বিএনপির জনসভায় জাহিদ-সুমন-নাজমুলের শোডাউন
Published: 25th, February 2025 GMT
নারায়ণগঞ্জ জেলা বিএনপির জনসভায় বিশাল মিছিল নিয়ে শোডাউন করেছে জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম বিএনপি নেতা সুমন ও ছাত্রদল নেতা নাজমুল হক। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) শহরের মেট্রোহল এলাকায় বিএনপির জনসভায় বিশাল মিছিলটি নেতাদের নজড় কাড়ে।
মিছিলে নেতৃত্ব দেন-জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, ফতুল্লা থানা বিএনপির সহ কৃষি বিষয়ক সম্পাদক সুমন আহমেদ ও সাবেক ছাত্রদল নেতা নাজমুল হকসহ অন্যরা।
তারা জানান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীবের পক্ষ থেকে মিছিল নিয়ে জনসভায় যোগ দিয়েছে নেতাকর্মীরা।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ ব এনপ র জনসভ য়
এছাড়াও পড়ুন:
নামতে নামতে আর কত নিচে নামবেন ধোনি
নূর আহমেদ ও খলিল আহমেদের কপালটা খারাপ। এই সুযোগ আর পাবেন নাকি! মহেন্দ্র সিং ধোনি ব্যাটিংয়ে আরেকটু পরে নামলেই তো গল্প করার সুযোগ পেতেন। পরবর্তী প্রজন্মের কাছে বলতে পারতেন—এক ম্যাচে ধোনির আগে ব্যাটিং করেছিলাম। বিশ্বাস না হলে স্কোরকার্ডটাও দেখিয়ে দিতেন। তখন বিশ্বাস না করে উপায় কী!
শেষ পর্যন্ত ব্যাট হাতে এই ‘অবিশ্বাস্য কীর্তি’ তাদের গড়তে দেননি ধোনি। নিজেই নেমে যান ৯ নম্বরে। ব্যাটিংটা যে এখনো পারেন, সেটির প্রমাণও রেখেছেন ২০তম ওভারে দুই ছক্কা মেরে। অবশ্য এই রান শুধু তাঁর কাজেই এসেছে। এই ইনিংসের সৌজন্যে আইপিএলে চেন্নাইয়ের সর্বোচ্চ রানের (৪৬৯৯) মালিক হয়েছেন ধোনি। ছাড়িয়ে গেছেন মি. আইপিএলখ্যাত সুরেশ রায়নার ৪৬৮৭ রান।
এই রেকর্ডে চেন্নাই–সমর্থকদের আক্ষেপ আরও বাড়ার কথা। ব্যাট হাতে চেন্নাইয়ের সর্বোচ্চ রান করা ক্রিকেটার কেন ৯ নম্বরে ব্যাটিংয়ে আসবেন? কাল ধোনি যখন উইকেটে আসেন তখন রয়্যাল চ্যালেঞ্জার্সের বিপক্ষে চেন্নাইয়ের দরকার ছিল ২৮ বলে ৯৮। মানে খেলা তখন শেষ! ধোনি তখন কী করবেন!
কাল ১৬ বলে ৩০ রান করেছেন ধোনি