আফগানিস্তানে শিলাবৃষ্টি-ভারী বর্ষণে নিহত ২৯
Published: 25th, February 2025 GMT
সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শিলাবৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের কারণে আফগানিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় দুটি প্রদেশে অন্তত ২৯ জনের প্রাণহানি ঘটেছে।
মঙ্গলবার (২৫ফেব্রুয়ারি) দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
দেশটির পশ্চিম ফারাহ প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান মোহাম্মদ ইসরায়েল সায়ার বলেছেন, শিলাবৃষ্টি ও ভারী বর্ষণের কারণে প্রদেশের বিভিন্ন স্থানে অন্তত ২১ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া এতে আরও ছয়জন আহত হয়েছেন।
এছাড়া কান্দাহার প্রদেশের স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রদেশের কয়েকটি স্থানে ভারী বর্ষণের কারণে কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
সূত্র: এএফপি।
বিএইচ
.উৎস: SunBD 24
এছাড়াও পড়ুন:
রংপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২
রংপুরের বদরগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। মঙ্গলবার (১ এপ্রিল) বিকেল ৩টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ট্যাক্সেরহাট এসোড অফিস সংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার মধুপুর ইউনিয়নের পাকারমাথা ধনতলা গ্রামের ইব্রাহিমের ছেলে আশিক ও রাধানগর বালাপাড়া এলাকার মমিনুল ইসলামের ছেলে নাঈম। আহতরা হলেন- রিপন ও লিপ্ত।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুই মোটরসাইকেলে চার আরোহী ছিলেন। তার গতির প্রতিযোগিতা করতে গিয়ে একটি ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে নেওয়ার পরে একজন মারা যান।
বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, ‘‘মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে নেওয়ার পরে একজনের মৃত্যু হয়। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’’
ঢাকা/আমিরুল/রাজীব