চলছে স্বরূপকাঠী কলেজিয়েট একাডেমীর সুবর্ণজয়ন্তীর প্রস্তুতি
Published: 25th, February 2025 GMT
পিরোজপুর জেলার স্বরূপকাঠী কলেজিয়েট একাডেমী প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৭৫ সালের ১ জানুয়ারি। এ বছর স্কুলটির ৫০ বছর পূর্ণ হলো। তাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা এক হয়ে একটি সুবর্ণজয়ন্তী আয়োজনের পরিকল্পনা করছেন।
এ বিষয়ে আলোচনা করতে ২১ ফেব্রুয়ারি ঢাকার পাট গবেষণা কেন্দ্রের অফিসার্স ক্লাবে এক হয়েছিল স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের একটি অংশ। যেহেতু স্কুলের শিক্ষার্থীরা দেশ-বিদেশের নানা প্রান্তে ছড়িয়ে পড়েছেন, তাই ঠিক হয়েছে, আগামী ঈদের ছুটিতে সুবর্ণজয়ন্তী উদ্যাপিত হবে। সেই লক্ষ্যেই প্রস্তুতি নিচ্ছেন আয়োজকেরা। বর্তমানে চলছে নিবন্ধন। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রাক্তন শিক্ষার্থীরা নিবন্ধনের সুযোগ পাবেন বলে জানা গেছে।
স্বরূপকাঠী কলেজিয়েট একাডেমীর অ্যাডহক কমিটির সভাপতি আবদুল্লাহ আল বেরুনী বলেন, ‘নিবন্ধন কার্যক্রম শুধু ঢাকা ও স্বরূপকাঠী নয়; বরং সারা দেশেই ব্যাচভিত্তিকভাবে করা হচ্ছে। একই সঙ্গে দেশের বাইরে যাঁরা অবস্থান করছেন, তাঁদের সঙ্গে যোগাযোগ করে অনুষ্ঠানের ব্যাপারে বিস্তারিত জানানো হচ্ছে। আশা করছি, বিদেশে অবস্থানরত অনেক প্রাক্তন শিক্ষার্থী সুবর্ণজয়ন্তীতে অংশগ্রহণ করবেন। ২৮ ফেব্রুয়ারির মধ্যে নাম নিবন্ধন করে ফেলার জন্য আমরা সবাইকে বিশেষভাবে আহ্বান জানাচ্ছি।’
স্বরূপকাঠী কলেজিয়েট একাডেমীর অ্যাডহক কমিটির সভাপতি আবদুল্লাহ আল বেরুনী বলেন, ‘নিবন্ধন কার্যক্রম শুধু ঢাকা ও স্বরূপকাঠী নয়; বরং সারা দেশেই ব্যাচভিত্তিকভাবে করা হচ্ছে। একই সঙ্গে দেশের বাইরে যাঁরা অবস্থান করছেন, তাঁদের সঙ্গে যোগাযোগ করে অনুষ্ঠানের ব্যাপারে বিস্তারিত জানানো হচ্ছে। আশা করছি, বিদেশে অবস্থানরত অনেক প্রাক্তন শিক্ষার্থী সুবর্ণজয়ন্তীতে অংশগ্রহণ করবেন। ২৮ ফেব্রুয়ারির মধ্যে নাম নিবন্ধন করে ফেলার জন্য আমরা সবাইকে বিশেষভাবে আহ্বান জানাচ্ছি।’
আরও পড়ুন৮ মাস প্রশিক্ষণ নিয়ে জাপানে চাকরির সুযোগ২৩ ফেব্রুয়ারি ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: অবস থ ন
এছাড়াও পড়ুন:
চলছে স্বরূপকাঠী কলেজিয়েট একাডেমীর সুবর্ণজয়ন্তীর প্রস্তুতি
পিরোজপুর জেলার স্বরূপকাঠী কলেজিয়েট একাডেমী প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৭৫ সালের ১ জানুয়ারি। এ বছর স্কুলটির ৫০ বছর পূর্ণ হলো। তাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা এক হয়ে একটি সুবর্ণজয়ন্তী আয়োজনের পরিকল্পনা করছেন।
এ বিষয়ে আলোচনা করতে ২১ ফেব্রুয়ারি ঢাকার পাট গবেষণা কেন্দ্রের অফিসার্স ক্লাবে এক হয়েছিল স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের একটি অংশ। যেহেতু স্কুলের শিক্ষার্থীরা দেশ-বিদেশের নানা প্রান্তে ছড়িয়ে পড়েছেন, তাই ঠিক হয়েছে, আগামী ঈদের ছুটিতে সুবর্ণজয়ন্তী উদ্যাপিত হবে। সেই লক্ষ্যেই প্রস্তুতি নিচ্ছেন আয়োজকেরা। বর্তমানে চলছে নিবন্ধন। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রাক্তন শিক্ষার্থীরা নিবন্ধনের সুযোগ পাবেন বলে জানা গেছে।
স্বরূপকাঠী কলেজিয়েট একাডেমীর অ্যাডহক কমিটির সভাপতি আবদুল্লাহ আল বেরুনী বলেন, ‘নিবন্ধন কার্যক্রম শুধু ঢাকা ও স্বরূপকাঠী নয়; বরং সারা দেশেই ব্যাচভিত্তিকভাবে করা হচ্ছে। একই সঙ্গে দেশের বাইরে যাঁরা অবস্থান করছেন, তাঁদের সঙ্গে যোগাযোগ করে অনুষ্ঠানের ব্যাপারে বিস্তারিত জানানো হচ্ছে। আশা করছি, বিদেশে অবস্থানরত অনেক প্রাক্তন শিক্ষার্থী সুবর্ণজয়ন্তীতে অংশগ্রহণ করবেন। ২৮ ফেব্রুয়ারির মধ্যে নাম নিবন্ধন করে ফেলার জন্য আমরা সবাইকে বিশেষভাবে আহ্বান জানাচ্ছি।’
স্বরূপকাঠী কলেজিয়েট একাডেমীর অ্যাডহক কমিটির সভাপতি আবদুল্লাহ আল বেরুনী বলেন, ‘নিবন্ধন কার্যক্রম শুধু ঢাকা ও স্বরূপকাঠী নয়; বরং সারা দেশেই ব্যাচভিত্তিকভাবে করা হচ্ছে। একই সঙ্গে দেশের বাইরে যাঁরা অবস্থান করছেন, তাঁদের সঙ্গে যোগাযোগ করে অনুষ্ঠানের ব্যাপারে বিস্তারিত জানানো হচ্ছে। আশা করছি, বিদেশে অবস্থানরত অনেক প্রাক্তন শিক্ষার্থী সুবর্ণজয়ন্তীতে অংশগ্রহণ করবেন। ২৮ ফেব্রুয়ারির মধ্যে নাম নিবন্ধন করে ফেলার জন্য আমরা সবাইকে বিশেষভাবে আহ্বান জানাচ্ছি।’
আরও পড়ুন৮ মাস প্রশিক্ষণ নিয়ে জাপানে চাকরির সুযোগ২৩ ফেব্রুয়ারি ২০২৫