সোনারগাঁয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে শিমুল (২০) নামের এক যুবককে গণধোলাইয়ের পর পুলিশের কাছে সোপর্দ করেছেন এলাকাবাসী।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কাঁচপুর পাঠাত্তা এলাকায় এই ঘটনা ঘটে। আটক শিমুল পাবনা জেলার ঈশ্বরদী এলাকার মো. শরীফের ছেলে এবং কাঁচপুর পাঠাত্তা এলাকার শাহাবুদ্দিনের বাড়ির ভাড়াটিয়া। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল বারী বিষয়টি নিশ্চিত করেন।

জানাগেছে, শিমুল ও শিশুটির পরিবার কাঁচপুর পাঠাত্তা এলাকার শাহাবুদ্দিনের বাড়ির ভাড়াটিয়া। শিমুল একটি রিকশা গ্যারেজে কাজ করেন। সেখানে আসা-যাওয়ার সময় সু-কৌশলে শিশুটিকে বাথরুমে নিয়ে ধর্ষণ করেন। পরে এলাকাবাসী শিমুলকে আটক করে গণধোলাই দিলে ধর্ষণের কথা শিকার করে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, শিমুল এলাকাবাসীর কাছে বলছেন, বাথরুমে নিয়ে গিয়ে আজই প্রথম এই কাজ করেছি। আর জীবনে এমন কাজ করব না। আমাকে মাফ করে দেন। 

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল বারী বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে প্রথমে ছেলেটিকে উদ্ধার করি। কারণ সেখানে শত শত লোক জমায়েত হয়ে যায়। এই ঘটনায় অভিযুক্ত শিমুল পুলিশি হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

ব্রাজিলে যাবেন আনচেলত্তি, রিয়ালের দায়িত্ব নিবেন কে?

উয়েফা চ্যাম্পিয়নস লিগ থেকে রিয়াল মাদ্রিদ বিদায় নেওয়ার পরই আলোচনাটির জন্ম হয়। কোচ কার্লো আনচেলত্তির কি তাহলে রিয়াল অধ্যায় শেষ! সেটা অবশ্য সময় বলে দিবে। তবে অনেকেই রিয়ালে আনচেলত্তির শেষ দেখে ফেলেছেন।

ব্রিটিশ সংবাদ মাধ্যম ‘স্কাই নিউজে’ প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, চলতি মাসের শেষ দিকে (২৬ এপ্রিল) অনুষ্ঠিতব্য কোপা দেল রের ফাইনাল শেষে আনচেলত্তি রিয়াল ছেড়ে দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

শুধু তাই নয়, গেল বুধবার (১৬ এপ্রিল) চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের বিপক্ষে হারের পর নিজের ভবিষ্যৎ নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন এই ইতালিয়ান কোচ।

আরো পড়ুন:

রিয়ালের প্রত্যাবর্তনের কথা ভুলে যেতে বললেন আর্তেতা

‘রিয়ালের জন্য কোনো লক্ষ্যই অসম্ভব নয়’- আর্সেনাল ম্যাচের আগে মার্সেলো

৬৫ বছর বয়সী আনচেলত্তি বার্সেলোনার বিপক্ষে কোপা দেল রের ফাইনাল পর্যন্ত দায়িত্বে থাকবেন বলে মনে করা হচ্ছে। তবে এরপরই তিনি বিদায় নিতে পারেন। আগামী ১১ মে বার্সেলোনার মাঠে ‘এল ক্লাসিকো’ অনুষ্ঠিত হবে। তবে সেই ম্যাচে আনচেলত্তির ডাগ আউটে থাকার সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে।

আর্সেনালের কাছে ফিরতি লেগেও হারের পর আনচেলত্তি বলেছিলেন, ‘‘হয়তো ক্লাব আমায় সরিয়ে দেবে; সেটা এ বছরও হতে পারে, আবার পরের বছর যখন আমার চুক্তি শেষ হবে তখনও হতে পারে। কিন্তু আমি যখনই বিদায় নেব, ক্লাবের প্রতি কৃতজ্ঞ থাকব। সেটা আগামীকালও হতে পারে, ১০ দিন পর, এক মাস পর বা এক বছর পর। আমি এসব নিয়ে বেশি চিন্তিত নই।’’  

তিনি আরও বলেছিলেন, ‘‘আমরা অনেক সময় আলোর দিক দেখেছি। শিরোপাও জিতেছি। তবে এখন অন্ধকার দিকটাও মেনে নিতে হবে। কারণ, দুই ম্যাচ মিলিয়ে আর্সেনাল আমাদের চেয়ে ভালো খেলেছে।’’

আনচেলত্তি ২০২১ সালে দ্বিতীয় মেয়াদে রিয়ালে ফিরে আসেন এবং এরপর থেকে ১১টি ট্রফি জিতেছেন। যার মধ্যে রয়েছে ২টি লা লিগা, ২টি চ্যাম্পিয়নস লিগ ও ক্লাব বিশ্বকাপ রয়েছে।

কে হবেন আনচেলত্তির উত্তরসূরি?
রিয়ালের সাবেক সভাপতি রামন কালদেরন বলেন, ‘‘অনেক নাম আসবে সামনে। যেমন জাভি আলোনসো যিনি রিয়ালের হয়ে খেলেছেন। কিংবা জার্গেন ক্লপ। তবে আমি চাই আনচেলত্তিকে রেখে দেওয়া হোক। আমি জানি না তিনি থাকতে চান কিনা। রিয়ালের বেঞ্চটা খুব চাপের – এখানে জেতাই একমাত্র লক্ষ্য, আর সেটা সব সময় সম্ভব নয়।’’  

তবে আলোনসো বর্তমানে বায়ার লেভারকুজেনের কোচ এবং তিনি তার চুক্তির মেয়াদ বাড়িয়েছেন। তাই তাকে আনা সহজ হবে না বলেও মন্তব্য করেন তিনি।

জুনের আগেই ব্রাজিলে যাবেন আনচেলত্তি!
এদিকে ব্রাজিল জাতীয় দল আনচেলত্তিকে তাদের পরবর্তী প্রধান কোচ হিসেবে নিয়োগ দিতে চায়। এমনকি স্প্যানিশ ঘরোয়া মৌসুম শেষ হওয়ার আগেই তাকে আনার চেষ্টা চলছে। দিয়েগো ফার্নান্দেজ নামে এক প্রভাবশালী ব্রাজিলিয়ান ব্যবসায়ী আনচেলত্তির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখেছেন এবং বিষয়টি ‘কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ’ বলে জানিয়েছেন।

তবে সময় খুবই সীমিত। জুন মাসে ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বে প্যারাগুয়ে ও ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ রয়েছে। আর মার্চে আর্জেন্টিনার বিপক্ষে ৪-১ গোলে হারের পর কোচ দোরিভাল জুনিয়রকে বরখাস্ত করে ব্রাজিল। সেই থেকে দলটি কোচহীন অবস্থায় আছে।

আনচেলত্তি ছাড়াও আল হিলালের কোচ জর্জ জেসুসকে নিয়েও ব্রাজিলের আগ্রহ রয়েছে বলে জানা গেছে।

সব মিলিয়ে রিয়ালে আনচেলত্তির সময় সম্ভবত শেষের পথে। কোপা দেল রে ফাইনালের পরই তিনি ক্লাব ছাড়তে পারেন এবং ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিতে পারেন। তাহলে রিয়ালে কে হবেন তার উত্তরসূরি? জাভি আলোনসো নাকি জার্গেন ক্লপ? সেটাই এখন আলোচনার কেন্দ্রে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ