সরকারের ৯ মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে। তাদের মধ্যে দুজন সচিব নতুন দপ্তর পেয়েছেন। বাকি ৭ জন অতিরিক্ত সচিব থেকে পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের দুটি পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আলেয়া আক্তার পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব হয়েছেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো.

কামাল উদ্দিন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পেয়েছেন। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের চেয়ারম্যান (গ্রেড-১) মো. তাজুল ইসলামকে সচিব করে পাঠানো হয়েছে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে। যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের কার্যালয়ের নিবন্ধক (অতিরিক্ত সচিব) মো. মিজানুর রহমানকে দেওয়া হয়েছে জাতীয় সংসদ সচিবালয়ের সচিবের দায়িত্ব। ঢাকা ম্যাস র্যা পিড ট্র্যানজিট ডেভেলপমেন্ট প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক মোহাম্মদ আবদুর রউফ পেয়েছেন সেতু বিভাগের সচিবের দায়িত্ব। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জাহেদা পারভীনকে একই বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) করা হয়েছে। আর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব মাহবুবুর রহমান এখন থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের চেয়ারে বসবেন।

দুজন সচিবের দপ্তর বদল: মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মাহমুদুল হোসাইন খানকে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে সদস্য করে। আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সচিব) মো. মোস্তাফিজুর রহমানকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। এর আগে ২৩ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান সাংবাদিকদের জানিয়েছিলেন, দু-এক দিনের মধ্যে নয়জনকে সচিব পদে শূন্য থাকা মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন করা হবে। 

ওই দিন তিনি সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিলেন, চারটি সুপিরিয়র সিলেকশন বোর্ডের সভায় সচিব পদের জন্য ১২ জনকে নির্বাচন করা হয়েছে। তাঁরা অধিকাংশই যোগ্য ও বঞ্চিত। তাঁদের মধ্যে কেউ চুক্তিতে নন। চাকরিতে কর্মরত ব্যক্তিদের মধ্য থেকেই সচিব করা হচ্ছে।

উৎস: Samakal

কীওয়ার্ড: র রহম ন

এছাড়াও পড়ুন:

খোঁজখবর

লা রিভের ঈদ কালেকশন   
মুভমেন্ট শিরোনামে ঈদের দারুণ একটি কালেকশন চালু করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র‌্যান্ড ‘লা রিভ’। ব্র‌্যান্ডটির এক্সক্লুসিভ লেভেল নার্গিসাসেও যুক্ত হয়েছে অভিজাত পার্টি পোশাকের নজরকাড়া সব ডিজাইন। পুরো পরিবারের সবার জন্য ম্যাচিং ফ্যামিলি কম্বো, বাবা-মা, মা-মেয়ের ম্যাচিং মিনি-মি ডিজাইন থেকে শুরু করে নারী, পুরুষ, টিনএজ, কিড ও নিউ বর্ন– সবার জন্যই ঈদের সবচেয়ে ট্রেন্ডি স্টাইল যোগ হয়েছে ঈদ কালেকশনে। লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস বলেন, “ঈদের আনন্দ দ্বিগুণ হয়ে ওঠে, যখন তা পরিবার ও প্রিয়জনের সঙ্গে শেয়ার করা হয়। এই ঈদে পরিবার ও প্রিয় সম্পর্কের সঙ্গে যুক্ত থাকতে আপনার সব পদক্ষেপে ইতিবাচকতা যোগ করবে লা রিভের ঈদ কালেকশন ২০২৫। লা রিভ ঈদ কালেকশন এরই মধ্যে পৌঁছে গেছে ঢাকাসহ, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, খুলনা ও সিলেটের সব স্টোরে। ঘরে বসেই ঈদ শপিং করতে ভিজিট করুন লা রিভের অনলাইন পোর্টালে অথবা ডাউনলোড করুন লা রিভ অ্যাপ। এ ছাড়া মেসেঞ্জারেও অর্ডার করতে পারেন। 

 

নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
দেশের ৩০০ নারী উদ্যোক্তা এশিয়ান ব্রাইডাল মাস্টার ক্লাসে প্রশিক্ষণ নিয়েছেন। সম্প্রতি রাজধানীর বারিধারায় ইন্ট্রাকো কনভেনশন হলে জমকালো এক আয়োজনের মাধ্যমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। 
ক্লাসটি শুরু হয় বেলা সাড়ে ১১টায়। এরপর ধারাবাহিকভাবে সারা দিন ধরে চলতে থাকে। ক্লাসে ছিল এশিয়ান ব্রাইডাল লুক এবং ১৫টির বেশি হেয়ার স্টাইল, প্রোডাক্ট সম্পর্কে ধারণা। এবারের ব্রাইডাল ক্লাসের মূল আকর্ষণ ছিল নারীর মধ্যকার সুপ্ত উদ্যোক্তা বের করে আনা। এই ক্লাসে ঢাকা ছাড়াও দিনাজপুর, ফরিদপুর, নরসিংদী, কুমিল্লা, চট্টগ্রাম থেকে অনেক উদ্যোক্তা যুক্ত হয়েছেন। আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট নাদিয়া আফরোজ অংশ নেওয়াদের প্রশিক্ষণ দেন। সন্ধ্যায় তাদের সার্টিফিকেট বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। 

টুয়েলভ ক্লদিংয়ের ঈদ কালেকশন 
ঈদের কালেকশনে টুয়েলভ ক্লদিং সবসময়ই ঋতুবৈচিত্র্যের বিষয়টিকে প্রাধান্য দিয়ে থাকে। এবারও ব্যতিক্রম হয়নি। এথনিক এবং ওয়েস্টার্ন– এই দুটি ভাগে নতুনত্ব এনে তারা সাজিয়েছে তাদের ঈদ কালেকশন। এবারের টুয়েলভের পোশাকের ডিজাইনের মাঝে একটু রাজকীয় স্টাইলিশ ঢংয়ের ছোঁয়া দেখতে পাওয়া যায়। এথনিকে মেন্স কালেকশন, ওমেন্স কালেকশন, কিডস বয়েজ আর কিডস গার্লস– সব ক্যাটেগরি নিয়ে কাজ করা হয়েছে। টুয়েলভের ঈদ এথনিক কালেকশনে মেয়েদের সেলোয়ার কামিজ, কুর্তির পাশাপাশি ছেলেদের পাঞ্জাবির বিশাল সমাহারের পাশাপাশি কোটি, পাজামা, ছোট ছেলেদের পাঞ্জাবি, ছোট মেয়েদের ফ্রক, টু পিস, সেলোয়ার কামিজের একটা ভালো রেঞ্জ পাওয়া যাবে। এবার ঈদে অন্যতম একটি আকর্ষণ হলো টুয়েলভের কম্বো প্যাকেজের কালেকশন। যেখানে মা-মেয়ে কিংবা বাবা-ছেলের জন্য একই ধরনের কাপড় নিয়ে এসেছে টুয়েলভ। পরিবারের কাছের মানুষের সঙ্গে একই রকমের কাপড় পরে ঈদের আনন্দ সবার মাঝে দ্বিগুণ হারে বিলিয়ে দিতে বেছে নিতে পারেন এবার টুয়েলভের ঈদ কালেকশনের কম্বো প্যাকেজগুলো। 

সম্পর্কিত নিবন্ধ