গ্লোবাল স্মার্ট লাইফ ব্র্যান্ড আইটেল, বাংলাদেশে গ্র্যান্ড লঞ্চিং ইভেন্টের মাধ্যমে তাদের নতুন ফ্ল্যাগশিপ এস২৫ সিরিজ উন্মোচন করেছে। এই সিরিজে রয়েছে দুটি মডেল এস২৫ এবং এস২৫ আল্ট্রা, যা ব্যবহারকারীদের ফ্ল্যাগশিপ-লেভেলের অভিজ্ঞতা দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে।
সম্প্রতি গ্র্যান্ড লঞ্চ ইভেন্টটি গাজীপুরের ড্রিম স্কয়ার রিসোর্টে অনুষ্ঠিত হয়। আইটেল বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও অভিনেতা সিয়াম আহমেদ, অভিনেত্রী সালহা খানম নাদিয়া এবং স্যামজোন, টেক ট্যু দ্য পয়েন্ট, প্রযুক্তি-সহ দেশের শীর্ষ টেক ইনফ্লুয়েন্সাররা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এস২৫ আল্ট্রা-তে রয়েছে ৬.
আরো পড়ুন:
দেশের বাজারে রিয়েলমির পানিরোধী ফোন
বাংলাদেশে অনার ম্যাজিক ৬ সিরিজের ‘প্রো’ মডেল উন্মোচন
পারফরম্যান্সের জন্য ফোনটিতে ব্যবহৃত হয়েছে টাইগার ৬২০ অক্টা-কোর প্রসেসর, আরো রয়েছে ২৫৬ জিবি স্টোরেজ + ১৬ জিবি (৮+৮) এক্সটেন্ডেড র্যাম, পাশাপাশি ৫০০০এমএএইচ ব্যাটারি ও ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সিস্টেম। মেইন ক্যামেরায় আছে ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা + ম্যাক্রো লেন্স এবং ৩২মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যা চমৎকার ছবি ধারণ করতে সক্ষম। এছাড়াও, বিভিন্ন এআই ফিচার রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য- এআই ওয়ালপেপার, এআই নয়েজ রিডাকশন এবং আস্ক এআই ফিচার যা ব্যবহারকারীর অভিজ্ঞতাকে আরো উন্নত করবে।
অন্যদিকে, এস২৫ মডেলের ফোনটিতেও রয়েছে দারুন সব ফিচার। যেমন: ৬.৭৮-ইঞ্চি সুপার ব্রাইট অ্যামোলেড ডিসপ্লে, ১২০ হার্জ রিফ্রেশ রেট এবং ১৮০০-নিট পিক ব্রাইটনেস, যা দুর্দান্ত ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেবে। পাশাপাশি রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আনলক, আইপি ৫৪ ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স এবং ৭.৩ মিমি স্লিম ডিজাইন।
পারফরম্যান্সের জন্য এতে রয়েছে পাওয়ারফুল টাইইগার ৬২০ প্রসেসর, পাশাপাশি ১২৮ জিবি স্টোরেজ + ১২ জিবি (৬+৬) এক্সটেন্ডেড র্যাম। এছাড়াও ভালো ফটোগ্রাফির জন্য রয়েছে ৫০ মেগাপিক্সেল আল্ট্রা ক্লিয়ার মেইন ক্যামেরা এবং ৩২ মেগাপিক্সেল এআই সেলফি ক্যামেরা। পাশাপাশি, আইআর রিমোট কন্ট্রোল, এনএফসি ও ডিটিএস-পাওয়ার্ড সাউন্ডসহ অনেক ফিচার, যা ব্যবহারকারীদের স্মার্ট লাইফস্টাইল আরো উন্নত করবে।
এস২৫ এবং এস২৫ আল্ট্রা দুটি মডেলেই ১০০ দিনের স্ক্রিন প্রোটেকশন সার্ভিস এবং ২ বছরের ওএস আপডেট গ্যারান্টি রয়েছে, যা ব্যবহারকারীদের জন্য আরো নির্ভরযোগ্য অভিজ্ঞতা নিশ্চিত করে।
ইভেন্টে আইটেল বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সিয়াম আহমেদ বলেন, “আমি নিজেও এস২৫ সিরিজের ফোন ব্যবহার করছি এবং আমার অভিজ্ঞতা অসাধারণ। আমি বিশ্বাস করি, এস২৫ সিরিজ ব্যবহারকারীদের দারুন অভিজ্ঞতা দেবে।”
আই স্মার্ট ইউ টেকনোলজি বাংলাদেশ লিমিটেডের সিইও রেজওয়ানুল হক বলেন, “আমরা বাংলাদেশের বাজারে এস২৫ সিরিজ উন্মোচন করতে পেরে অত্যন্ত আনন্দিত। আমাদের লক্ষ্য হলো গ্রাহকদের জন্য সেরা মানের প্রযুক্তি ও ইনোভেটিভ পণ্য সাশ্রয়ী মূল্যে সরবরাহ করা। এই সিরিজটি আমাদের সেই প্রতিশ্রুতির প্রতিফলন।”
আইটেল এস২৫ এর দাম নির্ধারণ করা হয়েছে ১৩ হাজার ৯৯০ টাকা এবং আইটেল এস২৫ আল্ট্রা-এর দাম ১৯ হাজার ৯৯০ টাকা (ভ্যাট প্রযোজ্য)।
ঢাকা/হাসান/ফিরোজ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব যবহ র র জন য আইট ল
এছাড়াও পড়ুন:
এবার জিমন্যাস্টিকসে যুক্তরাষ্ট্রপ্রবাসী!
ইংল্যান্ডপ্রবাসী হামজা দেওয়ান চৌধুরীর আবির্ভাবের পর বাংলাদেশের ফুটবলের চেহারা বদলে গেছে। প্রিমিয়ার লিগ খেলা এ তারকার লাল-সবুজের জার্সি গায়ে জড়ানোর পর কানাডাপ্রবাসী সামিত সোমও আগ্রহ দেখিয়েছেন। ইতোমধ্যে তাঁর পাসপোর্ট করার কাজ শুরু করে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ফুটবলের বাইরে অন্য ফেডারেশনগুলোতে প্রবাসী খেলোয়াড়দের খুঁজে বের করার জন্য চিঠি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। তাদের চিঠি দেওয়ার আগে জিমন্যাস্টিকস ফেডারেশন খুঁজে পেয়েছে যুক্তরাষ্ট্রপ্রবাসী জ্যাক আশিকুল ইসলামকে। বাংলাদেশের হয়ে খেলার স্বপ্ন দেখা এ অ্যাথলেটের পাসপোর্ট করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে জিমন্যাস্টিকস ফেডারেশন। ইতোমধ্যে জাতীয় ক্রীড়া পরিষদের কাছে চিঠিও দিয়েছে তারা।
ছেলেদের ছয়টি ইভেন্টের মধ্যে জ্যাক আশিকুল তিনটিতে বেশ ভালো। পোমেল হর্স, ফ্লোর এবং ভল্টিং ইভেন্টে তিনি অসাধারণ শৈলী দেখিয়ে মুগ্ধ করেছেন বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশন কর্তাদের। ভিডিওতে তাঁর পারফরম্যান্সে মুগ্ধ হলেও পাসপোর্ট প্রক্রিয়া সম্পন্ন হলে যুক্তরাষ্ট্রপ্রবাসী এ অ্যাথলেটকে ঢাকায় এনে ট্রায়াল দিতে চায় ফেডারেশন। ‘আগে তার পাসপোর্ট হোক। তার পরই দেশে এনে তাকে আমরা দেখব। ভিডিওতে যা দেখেছি, আশা করি ভবিষ্যতে বাংলাদেশের তারকা সে হতে পারবে’–আত্মবিশ্বাসের সুরে গতকাল সমকালকে জানান বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জামিল।
তবে কবে নাগাদ জ্যাক আশিকুলকে পাওয়া যাবে, সেটি এখনই বলতে পারছেন না জামিল। সামনে কমনওয়েলথ, এশিয়ান গেমসে তাকে পাওয়া যাবে বলে বিশ্বাস জিমন্যাস্টিকস ফেডারেশনের সাধারণ সম্পাদকের, ‘এটি বলা যাচ্ছে না। কারণ, সবকিছু নির্ভর করছে তার পুরো প্রক্রিয়ার ওপরে। প্রক্রিয়াগুলো একটু জটিল। অনেক ধাপ আছে। এশিয়ান গেমসের মতো আসরগুলোতে তাকে পাওয়া গেলে আমাদের দলটা শক্তিশালী হবে।’ প্রতিনিয়ত আশিকুলের সঙ্গে যোগাযোগ রাখছেন জামিল। যুক্তরাষ্ট্রপ্রবাসী এ জিমন্যাস্টও বাবার দেশকে প্রতিনিধিত্ব করতে মুখিয়ে আছেন বলে জানিয়েছেন জামিল, ‘বাংলাদেশে খেলার জন্য সে খুবই আগ্রহী। তার মধ্যে অন্যরকম রোমাঞ্চ কাজ করছে। আমার সঙ্গে সব সময় যোগাযোগ রেখে চলেছে সে।’
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ যাতে ভালো করে সেই জন্য সরকারও চাচ্ছে ভালো মানের প্রবাসীরা যেন এই দেশে আসেন। স্বপ্ন জাগিয়েও নিউজিল্যান্ডপ্রবাসী জিমন্যাস্ট আলী কাদের বেশি দিন বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারেননি। ২০২২ কমনওয়েলথ এবং একই বছর তুরস্কে অনুষ্ঠিত ইসলামিক সলিডারিটি গেমসে অংশ নেওয়া আলী কাদের পরবর্তীতে হারিয়ে যান। এরপর থেকেই বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশন নতুন প্রবাসীর সন্ধানে নামে। তারই ধারাবাহিকতায় খুঁজে পায় জ্যাক আশিকুল ইসলামকে। ১৮ বছর বয়সী এ তরুণ যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। তাঁর বাবা আশিকুল ইসলামের বাড়ি রংপুরে। মা আমেরিকান। মূলত চাচার মাধ্যমে জ্যাক আশিকুলের সন্ধান পায় বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশন। আশিকুলের খেলার ভিডিওগুলো দেখে ভালো লেগেছে ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জামিলের।
গতকাল সমকালের সঙ্গে নতুন এ প্রবাসী সম্পর্কে তিনি বলেন, ‘গত বছরের মে মাসের দিকে যোগাযোগ হয়েছে। তার পরে দেশের পট পরিবর্তনের কারণে অনেক দিন যোগাযোগ বন্ধ ছিল। তবে ব্যক্তিগতভাবে আমি তার সঙ্গে যোগাযোগ রেখেছি। এখন কাজটা দ্রুতগতিতে এগিয়ে নেওয়ার সব চেষ্টাই করা হচ্ছে। এখন তার পাসপোর্টের জন্য আবেদন করা হয়েছে। আমি যতটুকু তার পারফরম্যান্স দেখেছি তাতে সন্তুষ্ট বলা যায়। আমি বলব না, একেবারে অলিম্পিক লেভেলের। সাইক সিজার যখন খেলছিল সে অন্য লেভেলের ছিল। জ্যাক ইসলামের মাত্র ১৮ বছর বয়স। এখনও ইয়ং। তার মধ্যে ভালো সম্ভাবনা আছে। পারফরম্যান্স যতটুকু দেখলাম, আমাদের জাতীয় দল যেটা করছে, তাদের মতোই কিংবা তাদের চেয়ে একটু ভালো বলা যায়।’
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আলোচিত অ্যাথলেট ছিলেন জিমন্যাস্ট সাইক সিজার। যুক্তরাষ্ট্রপ্রবাসী এ অ্যাথলেট ২০১২ লন্ডন অলিম্পিকে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছিলেন। তিনি ভোল্ট, ফ্লোর এবং অলরাউন্ড ইভেন্টে পারদর্শী ছিলেন। ২০২৪ প্যারিস অলিম্পিকে যুক্তরাষ্ট্রের জিমন্যাস্ট দলের সহকারী কোচ ছিলেন সিজার। তাঁর মতো প্রতিভাবান না হলেও জ্যাক আশিকুল ইসলামকে নিয়ে আশাবাদী জিমন্যাস্টিকস ফেডারেশন।