প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি শক্ত হাতে সরকার পরিচালনা করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সারাবিশ্বে আপনার সুনাম আছে। আশা করব, সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রেখে দ্রুত ন্যূনতম সংস্কার সম্পন্ন করে নির্বাচনের দিকে এগিয়ে যাবেন। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মধ্য দিয়ে দেশে স্থিতিশীলতা, শান্তি এবং ভবিষ্যতের জন্য সমৃদ্ধি নিশ্চিত করবেন, এটাই প্রত্যাশা করি। 

বিএনপির উদ্যোগে মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে পিলখানায় শহীদ সেনা কর্মকর্তাদের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মির্জা ফখরুল বলেন, ‘আমরা নাকি শুধু নির্বাচন, নির্বাচন করছি, আমরা সংস্কার করতে চাই না– এত বড় মিথ্যা প্রচারণা তারা বিভিন্নভাবে চালাচ্ছে। কয়েকজন মানুষ, কয়েকটি গোষ্ঠী বিএনপিকে টার্গেট করেছে। মিথ্যা ও অপপ্রচার দিয়ে তারা বিএনপিকে হেয় করতে চায়। এসব কাদা ছোড়াছুড়ি বন্ধ করে সবাই ঐক্যবদ্ধ থাকুন। যাতে একটা গণতান্ত্রিক জায়গায় পৌঁছাতে পারি।’ 

তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে দেশকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়েছে। কিন্তু সেটাকে আবার ধ্বংস করার চক্রান্ত চলছে। শেখ হাসিনা ভারতে বসে পরিকল্পনা ও চক্রান্ত করছেন, কী করে এই গণঅভ্যুত্থানের বিজয়কে নস্যাৎ করে দেওয়া যায়। সেই চক্রান্তে একটা অস্থির অবস্থা সৃষ্টি করা হচ্ছে।   

২৫ ফেব্রুয়ারিকে কালো দিন উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ২০০৯ সালের এই দিনে স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দূর্বল করে দেয়ার জন্য দেশের শক্ররা পরিকল্পিতভাবে বিদ্রোহ ঘটিয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর পরই অত্যন্ত পরিকল্পনার সঙ্গে বাংলাদেশের শক্রদের সঙ্গে যোগসাজস করে এই বিদ্রোহ ঘটানো হয়েছে। এই দিনে দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রায় ৫৭ জন কর্মকর্তাকে তারা হত্যা করেছে। সেদিন রাষ্ট্রের দায়িত্বে থেকে শেখ হাসিনা কি ভূমিকা পালন করেছেন, সেদিন সেনা বাহিনী প্রধান কি ভূমিকা পালন করেছেন? জাতির দুঃসময়ে সেনা বাহিনীর এগিয়ে আসা এবং তাদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, আজ বাংলাদেশ সেনা বাহিনী আমাদের শক্তি। জাতির দুঃসময়ে তারা এগিয়ে আসেন। ২৪-এর গণঅভ্যুত্থানের মধ্যে সেনা বাহিনী দেশপ্রেমিক ভূমিকা পালন করেছে। 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.

) হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় দলের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম প্রমুখ বক্তব্য দেন। 

এর আগে সকালে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষ্যে বনানীতে সামরিক কবরস্থানে  পিলখানায় শহীদ সামরিক কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশে পুষ্পস্তবক অর্পণ করেন মির্জা ফখরুল। 

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দুইদিন ধরে পিলখানায় হত্যাযজ্ঞ চালানো হয়। আওয়ামী লীগ অত্যন্ত পরিকল্পিতভাবে ঘটনাগুলো ঘটতে সহায়তা করেছে।

উৎস: Samakal

কীওয়ার্ড: র জন ত ম র জ ফখর ল ইসল ম আলমগ র ব এনপ ফখর ল

এছাড়াও পড়ুন:

দুই মাধ্যমে বুবলী

কয়েক বছর ধরেই ঈদ উৎসবে নিয়মিত শবনম বুবলী। গেলো ঈদেও মুক্তি পেয়েছে তাঁর একাধিক সিনেমা। এবার ঈদে তাঁর দুটি মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত পিছিয়েছে গেছে ‘পিনিক’। তবে ঈদে বুবলীর ‘ডাবল’ মিস হচ্ছে না। অভিনেত্রীর আরেকটি সিনেমা ‘ছায়া’ সরাসরি মুক্তি পাচ্ছে ওটিটিতে।

নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে ওয়াজেদ আলী নির্মাণ করেছেন ‘ছায়া’। ২০২৩ সালে শুটিং হওয়া সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত মুক্তি পাচ্ছে ওয়েব ফিল্ম হিসেবে।

সিনেমাটি নিয়ে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নির্মাতা বলেন, ‘শিশুদের গল্প নিয়ে আমাদের দেশে খুব একটা কাজ হয় না। কিন্তু আপনি বিদেশি ইন্ডাস্ট্রিগুলোর দিকে খেয়াল করলে দেখবেন, প্রতিবছর শিশুদের নিয়ে নানা রকম সিনেমা নির্মাণ করা হয়। আমাদের দেশে এই প্র্যাকটিস নেই বললেই চলে। সেই ধারণা থেকে বের হতে ছায়া সিনেমাটি নির্মাণের সিদ্ধান্ত নিই।’

‘ছায়া’ সিনেমায় দুই শিশুশিল্পী ও বুবলী ছাড়াও আছেন পল্লব, আসিফ নূর প্রমুখ। ঈদের দিন আইস্ক্রিনে মুক্তি পাবে সিনেমাটি।

সম্পর্কিত নিবন্ধ