ছাত্রলীগ নেতাকে শ্বশুর বাড়িতে গণধোলাই
Published: 25th, February 2025 GMT
জয়পুরহাটে শ্বশুর বাড়িতে আত্মগোপনে থাকা কালাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক তৌফিকুল ইসলাম তৌহিদকে উত্তেজিত জনতা গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে। গতকাল সোমবার রাতে উপজেলার বিয়ালা এলাকায় এ ঘটনা ঘটে।
ছাত্রলীগ নেতা তৌহিদ কালাই পৌরশহরের পূর্বপাড়া মহল্লার মো. মাহতাব হোসেনের ছেলে। আজ মঙ্গলবার সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
স্থানীয়রা জানান, মাত্রাই ইউনিয়নের বিয়ালা বাজারে শ্বশুর ফজলে এলাহি তোতার বাড়িতে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন তৌফিকুল ইসলাম তৌহিদ। বিষয়টি স্থানীয় জনতা জানতে পেরে সোমবার রাতে তাকে ধরে গণধোলাই দেয়। পরে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি বলেন, তৌহিদের নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তিনি জয়পুরহাট ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। সুস্থ হলে তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হবে।
উৎস: Samakal
কীওয়ার্ড: গণধ ল ই
এছাড়াও পড়ুন:
বার কাউন্সিলের পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ছড়ানোর অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার
দেশের আইনজীবীদের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেটশিপ তালিকাভুক্তির আজ শুক্রবারের এমসিকিউ পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ছড়ানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর মহাখালী থেকে মিজানুর রহমান নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি-দক্ষিণ)।
ডিএমপির ডিবির (দক্ষিণ) যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন।
ডিবির এই কর্মকর্তা বলেন, ভুয়া প্রশ্নপত্র ছড়ানোর বিষয়ে বার কাউন্সিলের পক্ষ থেকে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়। পরে গতকাল রাতে মহাখালী এলাকায় অভিযান চালিয়ে মিজানুরকে আটক করে ডিবি।
বাংলাদেশ বার কাউন্সিলের এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুয়া প্রশ্নপত্র ছড়ানোর অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
ডিএমপির ডিবির (দক্ষিণ) যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, মিজানুরকে ইতিমধ্যে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।