Prothomalo:
2025-03-29@09:18:17 GMT
চট্টগ্রামে ঈদ ফ্যাশনের জমজমাট আয়োজন
Published: 25th, February 2025 GMT
আবার এল সেই প্রতীক্ষিত মুহূর্ত। চট্টগ্রামের ফ্যাশনপ্রেমী ও ডিজাইনাররা যেন এই দিনের অপেক্ষায় থাকেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় তাঁরা সবাই মিলিত হলেন চট্টগ্রামের নান্দনিক আয়োজন আদি মোহিনী মোহন কাঞ্জিলাল-প্রথম আলো ঈদ ফ্যাশন প্রতিযোগিতায়।
নগরের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু বে ভিউর মোহনা হলে এই প্রতিযোগিতার আসর বসেছে। সন্ধ্যা সাতটায় আলোঝলমলে মঞ্চে সুরের মূর্ছনা আর নৃত্যের ছন্দে অনুষ্ঠান শুরু হয়। শুরুতে মঞ্চে ওঠেন উপস্থাপক স্মিতা চৌধুরী। তবে এর আগেই পুরো মিলনায়তন জমজমাট হয়ে যায়। দলে দলে ফ্যাশনপ্রেমীরা এসেছেন। তাঁদের কেউ খোশগল্পে মশগুল, আবার কেউ ছিলেন সেলফি তুলতে ব্যস্ত।
চট্টগ্রামে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল-প্রথম আলো ঈদ ফ্যাশন প্রতিযোগিতায় মডেলদের ক্যাটওয়াক.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জমজমাট সাহরির আয়োজন শেষ হবে আজ
ছবি: সুমন ইউসুফ