সোশ্যাল ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন
Published: 25th, February 2025 GMT
উৎকর্ষের পথে অভিযাত্রায় আধুনিক ব্যাংকিং সুবিধা নিয়ে রাজশাহীতে সোমবার সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি ১৮১তম শাখা ‘কেশরহাট শাখার’ উদ্বোধন করেছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) ব্যাংকটি এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম সাদিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মাকসুদা বেগম এবং বাংলাদেশ ব্যাংক, রাজশাহীর সম্মানিত নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা।
ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো.
এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী, স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা।
প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম সাদিকুল ইসলাম বলেন, “বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা ও গ্রাহকের আস্থায় সোশ্যাল ইসলামী ব্যাংক এখন ঘুরে দাঁড়িয়েছে। সর্বস্তরে সুশাসন প্রতিষ্ঠা করা হয়েছে। শরীআহ বোর্ড পুনঃগঠন করা হয়েছে। ফলে জনগণ সম্পূর্ণ শরীআহ ব্যাংকিং সেবা পাচ্ছে।”
তিনি বলেন, “শরীআহভিত্তিক ব্যাংকিং জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের জন্য কল্যাণময়।”
ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মিসেস মাকসুদা বেগম বলেন, “সংকট কাটিয়ে সোশ্যাল ইসলামী ব্যাংক ইতিবাচক ধারায় ফিরে এসেছে। গণমানুষের ব্যাংক হিসেবে সোশ্যাল ইসলামী ব্যাংক প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ব্যাংকিং সেবা নির্বিঘ্নে পৌঁছে দিচ্ছে।”
বাংলাদেশ ব্যাংক, রাজশাহীর নির্বাহী পরিচালক মিসেস হুসনে আরা শিখা বলেন, “এসআইবিএল একটি ভালো ব্যাংক হিসেবে সুপরিচিত ছিল। দেশের সার্বিক বিপর্যয়ে বিপদের মুখে পড়লেও বর্তমানে স-মহিমায় ফিরে আসার চেষ্টা করছে।সব গ্রাহক যদি একসাথে টাকা তুলতে আসে তাহলে পৃথিবীর কোন ব্যাংকই টাকা দিতে পারবে না।”
বর্তমানে এসআইবিএল এ এসে কোনো গ্রাহক খালি হাতে ফিরে যাচ্ছেন না। নতুন শাখা মানেই ব্যাংক নিজস্ব গতিতে ফিরছে গ্রাহকের ভালোবাসা ও আস্থার জন্যই এটা সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সভাপতির বক্তব্যে ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক নাজমুস সায়াদাত বলেন, “সোশ্যাল ইসলামী ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক ধারায় ফিরে এসেছে, বর্তমানে আমাদের সব ধরনের বিল গ্রহণ, বিইএফটিএন, আরটিজিএস, ইন্টারনেট ব্যাংকিং সহ সব ধরনের সেবা চালু রয়েছে। গ্রাহকের আস্থা ও সহযোগিতার ধারাবাহিকতায় এই এলাকায় একটি শাখা খোলা হলো।”
তিনি বলেন, এই এলাকার ব্যবসায়ী ও সর্বস্তরের জনগণ এই শাখা থেকে ইসলামী ব্যাংকিং সেবা নেবেন।
ঢাকা/সাজ্জাদ/সাইফ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স শ য ল ইসল ম গ র হক ব যবস
এছাড়াও পড়ুন:
চীনকে ভালো বন্ধু হিসেবে পেতে চাই: প্রেস সচিব
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বুধবার বিকেলে চার দিনের সফরে চীনে পৌঁছেছেন। হাইনান প্রদেশের ছিয়োংহাই বোআও আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে সেখানে তাকে স্বাগত জানান হাইনানের ভাইস গভর্নর এবং বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম।
এদিকে দেশটির গণমাধ্যম সিজিটিএনকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, চীনের সঙ্গে সম্পর্ক আরো গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ।
দক্ষিণ চীনের হাইনান প্রদেশে অনুষ্ঠিতব্য বোআও ফোরাম ফর এশিয়া-২০২৫ বার্ষিক সম্মেলনের আগে এই মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত উচ্চপর্যায়ের এই সম্মেলন চলবে।
সাক্ষাৎকারে ড. ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেন, নিঃসন্দেহে আমাদের অবস্থান হলো চীনের সঙ্গে সম্পর্ক আরো গভীর করা। আমরা চীনকে ভালো বন্ধু হিসেবে দেখতে চাই, যাতে বিদ্যমান সব ক্ষেত্রে আমাদের সম্পর্ক আরো বিস্তৃত হয়।’
তিনি বলেন, চীনা বিনিয়োগ আকর্ষণ, জনগণের মধ্যে বিনিময় বৃদ্ধি এবং প্রযুক্তিগত সহযোগিতা জোরদার করতে চায় বাংলাদেশ।
‘‘আমরা চাই বাংলাদেশে আরো বেশি চীনা বিনিয়োগ আসুক, আরো বেশি সহযোগিতা হোক এবং জনগণের মধ্যে সম্পর্ক আরো ঘনিষ্ঠ হোক। চীন একটি সুপারপাওয়ারের মতো জেগে উঠেছে। এটি একটি অত্যাধুনিক প্রযুক্তি-সমৃদ্ধ দেশ। আমরা অবশ্যই এসব ক্ষেত্রে সম্পর্ক আরো শক্তিশালী করতে চাই’’- যোগ করেন শফিকুল আলম।
ঢাকা/হাসান/এনএইচ