‘ডেভিল হান্টে’ ধরা ব্রাহ্মণবাড়িয়া জেলা আ.লীগের সহ-সভাপতি
Published: 25th, February 2025 GMT
‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী হারিসুর রহমান (৬০)-কে গ্রেপ্তার করেছে বিজয়নগর থানা পুলিশ।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের ইসলামপুর ভাঙার ব্রিজ এলাকার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
কাজী হারিসুর রহমান বিজয়নগর উপজেলার উপজেলার বুধন্তী ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত কাজী ফেরু মিয়ার ছেলে।
ঢাকা/মাইনুদ্দীন/এনএইচ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ব্রাহ্মণবাড়িয়ায় ‘বোমা’ হামলায় বিএনপি নেতা আহত
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সন্ত্রাসীদের ‘বোমা’ হামলায় ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম খাঁ (৩৫) আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার মির্জাপুর মোড়ে হামলাটি হয়।
বিজয়নগর থানার সেকেন্ড অফিসার মনির হোসেন বলেন, “আমরা প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছি। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ চেক করা হবে। এ ঘটনায় অভিযোগ দিলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।”
আরো পড়ুন:
জমি নিয়ে বিরোধে চিত্রনায়িকা দিতির বাড়িতে হামলা, আহত ২
রাজশাহীতে ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা, নারী নিহত
আহত এনাম খাঁ ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে।
এনাম খাঁ বলেন, “রাতে মির্জাপুর মোড়ে দলীয় কয়েকজন নেতাকর্মীর সঙ্গে চা পান করছিলাম। এসময় সন্ত্রাসীরা মোটরসাইকেলে করে এসে আমাদের সামনে তিনটি বোমা নিক্ষেপ করে চলে যায়। হামলায় আমার হাতের বিভিন্ন জায়গায় আঘাত লাগে। বোমার আওয়াজে আমরাসহ আশপাশে থাকা সবাই আতঙ্কিত হয়ে পরি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।”
ঢাকা/মাইনুদ্দীন/মাসুদ