জুলাই-আগস্টে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলার কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের ক্রিকেট অপারেশন্সের প্রধান শাহরিয়ার নাফিস ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকবাজকে জানিয়েছেন এই তথ্য। 

চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষ্যে সম্প্রতি দুবাইয়ে গিয়েছিলেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ। সেখানে পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে সম্ভাব্য সিরিজির বিষয়ে আলোচনা হয়েছে। তবে সিরিজের বিষয়ে এখনো কিছু চূড়ান্ত হয়নি বলে জানানো হয়েছে। 

শাহরিয়ার নাফিজ বলেন, ‘বিসিবি ও পিসিবি সম্ভাব্য সিরিজের বিষয়ে আলোচনা করছে। দুই বোর্ডই সিরিজের বিষয়ে ইতিবাচক।’ 

চ্যাম্পিয়ন্স ট্রফির পরে বাংলাদেশ ঘরের মাঠে এপ্রিলের মাঝামাঝি জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে। এরপর মে মাসে আইসিসির নির্ধারিত সিরিজ খেলতে পাকিস্তানে যাবে বাংলাদেশ। তিনটি করে ওয়ানডে  ও টি-২০ আছে ওই সিরিজে। 

জুন-জুলাইয়ে শ্রীলঙ্কায় পূর্ণাঙ্গ সিরিজ আছে বাংলাদেশের। ওই সিরিজে দুটি টেস্ট ও তিনটি করে ওয়ানডে এবং টি-২০ খেলবে বাংলাদেশ। আগস্ট-সেপ্টেম্বরে তিন ম্যাচের ওয়ানডে ও টি-২০ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ভারতের। 

সেপ্টেম্বরে ভারতের মাটিতে এশিয়া কাপ আছে। অক্টোবরে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট ও তিনটি টি-২০ খেলার কথা বাংলাদেশের। এরপর যদি সম্ভব হয় নভেম্বরের শেষ নাগাদ বিপিএলের সূচি রাখতে চায় বিসিবি। সব মিলিয়ে চলতি বছর বেশ ব্যস্তই যাবে জাতীয় দলের ক্রিকেটারদের। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ঘর র ম ঠ

এছাড়াও পড়ুন:

প্রীতমের অফিস থেকে ৪০ লাখ রুপি চুরি করে চম্পট, অবশেষে পুলিশের জালে আশিষ

বলিউডের সংগীত পরিচালক প্রীতম চক্রবর্তীর অফিস থেকে রুপিভর্তি ব্যাগ চুরি গিয়েছিল। প্রীতমের অফিস কর্মচারী আশিষ সয়াল সেই ব্যাগ নিয়ে পালিয়েছিলেন বলে অভিযোগ ছিল। এত দিন পলাতক ছিলেন প্রীতমের অফিসের সেই অভিযুক্ত কর্মচারী। বেশ কয়েক দিন চোর-পুলিশ খেলার পর অবশেষে পুলিশের পাতা জালে ধরা পড়েছেন আশিষ।

গত ৪ ফেব্রুয়ারি প্রীতমের স্টুডিও থেকে ৪০ লাখ রুপিভর্তি ব্যাগ নিয়ে চম্পট দিয়েছিলেন আশিষ। পুলিশ জানিয়েছে, চুরি যাওয়া অর্থের ৯৫ শতাংশ উদ্ধার করা হয়েছে। মুম্বাই পুলিশ অভিযুক্ত ব্যক্তির থেকে উদ্ধার করেছে ৩৬ লাখ ৯১ হাজার রুপি, একটি ল্যাপটপ ও আইফোন। ট্রানজিট রিমান্ডে আশিষকে মুম্বাইতে এনেছে পুলিশ। জানা গেছে, পুলিশকে ধোঁকা দিতে অভিযুক্ত চুরি করার পর বেশ কয়েকবার স্থান বদল করেছেন, আর প্রায় ১০ ঘণ্টার মতো হেঁটেছেন। প্রায় ২০০টি সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখে পুলিশ অবশেষে চোরের নাগাল পেয়েছে।

পুলিশ জানতে পেরেছিল, অভিযুক্ত কর্মচারী জম্মু-কাশ্মীরে গা ঢাকা দিয়ে আছেন। হোটেল ও রাস্তার সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ খোঁজ পেয়েছে যে জম্মু-কাশ্মীরের সাম্বা জেলায় আছেন আশিষ। সাম্বা জেলার সাম্বা রেলওয়ে স্টেশনের কাছে তাঁর লোকেশন পেয়েছিল তারা। পুলিশ স্থানীয় বাসিন্দাদের এক করে তাঁদের অভিযুক্ত ব্যক্তির অপরাধের কথা বলেছিল। এরপর স্থানীয় লোকজন ও পুলিশের সহায়তায় মনোহর গোপালা গ্রাম থেকে আশিষকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পুলিশ জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানতে পারে যে চুরি করা রুপিতে একটি আইফোন কিনেছেন অভিযুক্ত কর্মচারী।

৪ ফেব্রুয়ারি বেলা ২টা নাগাদ চুরির ঘটনাটি ঘটেছিল। ওই সময় এক প্রযোজনা সংস্থার কর্মচারী গোরেগাঁওতে প্রীতমের সংগীত স্টুডিওতে গিয়েছিলেন। সেই ব্যক্তি প্রীতমের ব্যবস্থাপককে একটি ব্যাগে করে ৪০ লাখ রুপি দিয়েছিলেন। লেনদেনের সময় আশিষ সয়াল উপস্থিত ছিলেন। প্রীতমের ব্যবস্থাপক রুপিভরা ব্যাগ সেখানে রেখে গিয়েছিলেন। পরে এসে তিনি দেখেন যে ব্যাগটি গায়েব। আশিষের সঙ্গে যোগাযোগ করলে তিনি কোনো জবাব দেননি। পরে মুঠোফোনটি বন্ধ করে দেন অভিযুক্ত আশিষ।

আরও পড়ুনসিমলা, মনীষাদের অসম প্রেমের এই ৭ সিনেমা দেখেছেন কি১৩ ফেব্রুয়ারি ২০২৫

এরপর তাঁর পুরো সন্দেহ গিয়ে পড়ে আশিষের ওপর। প্রীতমের ব্যবস্থাপক পুলিশকে পুরো ঘটনাটি জানান। আর আশিষের নামে মামলা দায়ের করেছিলেন তিনি। পুলিশ এরপর আদাজল খেয়ে অভিযুক্ত ব্যক্তিকে ধরার কাজে নেমে পড়েছিল।

সম্পর্কিত নিবন্ধ

  • জাতিসংঘের ভোটাভুটিতে রাশিয়াকে দোষারোপে রাজি হয়নি যুক্তরাষ্ট্র, ইউরোপীয়দের সঙ্গে বিভক্তি
  • দূরদূরান্ত থেকে ভাবির হোটেলে যে কারণে খেতে আসেন লোকজন
  • কুয়েট হামলায় সরকার কি দায় এড়াতে পারবে
  • নতুন মামলায় গ্রেপ্তার আমির হোসেন আমু
  • কাঠগড়ায় দাঁড়িয়ে থাকতে পারছিলেন না আমু
  • পঞ্চকবিকে নিয়ে ‘পঞ্চদ্যুতি’
  • পাবিপ্রবিতে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে উত্তেজনা, খেলা স্থগিত
  • নিজ বাড়িতে গুলিবিদ্ধ অভিনেতা হাসপাতালে ভর্তি
  • প্রীতমের অফিস থেকে ৪০ লাখ রুপি চুরি করে চম্পট, অবশেষে পুলিশের জালে আশিষ