সংসদের দক্ষিণ প্লাজায় আব্দুল্লাহ আল নোমানের জানাজা অনুষ্ঠিত
Published: 25th, February 2025 GMT
বায়তুল মোকাররমের দক্ষিণ প্লাজায় বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় এ জানাজা অনুষ্ঠিত হয়।বাদ আসর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে।
প্রথম জানাজায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান আবদুস সালাম পিন্টু, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু প্রমুখ।
আরো পড়ুন:
অন্তর্বর্তী সরকার নিয়ে জনগণের মনে প্রশ্ন দেখা দিয়েছে: তারেক রহমান
আ.
উল্লেখ্য, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোর ৬টায় আব্দুল্লাহ আল নোমান হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা জানান, বাসাতেই তার মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি স্ত্রী এক ছেলে, এক মেয়ে নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বাম ঘরনার রাজনীতি থেকে গত শতাব্দীর ৯০ দশকে বিএনপিতে যোগ দেন আব্দুল্লাহ আল নোমান। প্রখ্যাত এই শ্রমিক নেতা দীর্ঘ রাজনীতৈকি জীবনে বিএনপির যুগ্ম মহাসচিব ও ভাইস চেয়ারম্যান পদে দায়ত্ব পালন করনে। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন।
আব্দুল্লাহ আল নোমান ১৯৯১ সালে চট্টগ্রাম-৯ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে বিএনপির প্রার্থী হিসেবে চট্টগ্রাম-৯ আসন থেকে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। নির্বাচনে বিজয়ী হওয়ার পর তিনি খালেদা জিয়ার মন্ত্রিসভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আফসারুল আমিনের কাছে হেরে যান।
ঢাকা/আসাদ/সাইফ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ অন ষ ঠ ত ব এনপ র
এছাড়াও পড়ুন:
শেষ হলো নজরুল উৎসব
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে আয়োজিত দুই দিনের ‘নজরুল উৎসব ২০২৫’ শেষ হয়েছে। মঙ্গলবার রাতে উৎসবের সমাপনী আয়োজনে ছায়ানট সংস্কৃতি ভবনে গান, আবৃত্তি ও নাটকে নজরুলকে স্মরণ করেছেন শিল্পীরা। উৎসব আয়োজন করেছে বাংলাদেশ নজরুলসংগীত সংস্থা।
সমাপনী আয়োজনে বক্তব্য দেন নজরুলসংগীত সংস্থার সাধারণ সম্পাদক খায়রুল আনাম শাকিল ও ছায়ানটের নির্বাহী সভাপতি সারওয়ার আলী। কাজী নজরুল ইসলামের লেটো নাটক স্বামী-স্ত্রীর ঝগড়া পরিবেশন করে বহর নাট্যনৃত্য দল। নাটকটি প্রযোজনা করেছে বাঁশরী। এরপর বিজন মিস্ত্রি, প্রিয়াঙ্কা ভট্টাচার্য্য, মৃদুলা সমাদ্দারসহ আরও অনেকে নজরুলের একক গান পরিবেশন করেন। নজরুলের কবিতা আবৃত্তি করেছেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়। ঋষভ সাহার কণ্ঠে ‘বরষা ওই এলো বরষা’ দিয়ে শেষ হয় অনুষ্ঠান।
উৎসবটি শুরু হয়েছিল গত সোমবার। উদ্বোধন করেন নজরুলসংগীত সংস্থার সভাপতি শিল্পী ইয়াকুব আলী খান। অতিথি হিসেবে বক্তব্য দেন নজরুলসংগীত সংস্থার সাধারণ সম্পাদক খায়রুল আনাম শাকিল ও প্রাবন্ধিক মফিদুল হক। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন নির্মাতা কৌশিক শংকর দাশ।
উদ্বোধনী আয়োজনে গান গেয়ে শোনান অভিজিত কুণ্ডু, প্রিয়াঙ্কা গোপ, মনিষ সরকার, মৌমিতা হক, মোহিত খান। নৃত্যালেখ্য জাগে জ্যোতির্ময় পরিবেশন করে ধৃতি নর্তনালয়। নৃত্য পরিচালনা করেছেন ওয়ার্দা রিহাব।
আরও পড়ুনগান-নৃত্যে নজরুল উৎসব শুরু২৪ ফেব্রুয়ারি ২০২৫