‘শেয়ারবাজার করপোরেট ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫’ এর প্রথম রাউন্ডে আরও একটি জয় পেয়েছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ঢাবির জগন্নাথ হল মাঠে অনুষ্ঠিত ম্যাচে বেস্ট হোল্ডিংসকে ৫০ রানের ব্যবধানে হারিয়েছে।

ওয়ালটন আগে ব্যাট করতে নেমে মো. সাহেল মিয়ার ঝড়ো সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৪ রান করে। জবাবে বেস্ট হোল্ডিংস ১০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৪ রানের বেশি করতে পারেনি।

আরো পড়ুন:

সাকিব-মুশফিক-মাহমুদউল্লাহকে ফেলে সামনে তাকানোর পরামর্শ

স্বপ্ন আকাশছোঁয়া অথচ পারফরম‌্যান্স গড়পড়তা

ওয়ালটনের সাহেল মিয়া মাত্র ৩৮ বলে ৮টি চার ও ১৩ ছক্কায় ১১৮ রান করেন। তার স্ট্রাইক রেট ছিল ৩১০.

৫৩। এছাড়া অধিনায়ক আব্দুল্লাহ আল মামুন ১২ বলে ২ চার ও ৩ ছক্কায় ২৯ ও শাকিল ৭ বলে ১ চার ও ২ ছক্কায় করেন ১৯ রান।

বল হাতে বেস্ট হোল্ডিংসের সেরা ছিলেন জুনায়েদুর রহমান। তিনি ২ ওভারে ১৬ রান দিয়ে ৩টি উইকেট নেন। সামি ২ ওভারে ৩৭ রান দিয়ে নেন ১টি উইকেট।

জবাব দিতে নেমে বেস্ট হোল্ডিংস নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। তাতে নির্ধারিত ১০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৪ রানের বেশি করতে পারে না তারা। তাদের হয়ে শিফাত আকাশ ১২ বলে ৩ চার ও ৩ ছক্কায় সর্বোচ্চ ৩২ রান করেন। হাসান ১০ বলে ৩ চার ও ২ ছক্কায় করেন ২৬ রান। এছাড়া সামি আল হোসেন ৩ চার ও ১ ছক্কায় ২৩ ও ফারহান মাহিব ফাহিম করেন ১৮ রান।

বল হাতে ওয়ালটনের নাজেল ২ ওভারে ১ মেডেনসহ ১৪ রান দিয়ে ৪টি উইকেট নেন। জাহিদুল ২ ওভারে ৩৪ রান দিয়ে নেন ২টি উইকেট। আর মামুন ও রাকিবুল নেন ১টি করে উইকেট। ম্যাচসেরা হন ওয়ালটনের সেঞ্চুরিয়ান সাহেল মিয়া।

এবারের আসরে ১২টি দল অংশ নিয়েছে। দলগুলো হলো- সিটি ব্যাংক, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিএনআইসিএল, ওয়ালটন, লংকাবাংলা সিকিউরিটিস, বিজিআইসি, নিটোল ইন্স্যুরেন্স, ডিএসই থান্ডার স্ট্রাইকার্স, ইউসিবি স্টোক, দ্য স্ট্রেঞ্জার্স (বিএসইসি)ম বেস্ট হোল্ডিংস ও প্রাইম ব্যাংক সিকিউরিটিস।

ঢাকা/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উইক ট হ র

এছাড়াও পড়ুন:

গুগল ড্রাইভে যুক্ত হলো ট্রান্সক্রিপটস, যে সুবিধা পাওয়া যাবে

অনলাইনে নিরাপদে ফাইল বা ছবি-ভিডিও সংরক্ষণ ও আদান-প্রদানের সুযোগ থাকায় অনেকে গুরুত্বপূর্ণ তথ্যও জমা রাখেন গুগল ড্রাইভে। তবে দীর্ঘদিন গুগল ড্রাইভে ভিডিও সংরক্ষণ করলে পরে নির্দিষ্ট ভিডিও খুঁজে পাওয়ার পাশাপাশি সেগুলোতে থাকা গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে পেতে বেশ সমস্যা হয়। এ সমস্যা সমাধানে গুগল ড্রাইভে ট্রান্সক্রিপটস–সুবিধা যুক্ত করেছে গুগল।

ট্রান্সক্রিপটস–সুবিধা চালুর ফলে গুগল ড্রাইভে থাকা ভিডিও চালু করলেই প্লেয়ারের পর্দার সাইডবারে ভিডিওটির বিভিন্ন দৃশ্যে থাকা তথ্য সময়সহ দেখা যাবে। এর ফলে আকারে বড় ভিডিওর সম্পূর্ণ অংশ না দেখেই গুরুত্বপূর্ণ তথ্য ভিডিওর কোন কোন অংশে রয়েছে সে সম্পর্কে ধারণা পাওয়া যাবে।

আরও পড়ুনগুগল ড্রাইভ ব্যবহারকারীদের সতর্ক করল গুগল, কেন১৫ মার্চ ২০২৪

গুগলের তথ্যমতে, গুগল ড্রাইভে সংরক্ষণ করা যেসব ভিডিওতে ক্যাপশন রয়েছে, সেগুলোতে সরাসরি ট্রান্সক্রিপটস–সুবিধা পাওয়া যাবে। তবে যেসব ভিডিওতে ক্যাপশন নেই, সেসব ভিডিও ফাইলের ওপরে মাউসের ডান বাটন ক্লিক করে ‘ম্যানেজ ক্যাপশন ট্র্যাকস’ নির্বাচন করতে হবে। এরপর ‘জেনারেট অটোমেটিক ক্যাপশনস’ অপশন নির্বাচন করলেই ভিডিওটিতে ক্যাপশন যুক্ত হয়ে যাবে। এর ফলে সহজেই ট্রান্সক্রিপটস–সুবিধা ব্যবহারের সুযোগ মিলবে।

আরও পড়ুনগুগল ড্রাইভে ভিডিও আপলোডের জন্য নতুন সুবিধা২৭ ডিসেম্বর ২০২৪

গুগল ড্রাইভে যুক্ত হওয়া ট্রান্সক্রিপটস সুবিধাটি সব গুগল ওয়ার্কপ্লেস ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হয়েছে বলে জানিয়েছে গুগল। আগামী ২৬ মার্চের মধ্যে পর্যায়ক্রমে এ সুবিধা ব্যবহার করা যাবে।

সূত্র: দ্য ভার্জ

আরও পড়ুনগুগল ড্রাইভের জায়গা খালি করার ৭ কৌশল০৬ মে ২০২৪

সম্পর্কিত নিবন্ধ