যশোরের শার্শার গোগা ইউনিয়নের সীমান্তবর্তী অগ্রভুলোট গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের দফায় দফায় সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর, গুলিবর্ষণ ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার রাত ১০টার দিকে উপজেলার অগ্রভুলোট বাজারে এ ঘটনা ঘটে। 

সংঘর্ষে বিএনপির দুজন নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম জখম করা হয়েছে। আহতরা হল- আতিয়ার রহমান (৫৮) ও শফিকুল ইসলাম (৫৮)। 

সরেজমিন খোঁজ নিয়ে জানা গেছে, রাজনৈতিক পালাবদলের পর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে গোগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ও সহ-সভাপতি সরোয়ার হোসেনের মধ্যে দীর্ঘদিন দ্বন্দ্ব চলে আসছিল। এরই জেরে সোমবার রাতে অগ্রভুলোট বাজারে সরোয়ার হোসেনের সমর্থক বাবুল, মিকাইল হোসেন ও একই গ্রামের কবিনূরসহ অজ্ঞাতনামা ১০/১২ জন আব্দুল হামিদ সরদার সমর্থিত আতিয়ার রহমানকে একা পেয়ে পিটিয়ে হাঁটুর হাড় ভেঙে ফেলে। তাকে বাঁচাতে আসলে শফিকুল নামে অপর এক বিএনপি নেতাকেও পিটিয়ে জখম করে। এ সময় কয়েকটি বোমা বিস্ফোরণ ঘটিয়ে এবং গুলিবর্ষণ করে তারা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। পরে স্থানীরা আহতদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন।

এ খবর ছড়িয়ে পড়লে হামিদ সরদার সমর্থিত নেতাকর্মীরা বাজারে এসে হট্টগোল সৃষ্টি করলে পুলিশ এসে সকলকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

এদিকে, মঙ্গলবার সকালে ওই বাজার থেকে একটি তাজা বোমা ও গুলির খোসা উদ্ধার করেছেন স্থানীয় জনতা। 

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে। পরিস্থিতি এখন স্বাভাবিক। আহত পরিবার থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’’

ঢাকা/রিটন/এনএইচ 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ র

এছাড়াও পড়ুন:

আখতারুজ্জামান ইলিয়াস কথাসাহিত্য পুরস্কার পাচ্ছেন মনিরা কায়েস

দীর্ঘ বিরতির পর বাঙলার পাঠশালা আখতারুজ্জামান ইলিয়াস কথাসাহিত্য পুরস্কার পুনরায় চালু হতে যাচ্ছে। এবার আখতারুজ্জামান ইলিয়াস কথাসাহিত্য পুরস্কার পাচ্ছেন কথাসাহিত্যিক মনিরা কায়েস। তাঁর অনবদ্য সৃষ্টি ‘অন্ধ কুলঙ্গির টীকাভাষ্য’ বইটির জন্য এবার তাঁকে এই পুরস্কার দেওয়া হচ্ছে। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ ২০১৭ সালে ষষ্ঠবারের মতো এই পুরস্কার দেওয়া হয়েছিল। সে বছর আখতারুজ্জামান ইলিয়াস কথাসাহিত্য পুরস্কার পেয়েছিলেন কথাসাহিত্যিক প্রশান্ত মৃধা।

২০১১ সালে আখতারুজ্জামান ইলিয়াস কথাসাহিত্য পুরস্কার প্রবর্তনের পর প্রতিবছর ধারাবাহিকভাবে তা দেওয়া হচ্ছিল। তবে অনিবার্য কিছু কারণে পুরস্কারটি সাময়িকভাবে স্থগিত ছিল বলে জানিয়েছে পুরস্কারের প্রবর্তক প্রতিষ্ঠান বাঙলার পাঠশালা ফাউন্ডেশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাহিত্যচর্চার গৌরবময় ঐতিহ্য অব্যাহত রাখতে বাঙলার পাঠশালা ফাউন্ডেশন নতুনভাবে বিচারকমণ্ডলীর দল গঠন করে সপ্তম আখতারুজ্জামান ইলিয়াস কথাসাহিত্য পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এবার অধ্যাপক সনৎকুমার সাহার নেতৃত্বে বিচারকের দায়িত্ব পালন করেছেন কথাসাহিত্যিক মামুন হুসাইন, ইমতিয়ার শামীম, ওয়াসি আহমেদ, প্রশান্ত মৃধা, খালিকুজ্জামান ইলিয়াস এবং বাঙলার পাঠশালা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহমেদ জাভেদ চৌধুরী। তবে পুরস্কার প্রদানের সময় এখনো নির্ধারণ হয়নি।

এবারের পুরস্কারজয়ী কথাসাহিত্যিক মনিরা কায়েস গবেষণা ও লেখালেখির পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করছেন।

সম্পর্কিত নিবন্ধ