সৌদি আরবের রাজধানী রিয়াদে নানা কর্মসূচির মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ বাংলাদেশ দূতাবাসের অডিটোরিয়ামে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকদের নিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্বাগত বক্তব্য দেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো.

দেলওয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রীলঙ্কার রাষ্ট্রদূত ওমর লিব্বি আমের আজওয়াদ, কূটনৈতিক কোরের ডিন জিবুতির রাষ্ট্রদূত দায়া আদদীন সাঈদ বামাখারামা এবং প্রিন্স সুলতান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নুরুন্নবী।

রাষ্ট্রদূত ১৯৫২ সালের ভাষা আন্দোলনের বীর শহীদদের আত্মত্যাগের কথা উল্লেখ করে মাতৃভাষা রক্ষার বিষয়ে বাঙালি জাতির অবদানের কথা বিদেশিদের কাছে তুলে ধরেন।

তিনি বলেন, “দ্রুতই পৃথিবী থেকে বিভিন্ন ভাষা হারিয়ে যাচ্ছে, সাথে সাথে হারিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট সাংস্কৃতিক ঐতিহ্য।”

মাতৃভাষা রক্ষায় দেশ-কালভেদে পৃথিবীর সকলকে এগিয়ে আসার আহ্বান জানান বাংলাদেশের রাষ্ট্রদূত।

অনুষ্ঠানে অন্য বক্তারা পৃথিবীর বিভিন্ন ভাষাভাষী জনগোষ্ঠীর নিজ নিজ ভাষায় শিক্ষা গ্রহণ এবং নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষার ওপর গুরুত্ব আরোপ করেন। টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে প্রত্যেককে নিজ নিজ ভাষা চর্চা বৃদ্ধির মাধ্যমে সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি সাংস্কৃতিক বৈচিত্র্য বজায় রাখার আহ্বান জানান তারা।

২১ ফ্রেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি আদায়ে অবদান রাখায় বাংলাদেশের প্রশংসা করেন অনুষ্ঠানে আগত অতিথিরা।

অনুষ্ঠানে রিয়াদস্থ বাংলাদেশ আন্তর্জাতিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা দলীয় নৃত্য পরিবেশন করেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি তথ্যচিত্র ও বিভিন্ন  ভাষায় একুশে ফেব্রুয়ারির গান পরিবেশন করা হয়। অনুষ্ঠানে ১০ জন রাষ্ট্রদূতসহ ৪০ জন কূটনীতিক যোগ দেন।

ঢাকা/হাসান/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ক টন ত ক অন ষ ঠ ন

এছাড়াও পড়ুন:

বাজারে এসিআই মোটরসের সোনালীকা ট্র্যাক্টরের নতুন দুই মডেল

সোনালীকা ট্রাক্টরের দুটি নতুন মডেল বাজারে এনেছে এসিআই মোটরস। পয়লা বৈশাখ উপলক্ষে সম্প্রতি এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে আধুনিক ফিচারসমৃদ্ধ এই ট্রাক্টর দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দেশব্যাপী একযোগে ১৫টি স্থানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মানিকগঞ্জে অনুষ্ঠিত হয় প্রধান উদ্বোধনী অনুষ্ঠান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা সোনালীকা ট্রাক্টরের দুটি নতুন মডেল হলো Sonalika 35RX (সোনালীকা ৩৫আরএক্স) এবং Sonalika All Rounder SS-55 (12F+3R) (সোনালীকা অল রাউন্ডার এসএস-৫৫) (১২এফ‍+৩আর)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোনালীকা ৩৫আরএক্স মডেলে রয়েছে পাওয়ার স্টিয়ারিং সুবিধা। এটি ট্রাক্টরের নিয়ন্ত্রণকে আরও সহজ ও আরামদায়ক করে তুলেছে। এই ট্রাক্টর কৃষিপণ্য পরিবহনের পাশাপাশি চাষের কাজেও ব্যবহার করা যায়।

অন্যদিকে সোনালীকা অল রাউন্ডার এসএস-৫৫ মডেলে যুক্ত করা হয়েছে হাই-লো-মিডিয়াম গিয়ার ব্যবস্থা এবং টার্বোচার্জড ইঞ্জিন। এটি উঁচু-নিচু জমিতে কাজ করা এবং ভারী লোড বহনে বাড়তি সুবিধা নিশ্চিত করবে।

অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন এসিআই মোটরসের গ্রাহক, কৃষক, ডিলার ও শুভানুধ্যায়ীরা। অনুষ্ঠানে নতুন মডেল দুটির ফিচার ও উপযোগিতা সরাসরি প্রদর্শন করা হয়, যাতে অতিথিরা হাতে-কলমে ট্রাক্টরগুলোর সক্ষমতা বুঝে নিতে পারেন। এ ছাড়া পয়লা বৈশাখ উপলক্ষে অনুষ্ঠানে ছিল বিভিন্ন রকমের আয়োজন।

এসিআই মোটরসের এসব অনুষ্ঠানে ট্রাক্টরের পাশাপাশি প্রদর্শন করা হয় হারভেস্টার, ট্রান্সপ্লান্টার, পাওয়ার টিলার, ডিজেল ইঞ্জিন, পানি সেচের পাম্পের মতো আরও বেশ কিছু আধুনিক কৃষিযন্ত্র। এ ছাড়া প্রদর্শন করা হয় ফোটন কমার্শিয়াল ভেহিকেল, টায়ার ও ইয়ামাহা মোটরসাইকেল।

প্রধান অতিথি হিসেবে এই আয়োজনে উপস্থিত ছিলেন এসিআই মোটরসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস। এ ছাড়া বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।

কোম্পানির পক্ষ থেকে বলা হয়, এসিআই মোটরস ভবিষ্যতেও এ ধরনের নতুন পণ্য ও উদ্ভাবন নিয়ে দেশের কৃষি খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাবে। গ্রাহকদের উন্নত বিক্রয়োত্তর সেবা দিয়ে আস্থা ও বিশ্বাস অটুট রাখবে।

সম্পর্কিত নিবন্ধ

  • কুয়াকাটায় জলকেলিতে মাতলেন রাখাইন তরুণ-তরুণীরা
  • মিয়ানমারে ৫ হাজার কারাবন্দিকে মুক্তি
  • ইঞ্জিনিয়ার ফিরোজ আহমেদ’র ১ম মৃত্যুবার্ষিকী পালিত
  • হিমোফিলিয়াসহ রক্তক্ষরণজনিত রোগ সম্পর্কে জনসচেতনতা জরুরি
  • সোনারগাঁ জাদুঘরে বর্ণাঢ্য আয়োজনে চলছে বৈশাখীমেলা 
  • জব্বারের বলীখেলা ২৫ এপ্রিল
  • বাজারে এসিআই মোটরসের সোনালীকা ট্র্যাক্টরের নতুন দুই মডেল
  • মহেশপুরে চড়ক পূজায় পুণ্যার্থীদের ঢল
  • নববর্ষের ২দিন পর শোভাযাত্রা, অংশ না নেওয়ায় খাবার বন্ধ করলেন প্রাধ্যক্ষ