রিয়াদে বিভিন্ন দেশের কূটনীতিকদের নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত
Published: 25th, February 2025 GMT
সৌদি আরবের রাজধানী রিয়াদে নানা কর্মসূচির মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ বাংলাদেশ দূতাবাসের অডিটোরিয়ামে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকদের নিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্বাগত বক্তব্য দেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো.
রাষ্ট্রদূত ১৯৫২ সালের ভাষা আন্দোলনের বীর শহীদদের আত্মত্যাগের কথা উল্লেখ করে মাতৃভাষা রক্ষার বিষয়ে বাঙালি জাতির অবদানের কথা বিদেশিদের কাছে তুলে ধরেন।
তিনি বলেন, “দ্রুতই পৃথিবী থেকে বিভিন্ন ভাষা হারিয়ে যাচ্ছে, সাথে সাথে হারিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট সাংস্কৃতিক ঐতিহ্য।”
মাতৃভাষা রক্ষায় দেশ-কালভেদে পৃথিবীর সকলকে এগিয়ে আসার আহ্বান জানান বাংলাদেশের রাষ্ট্রদূত।
অনুষ্ঠানে অন্য বক্তারা পৃথিবীর বিভিন্ন ভাষাভাষী জনগোষ্ঠীর নিজ নিজ ভাষায় শিক্ষা গ্রহণ এবং নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষার ওপর গুরুত্ব আরোপ করেন। টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে প্রত্যেককে নিজ নিজ ভাষা চর্চা বৃদ্ধির মাধ্যমে সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি সাংস্কৃতিক বৈচিত্র্য বজায় রাখার আহ্বান জানান তারা।
২১ ফ্রেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি আদায়ে অবদান রাখায় বাংলাদেশের প্রশংসা করেন অনুষ্ঠানে আগত অতিথিরা।
অনুষ্ঠানে রিয়াদস্থ বাংলাদেশ আন্তর্জাতিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা দলীয় নৃত্য পরিবেশন করেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি তথ্যচিত্র ও বিভিন্ন ভাষায় একুশে ফেব্রুয়ারির গান পরিবেশন করা হয়। অনুষ্ঠানে ১০ জন রাষ্ট্রদূতসহ ৪০ জন কূটনীতিক যোগ দেন।
ঢাকা/হাসান/রফিক
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ক টন ত ক অন ষ ঠ ন
এছাড়াও পড়ুন:
১৪ নং ওয়ার্ডে ইসলামী যুব আন্দোলনের ঈদ সামগ্রী বিতরণ
ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পীরসাহেব চরমোনাইর পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১৪ নং ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
শুক্রবার (২৮ মার্চ) দুপুর ২টায় শহরের দেওভোগ পানির ট্যাংকি স্কুল মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি এইচএম রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর সাংগঠনিক সম্পাদক মো. তাজউদ্দীন, অর্থ সম্পাদক হুসাইন মো. আল আমিন, প্রচার সম্পাদক মুয়াম্মার হাসান অপু এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, নাসিক ১৪ নম্বর ওয়ার্ডের সভাপতি আলহাজ্ব মো. মজিবুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পীরসাহেব চরমোনাই সবসময় মানবতার সেবায় কাজ করে আসছেন এবং দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে থাকেন। তারই অংশ হিসেবে এবারও ঈদ উপলক্ষে এ খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।
বিতরণ করা ঈদ সামগ্রীর মধ্যে ছিল মুরগী, চাল, ডাল, চিনি, সেমাই, দুধ, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, ইসলামী যুব আন্দোলন শুধু ঈদের সময় নয়, বরং সারা বছরই বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে। ভবিষ্যতেও পীরসাহেব চরমোনাইর নির্দেশনায় এ ধরনের উদ্যোগ আরও ব্যাপকভাবে নেওয়ার পরিকল্পনা রয়েছে।