সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

শিলাবৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের কারণে আফগানিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় দুটি প্রদেশে অন্তত ২৯ জনের প্রাণহানি ঘটেছে।

মঙ্গলবার (২৫ফেব্রুয়ারি) দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

দেশটির পশ্চিম ফারাহ প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান মোহাম্মদ ইসরায়েল সায়ার বলেছেন, শিলাবৃষ্টি ও ভারী বর্ষণের কারণে প্রদেশের বিভিন্ন স্থানে অন্তত ২১ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া এতে আরও ছয়জন আহত হয়েছেন।

এছাড়া কান্দাহার প্রদেশের স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রদেশের কয়েকটি স্থানে ভারী বর্ষণের কারণে কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

সূত্র: এএফপি।

বিএইচ

.

উৎস: SunBD 24

এছাড়াও পড়ুন:

শ্যালামে থেকে ডেমি মুর, স্যাগ অ্যাওয়ার্ডসে পুরস্কার জিতলেন কারা

এডওয়ার্ড বার্গারের রাজনৈতিক থ্রিলার সিনেমা ‘কনক্লেভ’ গত বছরের অক্টোবরে প্রেক্ষাগৃহে মুক্তির পর প্রশংসিত হয়। সমালোচকদের প্রশংসার পাশাপাশি চলতি বছর পুরস্কার অনুষ্ঠানেও বড় পুরস্কার বাগিয়েছে সিনেমাটি। আগামী সপ্তাহে অনুষ্ঠেয় অস্কারেও পেয়েছে ছয় মনোনয়ন। তার আগে গতকাল রোববার রাতে অনুষ্ঠিত স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডসে (স্যাগ) সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কার বাগিয়েছে সিনেমাটি। খবর এএফপির

স্যাগের সবচেয়ে বড় পুরস্কার ‘আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স বাই আ ক্যাস্ট ইন আ মোশন পিকচার’ জিতেছে ‘কনক্লেভ’। এএফপি

সম্পর্কিত নিবন্ধ

  • শ্যালামে থেকে ডেমি মুর, স্যাগ অ্যাওয়ার্ডসে পুরস্কার জিতলেন কারা