সেমিতে অনিশ্চিত ইয়ামাল, দাঁতের ব্যথা নিয়েও খেলবেন এমবাপ্পে
Published: 25th, February 2025 GMT
কোপা দেল রে’র সেমিফাইনালের প্রথম লেগে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে (আজ) মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ২.৩০ মিনিটে মাঠে নামবে বার্সেলোনা। ঘরের মাঠে ওই ম্যাচে বার্সার তরুণ তারকা লামিনে ইয়ামালের খেলা অনিশ্চিত।
ম্যাচের আগের দিন অনুশীলন করেননি ইয়ামাল। লাস পালমাসের বিপক্ষে ম্যাচে গোড়ালিতে ব্যথা পান তিনি। তার ম্যাচ ফিটনেস নিয়ে প্রশ্ন আছে। যদিও বার্সা কোচ হানসি ফ্লিক জানিয়েছেন, ইয়ামালের খেলার বিষয়ে তিনি ইতিবাচক।
ইয়ামালের মতো রিয়াল মাদ্রিদের ফুটবলারদের সঙ্গে অনুশীলন করেননি কিলিয়ান এমবাপ্পে। বুধবার (দিবাগত রাত) বাংলাদেশ সময় ২.
তবে ইয়ামালের মতো এমবাপ্পের খেলা অনিশ্চিত নয় বলে জানানো হয়েছে। রিয়াল মাদ্রিদ প্রথম লেগের ম্যাচটি রিয়াল সোসিয়েদাদের মাঠে খেলবে। দলের সঙ্গেই ম্যাচটি খেলতে যাবেন এমবাপ্পে। এমনকি শুরুর একাদশে থাকার সম্ভাবনাও অনেক বেশি তার।
তবে রিয়াল মাদ্রিদ ওই ম্যাচে পাচ্ছে না মিডফিল্ডার ফেদে ভালভার্দেকে। হ্যামস্ট্রিং ইনজুরিতে আছেন এই উরুগুইয়ান মিডফিল্ডার। জিরোনার বিপক্ষে লিগ ম্যাচেও ছিলেন না তিনি। টানা খেলতে থাকা ভালভার্দেকে তাই প্রথম লেগে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কার্লো আনচেলত্তি।
উৎস: Samakal
কীওয়ার্ড: ক ল য় ন এমব প প এমব প প
এছাড়াও পড়ুন:
প্রধান উপদেষ্টাকে ঈদের শুভেচ্ছা জানিয়ে মোদির চিঠি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশের জনগণ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সোমবার (৩১ মার্চ) রাতে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
শুভেচ্ছা বার্তায় নরেন্দ্র মোদি বলেন, “পবিত্র রমজান মাসের সমাপ্তির প্রাক্কালে, আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে ঈদুল ফিতরের আনন্দময় উৎসব উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।”
তিনি বলেন, “আমি পবিত্র এই মাসে, ভারতের ২০ কোটি মুসলিম ধর্মাবলম্বী বিশ্বের অন্যান্য দেশের মুসলমান ভাই-বোনদের সঙ্গে রোজা ও ইবাদতে অতিবাহিত করেছি।”
শুভেচ্ছা বার্তায় নরেন্দ্র মোদি আরো বলেন, “ঈদুল ফিতরের এই আনন্দময় মুহূর্ত উদযাপন, আত্মবিশ্লেষণ, কৃতজ্ঞতা ও ঐক্যের প্রতীক। এটি আমাদের করুণা, উদারতা ও সংহতির মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়, যা আমাদের জাতিগুলোকে এবং বিশ্ব সম্প্রদায়ের সদস্য হিসেবে আমাদের পরস্পরকে সংযুক্ত করে। এই পবিত্র দিন উপলক্ষে, আমরা সমগ্র বিশ্বের মানুষের শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সুখ-সমৃদ্ধি কামনা করি। আমাদের দেশগুলোর মধ্যকার বন্ধুত্বের বন্ধন আরও সুদৃঢ় হোক—এই প্রত্যাশা করি।”
ঢাকা/হাসান/ইভা