পাকিস্তান ২৯ বছর পর ঘরের মাঠে আইসিসির টুর্নামেন্ট আয়োজন করছে। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে তাই বাড়তি সতর্ক দেশটি। যদিও নিরাপত্তা ঝুঁকির অজুহাতে পাকিস্তান সফরে যায়নি ভারত। নিরাপত্তা চাদরের মধ্যেই বাংলাদেশ ও নিউজিল্যান্ড ম্যাচে হাতে প্লাকার্ড দিয়ে এক দর্শক মাঠে ঢুকে পড়ে।

তার হাতে ছিল পাকিস্তানের রাজনৈতিক দল তেহরিক-ই-লাব্বাইক-এর প্রধান হাফিজ সাদ হুসেইন রিজভির ছবি সম্বলিত প্লাকার্ড। তিনি নিউজিল্যান্ডের ব্যাটার রাচিন রবীন্দ্রকে জড়িয়ে ধরার চেষ্টা করেন। 

এই ঘটনায় নতুন করে পাকিস্তানে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি নিয়ে এক বিবৃতি দিয়ে পিসিবি জানিয়েছে, এমন ঘটনার পুনরাবৃত্তি আর হবে না। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে আরও সতর্ক অবস্থানে থাকবে। 

বিবৃতি’তে পিসিবি জানিয়েছে, মাঠে দর্শক ঢুকে পড়ার বিষয়টি পিসিবি গুরুত্বের সঙ্গে নিয়েছে। খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়ালদের নিরাপত্তা পিসিবির প্রধান দায়িত্ব। যে কারণে স্থানীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে নিরাপত্তা জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। 

পিসিবি জানিয়েছে, মাঠে ঢুকে পড়া দর্শককে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আইনের আওতায় আনা হয়েছে। আর যাতে এমন ঘটনা না ঘটে সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রতি ম্যাচে মাঠে দর্শক আসার খবর স্বস্তি বলে জানিয়েছে পিসিবি। 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

পেহেলগামে হামলার পর ভারতে পিএসএলের সম্প্রচার বন্ধ

ভারত-পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব বাধলেই সেটার প্রভাব পড়ে খেলাধুলায়। এবারও ব্যতিক্রম হচ্ছে না।

পেহেলগামে বন্দুকধারীদের হামলার ঘটনায় দুই দেশের মধ্যে নতুন করে বিরোধ সৃষ্টি হয়েছে। এর জেরে ভারতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে।

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে পেহেলগামে গত মঙ্গলবার কয়েকজন বন্দুকধারী নিরীহ মানুষের ওপর হামলা চালান। এতে ২৫ ভারতীয়সহ ২৬ জন প্রাণ হারান, আহত হন ১০ জন।

এ ঘটনায় পাকিস্তানের মদদ আছে বলে মনে করছে ভারত সরকার। এরই মধ্যে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে বিদ্রোহী গ্রুপ দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ), যাদেরকে পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার একটি শাখা মনে করে ভারত সরকার।

এ বছর ভারতের কোনো টিভি চ্যানেল ও স্ট্রিমিং প্ল্যাটফর্মে আর পিএসএল দেখা যাবে না

সম্পর্কিত নিবন্ধ