নির্বাচনের দিন তারিখ ঘোষণা করুন, রাজপথ ছেড়ে যাইনি : মামুন মাহমুদ
Published: 25th, February 2025 GMT
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, অন্তবর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের দিন তারিখ ঘোষণা করুন। যে গণতন্ত্রের জন্য এদেশের মানুষের রাজপথে আন্দোলন সংগ্রাম করে রক্ত ঝড়েছে সে রক্তের প্রতি আপনারা শ্রদ্ধা দেখান।
সুতরাং আমরা কিন্তু রাজপথ ছেড়ে যাইনি রাজপথ থেকেই কিন্তু আমরা জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করতে আপনাদেরকে কিন্তু বাধ্য করবো ইনশাল্লাহ। আর আমাদের তারেক রহমানকে দেশের মাটিতে ফিরিয়ে আনতে সব ধরনের ব্যবস্থা আপনারা করুন।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, দেশের আইনশৃঙ্খলার উন্নতি, পতিত ফ্যাসিবাদ সরকারের দোসরদের বিচারের দাবি, দেশ দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য অতি দ্রুত নির্বাচনি রোডম্যাপ ঘোষণার দাবিতে সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল তিনটায় দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে শহরের ডনচেম্বারে নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।
তিনি আরো বলেন, আপনারা জানেন বিগত সতেরোটি বছর আমরা তিনটি দাবিতে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। সেই তিনটি দাবির মধ্যে একটি দাবি ছিল শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে।
সে একটি দাবি পূরণ হয়েছে শেখ হাসিনা এদেশের মানুষের তোপের মুখে পড়ে পদত্যাগ করে বিতাড়িত হয়েছে। আরো দুইটি দাবি ছিল একটি হল অন্তবর্তীকালীন সরকারের অধীনে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এবং আরেকটি দাবি ছিল আমাদের নেতা প্রিয় অভিভাবক বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে।
এখনো এই ২টি দাবি আমাদের পূরণ হয় নাই। সুতরাং আমরা বলেছিলাম এই দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না। তবে যত আমাদের এই দুইটি দাবি এখনো পূরণ হয় নাই আমরা কিন্তু এখনো রাজপথ ছেড়ে যাইনি। আপনাদের সবাইকে রাজপথে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানাচ্ছি।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিবের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিশেষ অতিথি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, বেনজির আহমেদ টিটু, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন উদ্দিন, কাজী মনিরুজ্জামান মনির, আজহারুল ইসলাম মান্নান, মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নুরজাহান মাহবুব, মহানগর বিএনপির আহ্বায়ক এড.
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ র জপথ ছ ড় ব এনপ র আম দ র রহম ন
এছাড়াও পড়ুন:
জিয়া সৈনিক দলের উদ্যোগে সিদ্ধিরগঞ্জে ইফতার ও দোয়া মাহফিল
বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল সিদ্ধিরগঞ্জ থানা শাখার উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ মার্চ) নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার পাইনাদি নতুন মহল্লা ভাই ভাই টাওয়ার অফিসে রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সিদ্ধিরগঞ্জ থানা সৈনিক দল নেতা মনির হোসেন মনিরের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিয়া সৈনিক দলের নারায়ণগঞ্জ জেলার আহবায়ক জি এম সুমন মুন্সী, জিয়া সৈনিক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান (মিন্টু প্রধান) সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের সভাপতি তৈয়ম হোসেন, জিয়া সৈনিক দল নেতা জাকির, ফেরদাউস বিজয়, ওমর ফারুক জয়, সানাউল্লাহ, মিজান, কবির, বাদল, রবিউল ইসলাম, টুটুল, খোনকসহ অনেকে।#