সাহেলের ঝড়ো সেঞ্চুরিতে ওয়ালটনের বড় জয়
Published: 25th, February 2025 GMT
‘শেয়ারবাজার করপোরেট ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫’ এর প্রথম রাউন্ডে আরও একটি জয় পেয়েছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ঢাবির জগন্নাথ হল মাঠে অনুষ্ঠিত ম্যাচে বেস্ট হোল্ডিংসকে ৫০ রানের ব্যবধানে হারিয়েছে।
ওয়ালটন আগে ব্যাট করতে নেমে মো. সাহেল মিয়ার ঝড়ো সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৪ রান করে। জবাবে বেস্ট হোল্ডিংস ১০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৪ রানের বেশি করতে পারেনি।
আরো পড়ুন:
সাকিব-মুশফিক-মাহমুদউল্লাহকে ফেলে সামনে তাকানোর পরামর্শ
স্বপ্ন আকাশছোঁয়া অথচ পারফরম্যান্স গড়পড়তা
ওয়ালটনের সাহেল মিয়া মাত্র ৩৮ বলে ৮টি চার ও ১৩ ছক্কায় ১১৮ রান করেন। তার স্ট্রাইক রেট ছিল ৩১০.
বল হাতে বেস্ট হোল্ডিংসের সেরা ছিলেন জুনায়েদুর রহমান। তিনি ২ ওভারে ১৬ রান দিয়ে ৩টি উইকেট নেন। সামি ২ ওভারে ৩৭ রান দিয়ে নেন ১টি উইকেট।
জবাব দিতে নেমে বেস্ট হোল্ডিংস নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। তাতে নির্ধারিত ১০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৪ রানের বেশি করতে পারে না তারা। তাদের হয়ে শিফাত আকাশ ১২ বলে ৩ চার ও ৩ ছক্কায় সর্বোচ্চ ৩২ রান করেন। হাসান ১০ বলে ৩ চার ও ২ ছক্কায় করেন ২৬ রান। এছাড়া সামি আল হোসেন ৩ চার ও ১ ছক্কায় ২৩ ও ফারহান মাহিব ফাহিম করেন ১৮ রান।
বল হাতে ওয়ালটনের নাজেল ২ ওভারে ১ মেডেনসহ ১৪ রান দিয়ে ৪টি উইকেট নেন। জাহিদুল ২ ওভারে ৩৪ রান দিয়ে নেন ২টি উইকেট। আর মামুন ও রাকিবুল নেন ১টি করে উইকেট। ম্যাচসেরা হন ওয়ালটনের সেঞ্চুরিয়ান সাহেল মিয়া।
এবারের আসরে ১২টি দল অংশ নিয়েছে। দলগুলো হলো- সিটি ব্যাংক, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিএনআইসিএল, ওয়ালটন, লংকাবাংলা সিকিউরিটিস, বিজিআইসি, নিটোল ইন্স্যুরেন্স, ডিএসই থান্ডার স্ট্রাইকার্স, ইউসিবি স্টোক, দ্য স্ট্রেঞ্জার্স (বিএসইসি)ম বেস্ট হোল্ডিংস ও প্রাইম ব্যাংক সিকিউরিটিস।
ঢাকা/আমিনুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর উইক ট হ র
এছাড়াও পড়ুন:
ভোমরা স্থলবন্দরে ১৪ কোটি টাকার রাজস্ব হারাবে সরকার
পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক মিলিয়ে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ৯দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। স্থলবন্দর বন্ধ থাকলেও ইমিগ্রেশন দিয়ে চালু থাকবে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত। বন্দর সংশ্লিষ্টরা বলছেন, লম্বা ছুটির কারণে এই বন্দর থেকে সরকার রাজস্ব হারাবে ১৪ কোটি টাকা।
শুক্রবার (২৮ মার্চ) সকালে ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা ছুটির বিষয়টি নিশ্চিত করেছেন।
আবু মুছা বলেন, “২৯ মার্চ (শনিবার) থেকে ৫ এপ্রিল (শনিবার) পর্যন্ত ভোমরা বন্দর দিয়ে কোনো আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে না। ৬ এপ্রিল (রবিবার) থেকে পুনরায় বন্দর সচল হবে।”
আরো পড়ুন:
বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি ৯ দিন বন্ধ
বাংলাবান্ধা দিয়ে নেপালে গেল ২৩১ মেট্রিক টন আলু
তিনি আরো বলেন, “আজ বিকেল থেকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যাবে। ঈদ উদযাপনের জন্য বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ এলাকায় চলে যাবেন। একইভাবে, আমদানিকারকরা ছুটিতে থাকবেন। ফলে এই সময়ে কোনো পণ্য খালাস করা হবে না।”
ভোমরা স্থলবন্দর ব্যবহারকারীরা জানান, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম ব্যস্ত বন্দর এটি। বন্দরটি ভারতের পশ্চিমবঙ্গের ঘোজাডাঙা বন্দরের সঙ্গে সংযুক্ত। এই বন্দর দিয়ে বিভিন্ন পণ্যের কাঁচামাল, খাদ্যপণ্য, পেঁয়াজ, চাল, ফল, কয়লা, মশলা ও বিভিন্ন নির্মাণ সামগ্রী আমদানি-রপ্তানি হয়ে থাকে। প্রতিদিন গড়ে ৩৫০ থেকে ৪০০ ট্রাক পণ্য আমদানি-রপ্তানি হয়।
ভোমরা স্থলবন্দর শুল্ক স্টেশন সহকারী কমিশনার সাকিব রায়হান বলেন, “আগামী ৬ এপ্রিল (রবিবার) থেকে বন্দরের কার্যক্রম পুনরায় চালু হবে। তখন স্বাভাবিকভাবে পণ্য আমদানি-রপ্তানি শুরু হবে এবং ব্যবসায়িক কার্যক্রম পুরোদমে চলবে।”
বন্দরের কাষ্টমস বিষয়ক সম্পাদক আমীর হামজা বলেন, “৯ দিনের ছুটির কারণে এই বন্দরে গড়ে দেড় কোটি টাকা হারে সাড়ে ১৩ বা ১৪ কোটি টাকার রাজস্ব হারাবে সরকার।”
ভোমরা চেকপোস্ট ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুফান দুলাল মন্ডল বলেন, “ঈদের ছুটিতে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। যাত্রীরা আগের মতোই নির্বিঘ্নে সীমান্ত পাড়ি দিতে পারবেন।”
ঢাকা/শাহীন/মাসুদ