁচে থাকলে হয়তো যুদ্ধের প্রতিবাদে বেজে উঠত তাঁর গিটার
জর্জ হ্যারিসন বিটলস ব্যান্ডের সবচেয়ে স্বল্পভাষী সদস্য বলে পরিচিত। ‘সরব’ ছিল তাঁর মোহনীয় আঙুলগুলো, যেগুলো খেলা করত গিটারের ছয় তার আর ফ্রেডবোর্ডজুড়ে। যে আঙুল লিখেছিল ‘ইফ আই নিডেড সামওয়ান’, ‘হোয়াইল মাই গিটার জেন্টলি উইপস’, ‘উইদিন ইউ উইদাউট ইউ’-এর মতো গানগুলো। বিখ্যাত একটা ব্যান্ডের সদস্য ছাড়াও হ্যারিসনের একক পরিচয়, বদান্য, মাহাত্ম্য, কর্ম—কিছু কম নয়। আজ তাঁর জন্মদিন।
জর্জ হ্যারিসনের কাছে বাংলাদেশের মানুষ কৃতজ্ঞ। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্মরণার্থীদের সাহায্যে তিনি বাড়িয়ে দিয়েছিলেন তাঁর দুটি হাত। বাংলাদেশে যখন পাকিস্তানি বাহিনীর গোলাগুলি চলছিল, ঠিক সেই সময়ে, ১ আগস্ট যুক্তরাষ্ট্রের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বেজে উঠেছিল তাঁর গিটার। তিনি গেয়ে উঠেছিলেন ‘বাংলাদেশ বাংলাদেশ, সাচ আ ডিজাস্টার আই ডোন্ট আন্ডাস্ট্যান্ড, বাট ইট শোর লুকস লাইক আ মেস, আভ নেভার নোন সাচ ডিসট্রেস’। এই গান হয়তো অনেকে শোনেননি, কিন্তু ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’-এর কথা পৃথিবীর কে না শুনেছেন!
জর্জ হ্যারিসনের আজ জন্মদিন