আবার এল সেই প্রতীক্ষিত মুহূর্ত। চট্টগ্রামের ফ্যাশনপ্রেমী ও ডিজাইনাররা যেন এই দিনের অপেক্ষায় থাকেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় তাঁরা সবাই মিলিত হলেন চট্টগ্রামের নান্দনিক আয়োজন আদি মোহিনী মোহন কাঞ্জিলাল-প্রথম আলো ঈদ ফ্যাশন প্রতিযোগিতায়।

নগরের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু বে ভিউর মোহনা হলে এই প্রতিযোগিতার আসর বসেছে। সন্ধ্যা সাতটায় আলোঝলমলে মঞ্চে সুরের মূর্ছনা আর নৃত্যের ছন্দে অনুষ্ঠান শুরু হয়। শুরুতে মঞ্চে ওঠেন উপস্থাপক স্মিতা চৌধুরী। তবে এর আগেই পুরো মিলনায়তন জমজমাট হয়ে যায়। দলে দলে ফ্যাশনপ্রেমীরা এসেছেন। তাঁদের কেউ খোশগল্পে মশগুল, আবার কেউ ছিলেন সেলফি তুলতে ব্যস্ত।

চট্টগ্রামে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল-প্রথম আলো ঈদ ফ্যাশন প্রতিযোগিতায় মডেলদের ক্যাটওয়াক.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বাংলা একাডেমিতে চলছে জমজমাট বৈশাখী মেলা

বাংলা একাডেমিতে সাত দিনব্যাপী বৈশাখী মেলা শুরু হয়েছে। দেশি কাঁচামালে তৈরি ও দেশের কারিগরদের হাতে বানানো পণ্য মেলায় স্থান পেয়েছে। কাপড়, চামড়া, বাঁশ ও বেতের তৈরি পণ্যের মধ্যে রয়েছে পোশাক, ব্যাগ, জুতা, শতরঞ্জিসহ ঘর সাজানোর নানা জিনিস। আছে মাটির টেপা পুতুলও।

কর্তৃপক্ষ জানিয়েছে, মেলায় এবার সব মিলিয়ে ৯৮টি স্টল রয়েছে। সোমবার পয়লা বৈশাখে মেলা শুরু হয়েছে। চলবে ২০ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।

সোমবার ‘বৈশাখী মেলা-১৪৩২’-এর উদ্বোধন করেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।

মঙ্গলবার ছিল মেলার দ্বিতীয় দিন। এদিন বিকেলে মেলা ঘুরে মোটামুটি ভিড় চোখে পড়ে। ঢাকা শহরের বিভিন্ন স্থান থেকে মানুষ মেলায় আসেন। মেট্রোরেল থাকায় দূরদূরান্তের মানুষের বেশ সুবিধা হয়েছে। উম্মে ফারহানা নামের এক নারী এসেছেন মিরপুর থেকে। তাঁর সঙ্গে ছিল দুই সন্তান। বাংলা একাডেমির ফাঁকা জায়গায় বেশি দৌড়াদৌড়ি করছিল তারা।

বাঁশ ও বেতের তৈরি পণ্য দেখছেন ক্রেতারা। ঢাকা, ১৫ এপ্রিল

সম্পর্কিত নিবন্ধ

  • বাংলা একাডেমিতে চলছে জমজমাট বৈশাখী মেলা