নারায়ণগঞ্জ জেলা বিএনপির জনসভায় বিশাল মিছিল নিয়ে শোডাউন করেছে জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম বিএনপি নেতা সুমন ও ছাত্রদল নেতা নাজমুল হক। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) শহরের মেট্রোহল এলাকায় বিএনপির জনসভায় বিশাল মিছিলটি নেতাদের নজড় কাড়ে।

মিছিলে নেতৃত্ব দেন-জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, ফতুল্লা থানা বিএনপির সহ কৃষি বিষয়ক সম্পাদক সুমন আহমেদ ও সাবেক ছাত্রদল নেতা নাজমুল হকসহ অন্যরা।

তারা জানান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীবের পক্ষ থেকে মিছিল নিয়ে জনসভায় যোগ দিয়েছে নেতাকর্মীরা।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ ব এনপ র জনসভ য়

এছাড়াও পড়ুন:

এ বছরই নির্বাচন দিতে বাধ্য করা হবে: শামসুজ্জামান দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, এ বছরই নির্বাচন দিতে বাধ্য করা হবে। বিএনপির খেলা এখনও দেখে নাই। শুধু কয়টা জনসভা শুরু হয়েছে।

শনিবার বিকেলে পঞ্চগড় জেলা শহরের সড়ক জনপদের মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় এ কথা বলেন তিনি। নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি, নির্বাচনী রোডম্যাপ ঘোষণাসহ নানা দাবিতে এ সভার আয়োজন করা হয়।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশে শামসুজ্জামান দুদু বলেন, ভাই আপনি ভালো লোক, জ্ঞানীগুণী মানুষ, দেশে-বিদেশে আপনার সুনাম আছে, এদের পাল্লায় পড়িয়েন না, বিএনপিকে রাস্তায় নামায়েন না, যদি একবার রাস্তায় নামে....। ফুলের মালা দিয়ে আপনাকে বরণ করেছি, ফুলের মালা দিয়েই বিদায় করতে চাই।

তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা ১৭ বছরে ৬০ লাখ মামলার আসামি হয়েছে। বাড়িতে ঘুমাতে পারে নাই। পঞ্চগড়ের ছেলেটাই বাঁচার জন্য ঢাকায় গিয়ে রিকশা চালিয়েছে। সে ছাত্রদলের, যুবদলের, শ্রমিক দলের, কৃষক দলের বা বিএনপির। আমার বোনটা, একা তার সন্তানকে রেখে গিয়েছিল, স্বামীর দেখা পায়নি, কখনো বকে নাই। কয়টা ছেলে নামলো, কয়টা, এতই যদি শক্তি, এতই যদি ক্ষমতা, তাহলে ইলেকশন করেন না কেন, বিরোধিতা করেন কেন? পার্টি বানাবেন, ঘোষণা করবেন, সরকার সমর্থন দেবে, তারপর বুঝে দেখবেন ইলেকশন করবেন কিনা, বিএনপিকে চিনেন নাই এখনও।

জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন দলটির পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ। বিশেষ অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির, পঞ্চগড় সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য রিনা পারভিন ও রংপুর বিভাগীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম। এতে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ইউনুস শেখ, মির্জা নাজমুল ইসলাম কাজল, আদম সূফি, এম এ মজিদসহ আরও অনেকে।

সম্পর্কিত নিবন্ধ

  • বিএনপি ক্ষমতায় গেলে সব হত্যাকাণ্ডের বদলা নেওয়া হবে: নিতাই রায়
  • ‘নির্বাচন দিতে দেরি হলে কঠোর আন্দোলনে যাবে বিএনপি’
  • বিএনপির জনসভাকে ঘিরে নারায়ণগঞ্জে প্রাণ-চাঞ্চল্য ফিরেছে : মামুন মাহমুদ
  • বিএনপির জনসভাকে ঘিরে নারায়ণগঞ্জে ফিরেছে প্রাণ-চাঞ্চল্য : মামুন মাহমুদ
  • সরকারের ওপর জঙ্গি-ভূত ভর করেছে: সোহেল
  • ১৯ বছর পর সোমবার গোপালগঞ্জে বিএনপির সমাবেশ, প্রস্তুতি সম্পন্ন
  • গোপালগঞ্জে ১৯ বছর পর বিএনপির সমাবেশ, ব্যাপক প্রস্তুতি
  • আপনাকে ফুলের মালা দিয়ে বিদায় দিতে চাই
  • এ বছরই নির্বাচন দিতে বাধ্য করা হবে: শামসুজ্জামান দুদু