চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার ম্যাচ মানেই যেন বৃষ্টি। মঙ্গলবার অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। এ নিয়ে চলতি আসরসহ চ্যাম্পিয়ন্স ট্রফির তিন আসরে ৮ ম্যাচ খেলতে নেমে অস্ট্রেলিয়ার ৪ ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে।

বৃষ্টির এই বিঘ্নের কারণে অস্ট্রেলিয়া ২০১৩২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোন ম্যাচ জিততে পারেনি। এবার ইংল্যান্ডের বিপক্ষে ৩৫১ রান তাড়া করে সেমিফাইনালের পথে এগিয়ে গেলেও রাওয়ালপিন্ডির বৃষ্টি টেনে ধরেছে অজিদের।

২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার ম্যাচ পরিত্যক্ত হয়। অস্ট্রেলিয়া ওই ম্যাচে শুরুতে ব্যাট করে ২৪৩ রান করেছিল। নিউজিল্যান্ড ৫১ রানে ২ উইকেট হারানোর পর ম্যাচ আর মাঠে গড়ায়নি। ওই আসরের বাকি দুই ম্যাচে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে হারের স্বাদ পায় অজিরা।

চ্যাম্পিয়ন্স ট্রফির গত  আসর অর্থাৎ ২০১৭ সালের আসরে বৃষ্টি আরও নির্মম আচরণ করেছে অস্ট্রেলিয়ার সঙ্গে। সেবার বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচই পরিত্যক্ত হয়ে যায়।

গ্রুপের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের ২৯২ রানের লক্ষ্যে নেমে ৫৩ রানে ৩ উইকেট হারায় অজিরা। এরপর বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হয়ে যায়। পরের ম্যাচে বাংলাদেশ অজিদের বিপক্ষে মাত্র ১৮২ রান করে। অস্ট্রেলিয়া ১ উইকেটে ৮৩ রান করার পর বৃষ্টি নামলে ম্যাচ পরিত্যক্ত হয়। গ্রুপের অন্য ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে যায় অস্ট্রেলিয়া। বাংলাদেশ এক জয় ও পরিত্যক্ত ম্যাচের এক পয়েন্ট থেকে চলে যায় সেমিফাইনালে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

নিজের রেকর্ড ভাঙতে ফুটবল মাথায় বাইসাইকেলে ২০ কিলোমিটার পাড়ি দিলেন মাগুরার হালিম

মাথার ওপরে ফুটবল, দুই হাত হ্যান্ডেলে। এভাবে এক ব্যক্তি বাইসাইকেল চালাচ্ছেন। সকাল সাড়ে ১০টা থেকে শুরু করে তিনি থামলেন দুপুর ১২টা ১৯ মিনিটে। এ সময়ে ৭১ দশমিক ৯ মিটার ল্যাপে তিনি চক্কর দিলেন ২৮০ বার। যা হিসাব করে দেখা গেল, ওই ব্যক্তি ১ ঘণ্টা ৪৯ মিনিট সময়ে বাইসাইকেল চালিয়েছেন টানা ২০ কিলোমিটারের বেশি দূরত্ব। এর মধ্যে একবারও বল মাথা থেকে পড়েনি, তিনি হাত দিয়েও নিয়ন্ত্রণ করেননি।

মাগুরা ইনডোর স্টেডিয়ামে শনিবার সকালে এই চিত্র দেখা গেল। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখাতে এই কসরত দেখালেন মাগুরার শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের আবদুল হালিম (৪৯)। মাথার ওপর ফুটবল রেখে ঘণ্টার পর ঘণ্টা হাঁটা, বাইসাইকেল চালানো বা স্কেটিং করা তাঁর কাছে যেন কোনো ব্যাপারই নয়। ফুটবল নিয়ে যিনি অর্ধশতাধিক আকর্ষণীয় খেলা দেখাতে পারেন। এমন ফুটবল কসরত করেই ২০১২, ২০১৬ ও ২০১৭ সালে তিনটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন তিনি।

আবদুল হালিম বলেন, ‘ছোটবেলায় এক গোলকিপারের বলের ওপর নিয়ন্ত্রণ দেখে এতে আগ্রহী হই। আজ প্রায় ৩৩ বছর ফুটবল নিয়ে নানা খেলা শিখেছি, প্রদর্শন করেছি। এটাই আমার পেশা। এটা করতে গিয়ে অন্য কোনো কাজ আর শেখা হয়নি।’

নিজেই ভাঙছেন নিজের রেকর্ড

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী, ‘দ্য গ্রেটেস্ট ডিসট্যান্স ট্রাভেল্ড অন এ বাইসাইকেল ব্যালান্সিং এ ফুটবল অন দ্য হেড’ বা মাথায় ফুটবল রেখে সাইকেল চালিয়ে সবচেয়ে বেশি দূর যাওয়ার রেকর্ডের মালিক আবদুল হালিম। ২০১৭ সালের ৮ জুন ঢাকায় এই রেকর্ড গড়েন তিনি। তখন ১ ঘণ্টা ১৯ মিনিটে মাথায় বল নিয়ে ১৩ দশমিক ৭৪ কিলোমিটার সাইকেল চালিয়েছিলেন তিনি। সাত বছরের বেশি সময় রেকর্ডটি তাঁর দখলেই রয়েছে।

এবার নিজেই নিজের রেকর্ড ভাঙতে চলেছেন তিনি। শনিবার আবদুল হালিম চালিয়েছেন ২০ দশমিক ৬ কিলোমিটার পথ। রেকর্ড স্থাপনের জন্য গিনেসের কিছু নিয়ম আছে। সে নিয়ম অনুযায়ী স্থানীয় পর্যায়ে একটি কমিটির সামনে মাগুরা ইনডোর স্টেডিয়ামে ফুটবল মাথায় নিয়ে সাইকেল চালান হালিম। যার ভিডিও ধারণ করা হয়। এই ভিডিও ফুটেজ ও প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করে গিনেস কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। সেগুলো যাচাই–বাছাই শেষে মিলবে স্বীকৃতি।

১ ঘণ্টা ৪৯ মিনিট মাথায় বল নিয়ে টানা ২০ কিলোমিটারের বেশি সাইকেল চালিয়েছিলেন আবদুল হালিম। শনিবার মাগুরা ইনডোর স্টেডিয়ামে

সম্পর্কিত নিবন্ধ

  • চ্যাম্পিয়ন্স ট্রফির বৃষ্টি অপয়া অস্ট্রেলিয়া
  • চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়া মানেই যেন বৃষ্টি
  • ১৬ বছরেও শেষ হয়নি বিস্ফোরক মামলার বিচার
  • পুতিন টেস্ট খেলছেন, আমরা টি২০
  • ১৭তম বিজেএস পরীক্ষায় প্রথম ববি শিক্ষার্থী সাদিয়া
  • সহকারী জজ নিয়োগ পরীক্ষায় দেশসেরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের হালিমাতুস সাদিয়া
  • নিজের রেকর্ড ভাঙতে ফুটবল মাথায় বাইসাইকেলে ২০ কিলোমিটার পাড়ি দিলেন মাগুরার হালিম
  • হাইভোল্টেজ ম্যাচে ভারতকে ফিল্ডিংয়ে পাঠাল পাকিস্তান