প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি শক্ত হাতে সরকার পরিচালনা করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সারাবিশ্বে আপনার সুনাম আছে। আশা করব, সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রেখে দ্রুত ন্যূনতম সংস্কার সম্পন্ন করে নির্বাচনের দিকে এগিয়ে যাবেন। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মধ্য দিয়ে দেশে স্থিতিশীলতা, শান্তি এবং ভবিষ্যতের জন্য সমৃদ্ধি নিশ্চিত করবেন, এটাই প্রত্যাশা করি। 

বিএনপির উদ্যোগে মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে পিলখানায় শহীদ সেনা কর্মকর্তাদের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মির্জা ফখরুল বলেন, ‘আমরা নাকি শুধু নির্বাচন, নির্বাচন করছি, আমরা সংস্কার করতে চাই না– এত বড় মিথ্যা প্রচারণা তারা বিভিন্নভাবে চালাচ্ছে। কয়েকজন মানুষ, কয়েকটি গোষ্ঠী বিএনপিকে টার্গেট করেছে। মিথ্যা ও অপপ্রচার দিয়ে তারা বিএনপিকে হেয় করতে চায়। এসব কাদা ছোড়াছুড়ি বন্ধ করে সবাই ঐক্যবদ্ধ থাকুন। যাতে একটা গণতান্ত্রিক জায়গায় পৌঁছাতে পারি।’ 

তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে দেশকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়েছে। কিন্তু সেটাকে আবার ধ্বংস করার চক্রান্ত চলছে। শেখ হাসিনা ভারতে বসে পরিকল্পনা ও চক্রান্ত করছেন, কী করে এই গণঅভ্যুত্থানের বিজয়কে নস্যাৎ করে দেওয়া যায়। সেই চক্রান্তে একটা অস্থির অবস্থা সৃষ্টি করা হচ্ছে।   

২৫ ফেব্রুয়ারিকে কালো দিন উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ২০০৯ সালের এই দিনে স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দূর্বল করে দেয়ার জন্য দেশের শক্ররা পরিকল্পিতভাবে বিদ্রোহ ঘটিয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর পরই অত্যন্ত পরিকল্পনার সঙ্গে বাংলাদেশের শক্রদের সঙ্গে যোগসাজস করে এই বিদ্রোহ ঘটানো হয়েছে। এই দিনে দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রায় ৫৭ জন কর্মকর্তাকে তারা হত্যা করেছে। সেদিন রাষ্ট্রের দায়িত্বে থেকে শেখ হাসিনা কি ভূমিকা পালন করেছেন, সেদিন সেনা বাহিনী প্রধান কি ভূমিকা পালন করেছেন? জাতির দুঃসময়ে সেনা বাহিনীর এগিয়ে আসা এবং তাদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, আজ বাংলাদেশ সেনা বাহিনী আমাদের শক্তি। জাতির দুঃসময়ে তারা এগিয়ে আসেন। ২৪-এর গণঅভ্যুত্থানের মধ্যে সেনা বাহিনী দেশপ্রেমিক ভূমিকা পালন করেছে। 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.

) হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় দলের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম প্রমুখ বক্তব্য দেন। 

এর আগে সকালে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষ্যে বনানীতে সামরিক কবরস্থানে  পিলখানায় শহীদ সামরিক কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশে পুষ্পস্তবক অর্পণ করেন মির্জা ফখরুল। 

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দুইদিন ধরে পিলখানায় হত্যাযজ্ঞ চালানো হয়। আওয়ামী লীগ অত্যন্ত পরিকল্পিতভাবে ঘটনাগুলো ঘটতে সহায়তা করেছে।

উৎস: Samakal

কীওয়ার্ড: র জন ত ম র জ ফখর ল ইসল ম আলমগ র ব এনপ ফখর ল

এছাড়াও পড়ুন:

ভাসানী-বঙ্গবন্ধুর আ’লীগ ক্রোনি ক্যাপিটালিস্টের হলো যেভাবে

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর দেশে রাষ্ট্রীয় সংস্কারের পাশাপাশি রাজনৈতিক সংস্কার নিয়েও জোরেশোরে কথাবার্তা চলেছে। অবশ্য রাষ্ট্রীয় সংস্কারের আলোচনা যতটা জোর পাচ্ছে, রাজনৈতিক দলগুলোর সংস্কারের কথা ততটা পাচ্ছে না। আবার সেই রাজনৈতিক সংস্কারের আলোচনায় দেড় দশক ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের প্রসঙ্গ আসছে আরও কম। বরং আলোচনাটা দাঁড়িয়েছে, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলটি অংশ নিতে পারবে কিনা। 

দেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের এমন করুণ পরিণতি হলো কেন? আমার ধারণা, গণমানুষের নেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগে যখন থেকে শেখ হাসিনা নব্য ধনীদের যুক্ত করতে শুরু করেছেন, তখন থেকেই দলটির এমন করুণ পরিণতির ভিত রচনা হয়েছিল। বস্তুত, বিস্ময়করভাবে, মওলানা ভাসানী ও বঙ্গবন্ধুর আওয়ামী লীগকে শেখ হাসিনা রীতিমতো ক্রোনি ক্যাপিটালিজমের লীলাক্ষেত্রে পরিণত করেছিলেন।

আমরা জানি, ১৯৪৯ সালের ২৩ জুন আবদুল হামিদ খান ভাসানীকে সভাপতি এবং শামসুল হককে সাধারণ সম্পাদক করে গঠিত হয়েছিল আওয়ামী লীগ। তখন কারাবন্দি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে করা হয়েছিল যুগ্ম সম্পাদক। পরে শামসুল হক অপ্রকৃতিস্থ হয়ে যাওয়ায় বঙ্গবন্ধু দলের সাধারণ সম্পাদক হিসেবে হাল ধরেন। মওলানা ভাসানী আওয়ামী লীগ ত্যাগ করার পর ১৯৫৭ সালে সভাপতি হন মওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ। ১৯৬৬ সালে সভাপতি হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জন্মলগ্ন থেকে এই তিন সভাপতির নেতৃত্বেই আওয়ামী লীগ এ দেশের শ্রমজীবী কৃষক-শ্রমিক ও জনগণের রাজনৈতিক দল হিসেবে গড়ে উঠেছিল। 

বিশেষত ১৯৬৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছয় দফা ঘোষণার পথ ধরে আওয়ামী লীগ পরিণত হয়েছিল তদানীন্তন পূর্ব পাকিস্তানের জনগণের সর্ববৃহৎ রাজনৈতিক প্ল্যাটফর্মে। ১৯৭০ সালের নির্বাচনে এসেছিল ভূমিধস বিজয়। একাত্তরের ২৬ মার্চ সশস্ত্র মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমদের নেতৃত্বাধীন সরকার যে আনুষ্ঠানিক ঘোষণাপত্র দিয়েছিল, সেখানে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের তিনটি মূলনীতি ঘোষিত হয়েছিল: সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার। তিন মূলনীতির মধ্যে রয়েছে সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন। এর ভিত্তিতে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের বিজয়লগ্নে যাত্রা শুরু হয়েছিল মুক্তিযুদ্ধে বিজয়ী স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের এবং তৎকালীন আওয়ামী লীগ সরকারের।

স্বাধীন দেশে এসে আওয়ামী লীগের মতো গণমানুষের শক্তিতে বলীয়ান একটি রাজনৈতিক দল কীভাবে গণমানুষের আশা-আকাঙ্ক্ষা থেকে সরে গেল? জনমানুষের রাজনৈতিক দল আওয়ামী লীগ কীভাবে ধীরে ধীরে ক্রোনি ক্যাপিটালিজম বা লুটেরা পুঁজিবাদ, ক্লেপ্টোক্রেসি বা চৌর্যতন্ত্র এবং নব্যধনী নিয়ন্ত্রিত শাসকগোষ্ঠী বা অলিগার্কিতে রূপান্তরিত হলো? এর দায় প্রায় সাড়ে চার দশক ধরে দলটির সভাপতি শেখ হাসিনাকে নিতে হবে।

এটা ঠিক, ১৯৭৫ সালে সপরিবার বঙ্গবন্ধু হত্যার পরও ১৯৮১ সালে আওয়ামী লীগের সভাপতি হিসেবে ভারত থেকে বাংলাদেশে ফেরত আসার পর বিপদসংকুল দেড় দশকে ১৯৯৬ সালে তিনি আওয়ামী লীগকে আবার ক্ষমতাসীন করায় সফল হন। ১৯৯৬ সালের নির্বাচনে আওয়ামী লীগ সবচেয়ে বেশি আসনে জয়ী হলেও ক্ষীণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ২০০১ সাল পর্যন্ত হাসিনাকে শাসন চালাতে হওয়ায় তাঁর একনায়কতান্ত্রিক মানসিকতা জনগণের কাছে ধরা পড়েনি। বরং ১৯৯৬-২০০১ মেয়াদের আওয়ামী লীগ সরকারের দুর্নীতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পরিচালিত ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী বিপর্যয় ডেকে আনে। কিন্তু ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট ভূমিধস বিজয় অর্জন করায় হাসিনা আজীবন ক্ষমতা কুক্ষিগত করার সর্বনাশা পথে পা বাড়ান।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীনের পুত্র সোহেল তাজ অভিযোগ করেছেন, ২০০৯ সালে হাসিনা বলেছিলেন, “বিএনপি অনেক টাকা কামিয়েছে। এখন আমাদের দু’হাতে টাকা বানাতে হবে।” গত সাড়ে পনেরো বছরে আওয়ামী লীগের শাসনামলে দেশে দুর্নীতি, পুঁজি লুণ্ঠন ও পুঁজি পাচারের মহোৎসব বোঝার জন্য অবশ্য সোহেল তাজের সাক্ষ্য প্রয়োজন পড়ে না। এই পুঁজি লুণ্ঠনের কেন্দ্রে ছিল শেখ হাসিনার পরিবার ও আত্মীয়স্বজন, বিভিন্ন লুটেরা অলিগার্ক ব্যবসায়ী, লুটেরা রাজনীতিবিদ ও দুর্নীতিবাজ আমলা। আওয়ামী লীগের অধিকাংশ মন্ত্রী, সংসদ সদস্য ও উচ্চস্তরের নেতাকর্মী কোনো না কোনোভাবে দুর্নীতি, পুঁজি লুণ্ঠন ও পুঁজি পাচারে জড়িয়ে গিয়েছিল।

ভাসানী ও বঙ্গবন্ধুর আওয়ামী লীগকে হাসিনা দুর্নীতি, বেধড়ক পুঁজি লুণ্ঠন ও পুঁজি পাচারের লীলাক্ষেত্রে কীভাবে পর্যবসিত করলেন? দেখা যায়, ২০১৮ সালের ডিসেম্বরের রাতের ভোটের প্রহসনের মাধ্যমে সংসদে আসা সদস্যদের ৬১.৭ শতাংশ ছিল ব্যবসায়ী। ব্যবসায়ীদের রাজনীতিতে আসা বেআইনি নয়, দোষণীয় নয়; কিন্তু দেখতে হবে তারা সৎপথে অর্থ উপার্জন করেছে কিনা এবং বিপুল অর্থ নির্বাচন প্রভাবিত করতে ব্যবহৃত হচ্ছে কিনা। বলা বাহুল্য, কিছু ব্যতিক্রম বাদ দিলে উভয়টিই ঘটেছিল। এমনকি ২০১৯ সালে অতীতের সব রেকর্ড ভঙ্গ করে দেশের অর্থমন্ত্রীর চেয়ারে বসানো হয়েছিল একজন অলিগার্ককে। 

২০২৪ সালের আগস্টে ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে গঠিত ১২ সদস্যের শ্বেতপত্র প্রণয়ন কমিটির গবেষণায় উঠে এসেছে, শেখ হাসিনার সাড়ে পনেরো বছরের লুটপাটতন্ত্রের মাধ্যমে প্রতিবছর গড়ে ১৬ বিলিয়ন ডলার হিসাবে মোট ২৩৪ বিলিয়ন ডলার লুণ্ঠিত ও বিদেশে পাচার হয়ে গেছে। সবচেয়ে বেশি লুণ্ঠনের শিকার হয়েছে ব্যাংকিং ও ফিন্যান্সিয়াল খাত, তারপর জ্বালানি ও বিদ্যুৎ খাত, তারপর ভৌত অবকাঠামো খাত এবং এরপর তথ্যপ্রযুক্তি খাত। সংযুক্ত আরব আমিরাত, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, মালয়েশিয়া, হংকং, ভারত এবং কয়েকটি ‘ট্যাক্স হেভেন’ সবচেয়ে বেশি অর্থ পাচারের সুবিধাভোগী হিসেবে চিহ্নিত হয়েছে।

শেখ হাসিনা কীভাবে জনগণের রাজনৈতিক দল আওয়ামী লীগকে এ রকম ক্রোনি ক্যাপিটালিজমের লুটপাটের লীলাক্ষেত্রে পরিণত করতে পারলেন? আসলে ২০০৯ সালে ক্ষমতাসীন হওয়ার পর ক্রমেই হাসিনা নিজেকে অপ্রতিদ্বন্দ্বী আসনে অধিষ্ঠিত করে ফেলেছিলেন। যেন তিনিই সবজান্তা, সব সিদ্ধান্ত তাঁরই, অন্য কারও ভিন্নমত প্রকাশের অধিকার নেই। আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের একে একে তিনি ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে ছুড়ে ফেলে দিয়েছিলেন। কোনো মন্ত্রী, সংসদ সদস্য কিংবা আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা দলের নীতিনির্ধারণী অবস্থানে ছিলেন না। প্রয়াত মতিয়া চৌধুরী, আসাদুজ্জামান নূর, সাবের হোসেন চৌধুরী, সিমিন হোসেন রিমি, ডা. সেলিনা হায়াত আইভী, এম. এ. মান্নানের মতো নেতারা ব্যক্তিগতভাবে দুর্নীতি না করলেও দলীয় দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে সক্ষম হননি। 

শেখ হাসিনার আওয়ামী লীগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে রাজনীতি করে আসা রাজনীতিকদেরও স্থান ছিল না; থাকলেও নীতিনির্ধারণে কোনো ভূমিকা ছিল না। ড. কামাল হোসেন বা ব্যারিস্টার আমীর-উল ইসলামের মতো মহিরুহকে আওয়ামী লীগ থেকে নব্বই দশকেই উৎপাটিত করা হয়েছিল। তোফায়েল আহমেদের মতো নেতা দলে থাকলেও কোণঠাসা অবস্থানে চলে গিয়েছিলেন। ২০১৮ সালের পর প্রায় সব জ্যেষ্ঠ নেতাকে ক্ষমতার কেন্দ্র থেকে নির্বাসনে পাঠানো হয়েছিল। 
২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা থেকে উৎখাত হওয়ার পর কমপক্ষে আগামী এক দশক আওয়ামী লীগের পক্ষে যে ঘুরে দাঁড়ানো কঠিন, এটি সবাই বোঝে। একটি গণমুখী রাজনৈতিক দলের এমন গণধিকৃত অবস্থান!
                                                               
অধ্যাপক ড. মইনুল ইসলাম: একুশে পদকপ্রাপ্ত অর্থনীতিবিদ; সাবেক সভাপতি, বাংলাদেশ অর্থনীতি সমিতি

সম্পর্কিত নিবন্ধ