পিরোজপুর জেলার স্বরূপকাঠী কলেজিয়েট একাডেমী প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৭৫ সালের ১ জানুয়ারি। এ বছর স্কুলটির ৫০ বছর পূর্ণ হলো। তাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা এক হয়ে একটি সুবর্ণজয়ন্তী আয়োজনের পরিকল্পনা করছেন।
এ বিষয়ে আলোচনা করতে ২১ ফেব্রুয়ারি ঢাকার পাট গবেষণা কেন্দ্রের অফিসার্স ক্লাবে এক হয়েছিল স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের একটি অংশ। যেহেতু স্কুলের শিক্ষার্থীরা দেশ-বিদেশের নানা প্রান্তে ছড়িয়ে পড়েছেন, তাই ঠিক হয়েছে, আগামী ঈদের ছুটিতে সুবর্ণজয়ন্তী উদ্‌যাপিত হবে। সেই লক্ষ্যেই প্রস্তুতি নিচ্ছেন আয়োজকেরা। বর্তমানে চলছে নিবন্ধন। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রাক্তন শিক্ষার্থীরা নিবন্ধনের সুযোগ পাবেন বলে জানা গেছে।

স্বরূপকাঠী কলেজিয়েট একাডেমীর অ্যাডহক কমিটির সভাপতি আবদুল্লাহ আল বেরুনী বলেন, ‘নিবন্ধন কার্যক্রম শুধু ঢাকা ও স্বরূপকাঠী নয়; বরং সারা দেশেই ব্যাচভিত্তিকভাবে করা হচ্ছে। একই সঙ্গে দেশের বাইরে যাঁরা অবস্থান করছেন, তাঁদের সঙ্গে যোগাযোগ করে অনুষ্ঠানের ব্যাপারে বিস্তারিত জানানো হচ্ছে। আশা করছি, বিদেশে অবস্থানরত অনেক প্রাক্তন শিক্ষার্থী সুবর্ণজয়ন্তীতে অংশগ্রহণ করবেন। ২৮ ফেব্রুয়ারির মধ্যে নাম নিবন্ধন করে ফেলার জন্য আমরা সবাইকে বিশেষভাবে আহ্বান জানাচ্ছি।’

স্বরূপকাঠী কলেজিয়েট একাডেমীর অ্যাডহক কমিটির সভাপতি আবদুল্লাহ আল বেরুনী বলেন, ‘নিবন্ধন কার্যক্রম শুধু ঢাকা ও স্বরূপকাঠী নয়; বরং সারা দেশেই ব্যাচভিত্তিকভাবে করা হচ্ছে। একই সঙ্গে দেশের বাইরে যাঁরা অবস্থান করছেন, তাঁদের সঙ্গে যোগাযোগ করে অনুষ্ঠানের ব্যাপারে বিস্তারিত জানানো হচ্ছে। আশা করছি, বিদেশে অবস্থানরত অনেক প্রাক্তন শিক্ষার্থী সুবর্ণজয়ন্তীতে অংশগ্রহণ করবেন। ২৮ ফেব্রুয়ারির মধ্যে নাম নিবন্ধন করে ফেলার জন্য আমরা সবাইকে বিশেষভাবে আহ্বান জানাচ্ছি।’

আরও পড়ুন৮ মাস প্রশিক্ষণ নিয়ে জাপানে চাকরির সুযোগ২৩ ফেব্রুয়ারি ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অবস থ ন

এছাড়াও পড়ুন:

২৪ ঘণ্টায় যমুনা সেতু পার হলো ৯১৬১ মোটরসাইকেল

ঢাকা-টাঙ্গ‌াইল-যমুনা সেতু মহাসড়‌কে যানবাহ‌নের চাপ কম। ফ‌লে, এবার ঢাকা থেকে উত্তরবঙ্গগামী মানু‌ষদের ঈদযাত্রা বেশ স্ব‌স্তিদায়ক হয়ে‌ছে। 

বৃহস্পতিবার (২৭ মার্চ) রাত ১২টা থেকে শুক্রবার (২৮ মার্চ) রাত ১২টা পর্যন্ত যমুনা সেতু দি‌য়ে ৪৮ হাজার ৩৩৫টি যানবাহন পারাপার হ‌য়ে‌ছে। এতে টোল আদায় হ‌য়ে‌ছে ৩ কোটি ৩৮ লাখ ৫২ হাজার ৯০০ টাকা৷

এ সময়ে মোটরসাইকেল পারাপার হ‌য়ে‌ছে ৯ হাজার ১৬৩টি, ‌ছোট যানবাহন ১৭ হাজার ২৭১‌টি, গণপ‌রিবহন ১২ হাজার ৬৭৫‌টি এবং ট্রাক পারাপার হ‌য়ে‌ছে ৯ হাজার ২২৬‌টি। 

এদি‌কে, গণপরিবহ‌ন সংক‌টের কারণে ঈদে ঘ‌রমুখো মানুষদের অনেকে খোলা ট্রাক ও পিকআপ ভ্যানে সওয়ার হয়েছেন। ঝুঁকি থাক‌লেও বাধ‌্য হ‌য়ে এভাবে যে‌তে হচ্ছে তাদের। ত‌বে, বরাবরের মতোই বাড়‌তি ভাড়া নেওয়ার অভিযোগ যাত্রীদের। 

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়‌কের এলেঙ্গা থেকে সেতু-পূর্ব পর্যন্ত ১৩ কি‌লো‌মিটার সড়‌কের সা‌র্ভিস লেন খু‌লে দেওয়ায় চার‌ লে‌নের সু‌বিধা পাওয়া যাচ্ছে। ফলে, যানজটের সৃ‌ষ্টি হয়‌নি। 

হাইওয়ে পু‌লিশ জানিয়েছে, মহাসড়‌কে গণপ‌রিবহন স্বাভা‌বিক গ‌তি‌তে চলাচল কর‌ছে। কোথাও যানজট বা চাপ নে‌ই।

ঢাকা/কাওছার/রফিক

সম্পর্কিত নিবন্ধ