বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক রাজধানীর মিরপুর এলাকায় ইরাদকে হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগের উপকমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুজাতুল কল্লোলকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান শুনানি শেষে জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার উপপরিদর্শক সাঈদ ইবনে রাজিব তাকে আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরো পড়ুন:

টাঙ্গাইল-৫ আসনের সাবেক এমপিসহ ৩ জন কারাগারে 

কারাগারে বসে ফেসবুকে স্ট্যাটাস, যা বললেন ফারুক খান

মঙ্গলবার মিরপুর মডেল থানাধীন মধ্য পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে সুজাতুল কল্লোলকে (৫৫) আটক করে পুলিশ।

মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ২ আগস্ট মিরপুর-১০ এর গোলচত্বর ফায়ার সার্ভিস অফিসের সামনে আন্দোলনে অংশ নেন ইরাদ। এদিন দুপুর ৩টার দিকে আসামিদের ছোঁড়া গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। কয়েক দিন চিকিৎসা শেষে তিনি সুস্থ হয়ে উঠেন। এ ঘটনায় গত ৪ ডিসেম্বর মিরপুর থানায় ৮৬ জনকে এজাহারনামীয় আসামি করে হত্যাচেষ্টা মামলা করেন ভুক্তভোগীর বাবা মো.

আব্দুর রাজ্জাক রাজু।

ঢাকা/মামুন/এসবি

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আওয় ম ল গ

এছাড়াও পড়ুন:

তরুণদের উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে, তাহলেই টেকসই উন্নয়ন সম্ভব: অধ্যাপক ইউনূস

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তরুণদের চাকরিপ্রার্থী না হয়ে উদ্যোক্তা হওয়ার আহবান জানিয়েছেন। তিনি তরুণদের উদ্দেশে বলেছেন, তরুণদের চাকরিপ্রার্থী না হয়ে উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। তাহলেই কেবল টেকসই উন্নয়ন সম্ভব।

আজ বৃহস্পতিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক ইয়ং জেনারেশন ফোরামে দেওয়া বক্তব্যে অধ্যাপক ইউনূস এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা মূল বক্তা ছিলেন।

এই প্রজন্মের তরুণদের পৃথিবীর যেকোনো সময়ের তুলনায় সবচেয়ে বেশি শক্তিশালী প্রজন্ম অভিহিত করে অধ্যাপক ইউনূস তাদের শুরুতে বা ক্ষুদ্র পরিসরে ব্যবসা চালু করার পরামর্শ দেন। তিনি বলেন, ‘তুমি একবারে রাতারাতি সবকিছু পরিবর্তন করতে পারবে না। তাই ছোট পরিসরে শুরু করে পরিবর্তনের সূচনা করো।’

তরুণদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, ‘শুরুতে বড় পরিসরে ব্যবসা চালু করা ভুল পথ।’ তিনি সবার জন্য টেকসই উন্নয়ন নিশ্চিত করতে তরুণদের সামাজিক ব্যবসায় যুক্ত হওয়ার আহ্বান জানান।

ব্যাংককে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) শীর্ষ সম্মেলন চলছে। সম্মেলনে বিমসটেকভুক্ত বিভিন্ন দেশের সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।

সম্পর্কিত নিবন্ধ